ETV Bharat / sports

ICC CWC 2023: বাবরদের ভারতে বিশ্বকাপ খেলতে আসার প্রশ্নে শর্ত রাখলেন পাক ক্রীড়ামন্ত্রী - ভারত বনাম পাকিস্তান

পাকিস্তান ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি না, এ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে ৷ আর সেই চর্চার মাঝেই বড় বোমা ফাটালেন পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি ৷ একটি শর্ত রেখেছেন তিনি ৷ সেই শর্ত না মানলে ভারতে বাবর আজমদের আসার প্রশ্নে তাঁর আপত্তি রয়েছে ৷

Ehsan Mazari on ICC CWC 2023 ETV BHARAT
Ehsan Mazari on ICC CWC 2023
author img

By

Published : Jul 9, 2023, 9:47 PM IST

Updated : Jul 10, 2023, 7:11 AM IST

নয়াদিল্লি, 9 জুলাই: পাকিস্তান ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি না, তা এখন নির্ভর করছে ইসলামাবাদের উপর ৷ আরও নির্দিষ্ট করে বললে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন 11 সদস্যের উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট ৷ সেই রিপোর্টে নির্ভর করেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ কিন্তু এরই মাঝে একটি বড় মন্তব্য করেছেন সেদেশের ক্রীড়ামন্ত্রী তথা 11 জনের কমিটির অন্যতম সদস্য এহসান মাজারি ৷ তিনি বিশ্বকাপে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন ৷

  • Pakistan sports minister said, "if India demands to play their Asia Cup games at a neutral venue, we would also demand the same for our World Cup games in India". (Indian Express). pic.twitter.com/JBVoyDMWGX

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ইংরাজি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এহসান মাজারি জানান, বিসিসিআই ও ভারত সরকার যদি তাদের ক্রিকেটারদের এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে না-পাঠায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাবে না ৷ তার বদলে পাকিস্তান দলের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন তিনি ৷ আর এহসান মাজারি এও দাবি করেন, যেহেতু পিসিবি তাঁর মন্ত্রকের অধীনে, তাই তিনি নিজের এই সিদ্ধান্তের কথা কমিটিতে জানাবেন ৷

আরও পড়ুন: ক্যাপ্টেন কৌরের হাফসেঞ্চুরিতে ধরাশায়ী বাংলাদেশ, জয় দিয়ে সফর শুরু ভারতের

গত শনিবার পাক প্রধানমন্ত্রী এই 11 সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন ৷ সেই কমিটির মাথায় রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ৷ এক্ষেত্রে সেই কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন জারদারি ৷ সেই মতো কী করণীয়, তা ঠিক করবেন তিনি ৷ কমিটির সেই সিদ্ধান্ত বিলাওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেবেন ৷ উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী এই মুহূর্তে পিসিবি'র দায়িত্বপ্রাপ্ত প্রধান ৷ কমিটির রিপোর্ট অনুযায়ী, তিনিই শেষ কথা বলবেন ৷

  • Pakistan Sports minister said - "My personal opinion, since the PCB comes under my ministry, is that if India demands to play their Asia Cup games at a neutral venue, we should also demand the same for our World Cup games in India". (To Indian Express) pic.twitter.com/fBeuTErmYx

    — CricketMAN2 (@ImTanujSingh) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি

তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের বিদেশমন্ত্রকের তরফে একটি নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দলকে ভারতে পাঠানোর কথা বলা হয়েছে ৷ প্রতিনিধিদল আমেদাবাদ, কলকাতা, চেন্নাই-সহ বিভিন্ন শহরের ক্রিকেট স্টেডিয়াম ও হোটেলের সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন ৷ তাঁদের রিপোর্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ আগামী 5 অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে ৷ তার আগে 27 সেপ্টেম্বর থেকে সব দলগুলি নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করবে ৷ অর্থাৎ, তারও বেশ কয়েকদিন আগে সমস্ত দলগুলিকে ভারতে পৌঁছতে হবে ৷

