ETV Bharat / sports

Cricket World Cup 2023: বিশ্বকাপ খেলতে ভারতে পা-রাখল পাকিস্তান

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 27, 2023, 9:30 PM IST

Updated : Sep 27, 2023, 10:16 PM IST

Pakistan Cricket team arrives in India: 5 অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হচ্ছে ত্রয়োদশ ওয়ান-ডে বিশ্বকাপের আসর ৷ 6 অক্টোবর উপলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘বাবর অ্যান্ড কোং’ ৷ সাত বছর পর ভারতের মাটিতে পা-রাখল পাকিস্তান ক্রিকেট টিম ৷

Pakistan cricket team arrives in India
সাত বছর পর ভারতের মাটিতে পা-রাখল পাকিস্তান ক্রিকেট দল

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: ভিসা সমস্যা মিটিয়ে অবশেষে ভারতে পা-রাখলেন পাক ক্রিকেটাররা ৷ বিশ্বকাপ খেলতে বুধবার রাতে হায়দরাবাদ বিমানবন্দরে নামেন বাবর আজমরা ৷ নিজামের শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ‘মেন ইন গ্রিন’ ৷

সাত বছর পর ভারতের মাটিতে পা-রাখল পাকিস্তান ক্রিকেট দল ৷ 5 অক্টোবর আমেদাবাদে শুরু হচ্ছে ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপ ৷ আর পরের দিন অর্থাৎ 6 অক্টোবর উপলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘বাবর অ্যান্ড কোং’ ৷

লাহোর থেকে দুবাই হয়ে 9 ঘণ্টার বিমানযাত্রায় নিজামের শহরে পৌঁছন পাক ক্রিকেটাররা ৷ ভারতে আসার 48 ঘণ্টার কম সময়ে ভিসার ছাড়পত্র পেয়েছিলেন বাবর আজমরা ৷ শুক্রবারই মাঠে নামবে পাক ক্রিকেটাররা ৷ প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ 3 অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাবরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷

বিশ্বকাপের মূলপর্বে বাবর আজমদের প্রথম প্রতিপক্ষ ডাচরা ৷ 6 অক্টোবর নিজামের শহরেই বিশ্বকাপ অভিযান শুরু করবে 'মেন ইন গ্রিন' ৷ 10 অক্টোবর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ সদ্যসমাপ্ত এশিয়া কাপে লঙ্কাবাহিনীর কাছে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান ৷ হায়দরবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের মূলপর্বের প্রথম দু’টি ম্যাচ খেলবেন বাবররা ৷ তবে তৃতীয় ম্যাচটি খেলার জন্য আমেদাবাদে যেতে হবে পাকিস্তানকে ৷ 14 অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাবরদের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া ৷ ওয়ান-ডে বিশ্বকাপের ইতিহাসে এখনও ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান ৷

শেষবার ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল খেলেছিল 2016 টি-20 বিশ্বকাপে ৷ চোটের কারণে সেই দলে ছিলেন না বর্তমান পাক অধিনায়ক বাবর আজম ৷ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের চাপ নিয়ে প্রশ্নের উত্তরে পাক অধিনায়ক বলেন, "যদিও আমরা ভারতের মাটিতে ক্রিকেট খেলিনি ৷ তবুও আমরা খুব বেশি চাপ নিচ্ছি না ৷ এশিয়ার অনান্য দেশের মতোই ভারতের পরিবেশের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব ৷ আমেদাবাদে জাম-প্যাকড স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছি ৷"

আরও পড়ন: ভিসা সমস্যায় পাকিস্তান, সঠিক সময়ে বাবরদের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পিসিবি-র ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরফ সাংবাদিকদের বলেন, "বিসিসিআই ও আইসিসি প্রতিটি দলকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছে ৷ সুতরাং আমরাও তার ব্যতিক্রম নয় ৷ আমি মনে করি, ভারতে আমাদের দলকে কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না ৷

