ETV Bharat / sports

ICC World Cup 2023: 'ভারতের প্রবল জনসমর্থনের কাছেই হার', পরাজয়ের পর হতাশা গোপন করলেন না পাক কোচ

গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷ তবে এটিকে হারের একমাত্র 'অজুহাত' হিসেবে খাড়া করতে রাজি নন বাবরদের হেডস্যর ৷

ICC World Cup 2023
মোতেরায় ভারতীয় সমর্থকদের একাংশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 1:30 PM IST

আমেদাবাদ, 15 অক্টোবর: 100 ওভারের ম্যাচের ভবলীলা সাঙ্গ মাত্র 73.2 ওভারেই ৷ বিশ্বকাপের মঞ্চে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বন্দিত এনকাউন্টার যে এভাবে ম্যাড়মেড়ে হবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার লক্ষাধিক জনসমর্থন এক মুহূর্তের জন্যও রাশ আলগা করেনি ৷ আর গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷

ভারতের বিরুদ্ধে 7 উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে এদিন হতাশা গোপন করেননি বাবর আজমদের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিবাসী প্রশিক্ষক বলেন, "তেতো হলেও এটা সত্যি যে, দেখে মনেই হল না আমরা কোনও আইসিসি ইভেন্ট খেললাম ৷ মনে হল যেন বিসিসিআই আয়োজিত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেললাম ৷"

ভিসা না-পাওয়ার কারণে এদিন মোতেরার (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) স্ট্যান্ডে সবুজ জার্সিধারী পাক সমর্থকদের খুঁজেই পাওয়া যায়নি ৷ নীল সমুদ্রে ছেয়ে যাওয়া মোতেরার গ্যালারি নিয়ে প্রশ্ন করা হলে আর্থার বলেন, "এত বিরাট সংখ্যক জনতা, আমাদের বিরুদ্ধে 1 লক্ষ 30 হাজারের জনসমর্থন কোনও প্রভাব ফেলবে না তা হয় নাকি ৷" তবে গ্যালারিতে ভারতের প্রবল সমর্থনকে হারের একমাত্র অজুহাত হিসেবে খাড়া করতে রাজি নন আর্থার ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

তাই পাক দলের হেডস্যর বলেন, "অবশ্যই গ্যালারি আমাদের বিপক্ষে গিয়েছে ৷ তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না কারণ আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হত ৷ কারণ আমরা ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি সেটাই আসল ৷"

ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে 42.5 ওভারে 191 রানে গুটিয়ে যায় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন ৷ জবাবে রোহিত শর্মার বিস্ফোরক 86 রানে ভর করে 30.3 ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন 53 রানে ৷

আমেদাবাদ, 15 অক্টোবর: 100 ওভারের ম্যাচের ভবলীলা সাঙ্গ মাত্র 73.2 ওভারেই ৷ বিশ্বকাপের মঞ্চে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বন্দিত এনকাউন্টার যে এভাবে ম্যাড়মেড়ে হবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার লক্ষাধিক জনসমর্থন এক মুহূর্তের জন্যও রাশ আলগা করেনি ৷ আর গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷

ভারতের বিরুদ্ধে 7 উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে এদিন হতাশা গোপন করেননি বাবর আজমদের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিবাসী প্রশিক্ষক বলেন, "তেতো হলেও এটা সত্যি যে, দেখে মনেই হল না আমরা কোনও আইসিসি ইভেন্ট খেললাম ৷ মনে হল যেন বিসিসিআই আয়োজিত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেললাম ৷"

ভিসা না-পাওয়ার কারণে এদিন মোতেরার (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) স্ট্যান্ডে সবুজ জার্সিধারী পাক সমর্থকদের খুঁজেই পাওয়া যায়নি ৷ নীল সমুদ্রে ছেয়ে যাওয়া মোতেরার গ্যালারি নিয়ে প্রশ্ন করা হলে আর্থার বলেন, "এত বিরাট সংখ্যক জনতা, আমাদের বিরুদ্ধে 1 লক্ষ 30 হাজারের জনসমর্থন কোনও প্রভাব ফেলবে না তা হয় নাকি ৷" তবে গ্যালারিতে ভারতের প্রবল সমর্থনকে হারের একমাত্র অজুহাত হিসেবে খাড়া করতে রাজি নন আর্থার ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

তাই পাক দলের হেডস্যর বলেন, "অবশ্যই গ্যালারি আমাদের বিপক্ষে গিয়েছে ৷ তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না কারণ আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হত ৷ কারণ আমরা ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি সেটাই আসল ৷"

ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে 42.5 ওভারে 191 রানে গুটিয়ে যায় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন ৷ জবাবে রোহিত শর্মার বিস্ফোরক 86 রানে ভর করে 30.3 ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন 53 রানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.