নয়াদিল্লি, 9 জুলাই: পাকিস্তান ক্রিকেট দল ভারতে বিশ্বকাপ খেলতে আসবে কি না, তা এখন নির্ভর করছে ইসলামাবাদের উপর ৷ আরও নির্দিষ্ট করে বললে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির নেতৃত্বাধীন 11 সদস্যের উচ্চপর্যায়ের কমিটির রিপোর্ট ৷ সেই রিপোর্টে নির্ভর করেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ৷ কিন্তু এরই মাঝে একটি বড় মন্তব্য করেছেন সেদেশের ক্রীড়ামন্ত্রী তথা 11 জনের কমিটির অন্যতম সদস্য এহসান মাজারি ৷ তিনি বিশ্বকাপে পাকিস্তানের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন ৷

  • Pakistan sports minister said, "if India demands to play their Asia Cup games at a neutral venue, we would also demand the same for our World Cup games in India". (Indian Express). pic.twitter.com/JBVoyDMWGX

    — Mufaddal Vohra (@mufaddal_vohra) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একটি ইংরাজি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে এহসান মাজারি জানান, বিসিসিআই ও ভারত সরকার যদি তাদের ক্রিকেটারদের এশিয়া কাপ খেলার জন্য পাকিস্তানে না-পাঠায়, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাবে না ৷ তার বদলে পাকিস্তান দলের জন্য নিরপেক্ষ ভেন্যুর দাবি জানিয়েছেন তিনি ৷ আর এহসান মাজারি এও দাবি করেন, যেহেতু পিসিবি তাঁর মন্ত্রকের অধীনে, তাই তিনি নিজের এই সিদ্ধান্তের কথা কমিটিতে জানাবেন ৷

আরও পড়ুন: ক্যাপ্টেন কৌরের হাফসেঞ্চুরিতে ধরাশায়ী বাংলাদেশ, জয় দিয়ে সফর শুরু ভারতের

গত শনিবার পাক প্রধানমন্ত্রী এই 11 সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন ৷ সেই কমিটির মাথায় রাখা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারিকে ৷ এক্ষেত্রে সেই কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন জারদারি ৷ সেই মতো কী করণীয়, তা ঠিক করবেন তিনি ৷ কমিটির সেই সিদ্ধান্ত বিলাওয়াল ভুট্টো প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেবেন ৷ উল্লেখ্য, পাক প্রধানমন্ত্রী এই মুহূর্তে পিসিবি'র দায়িত্বপ্রাপ্ত প্রধান ৷ কমিটির রিপোর্ট অনুযায়ী, তিনিই শেষ কথা বলবেন ৷

  • Pakistan Sports minister said - "My personal opinion, since the PCB comes under my ministry, is that if India demands to play their Asia Cup games at a neutral venue, we should also demand the same for our World Cup games in India". (To Indian Express) pic.twitter.com/fBeuTErmYx

    — CricketMAN2 (@ImTanujSingh) July 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: বিরাট-ফিটনেসের রহস্য কী? নিজেই জানালেন কিং কোহলি

তবে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও তাদের বিদেশমন্ত্রকের তরফে একটি নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধি দলকে ভারতে পাঠানোর কথা বলা হয়েছে ৷ প্রতিনিধিদল আমেদাবাদ, কলকাতা, চেন্নাই-সহ বিভিন্ন শহরের ক্রিকেট স্টেডিয়াম ও হোটেলের সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখবেন ৷ তাঁদের রিপোর্টও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ আগামী 5 অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে ৷ তার আগে 27 সেপ্টেম্বর থেকে সব দলগুলি নিজেদের প্রস্তুতি ম্যাচ খেলা শুরু করবে ৷ অর্থাৎ, তারও বেশ কয়েকদিন আগে সমস্ত দলগুলিকে ভারতে পৌঁছতে হবে ৷

Last Updated : Jul 10, 2023, 7:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.