হায়দরাবাদ, 27 সেপ্টেম্বর: ভিসা সমস্যা মিটিয়ে অবশেষে ভারতে পা-রাখলেন পাক ক্রিকেটাররা ৷ বিশ্বকাপ খেলতে বুধবার রাতে হায়দরাবাদ বিমানবন্দরে নামেন বাবর আজমরা ৷ নিজামের শহরে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে ‘মেন ইন গ্রিন’ ৷

সাত বছর পর ভারতের মাটিতে পা-রাখল পাকিস্তান ক্রিকেট দল ৷ 5 অক্টোবর আমেদাবাদে শুরু হচ্ছে ত্রয়োদশ ক্রিকেট বিশ্বকাপ ৷ আর পরের দিন অর্থাৎ 6 অক্টোবর উপলে নেদারল্যান্ডসের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ‘বাবর অ্যান্ড কোং’ ৷

লাহোর থেকে দুবাই হয়ে 9 ঘণ্টার বিমানযাত্রায় নিজামের শহরে পৌঁছন পাক ক্রিকেটাররা ৷ ভারতে আসার 48 ঘণ্টার কম সময়ে ভিসার ছাড়পত্র পেয়েছিলেন বাবর আজমরা ৷ শুক্রবারই মাঠে নামবে পাক ক্রিকেটাররা ৷ প্রথম ওয়ার্ম-আপ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৷ 3 অক্টোবর দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাবরদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া৷

বিশ্বকাপের মূলপর্বে বাবর আজমদের প্রথম প্রতিপক্ষ ডাচরা ৷ 6 অক্টোবর নিজামের শহরেই বিশ্বকাপ অভিযান শুরু করবে 'মেন ইন গ্রিন' ৷ 10 অক্টোবর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ সদ্যসমাপ্ত এশিয়া কাপে লঙ্কাবাহিনীর কাছে হেরে টুর্নামেন্টের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিল পাকিস্তান ৷ হায়দরবাদের রাজীব গান্ধি আন্তর্জাতিক স্টেডিয়ামে বিশ্বকাপের মূলপর্বের প্রথম দু’টি ম্যাচ খেলবেন বাবররা ৷ তবে তৃতীয় ম্যাচটি খেলার জন্য আমেদাবাদে যেতে হবে পাকিস্তানকে ৷ 14 অক্টোবর নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাবরদের প্রতিপক্ষ টিম ইন্ডিয়া ৷ ওয়ান-ডে বিশ্বকাপের ইতিহাসে এখনও ভারতের বিরুদ্ধে জয়ের মুখ দেখেনি পাকিস্তান ৷

শেষবার ভারতের মাটিতে পাকিস্তান ক্রিকেট দল খেলেছিল 2016 টি-20 বিশ্বকাপে ৷ চোটের কারণে সেই দলে ছিলেন না বর্তমান পাক অধিনায়ক বাবর আজম ৷ বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের চাপ নিয়ে প্রশ্নের উত্তরে পাক অধিনায়ক বলেন, "যদিও আমরা ভারতের মাটিতে ক্রিকেট খেলিনি ৷ তবুও আমরা খুব বেশি চাপ নিচ্ছি না ৷ এশিয়ার অনান্য দেশের মতোই ভারতের পরিবেশের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারব ৷ আমেদাবাদে জাম-প্যাকড স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছি ৷"

আরও পড়ন: ভিসা সমস্যায় পাকিস্তান, সঠিক সময়ে বাবরদের বিশ্বকাপ খেলতে আসা নিয়ে প্রশ্নচিহ্ন

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার আগে পিসিবি-র ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরফ সাংবাদিকদের বলেন, "বিসিসিআই ও আইসিসি প্রতিটি দলকে নিরাপত্তার ব্যাপারে আশ্বাস দিয়েছে ৷ সুতরাং আমরাও তার ব্যতিক্রম নয় ৷ আমি মনে করি, ভারতে আমাদের দলকে কোনও সমস্যার মধ্যে পড়তে হবে না ৷

Last Updated : Sep 27, 2023, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.