ETV Bharat / sports

ICC World Cup 2023: 'ভারতের প্রবল জনসমর্থনের কাছেই হার', পরাজয়ের পর হতাশা গোপন করলেন না পাক কোচ - মিকি আর্থার

গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷ তবে এটিকে হারের একমাত্র 'অজুহাত' হিসেবে খাড়া করতে রাজি নন বাবরদের হেডস্যর ৷

ICC World Cup 2023
মোতেরায় ভারতীয় সমর্থকদের একাংশ
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 1:30 PM IST

আমেদাবাদ, 15 অক্টোবর: 100 ওভারের ম্যাচের ভবলীলা সাঙ্গ মাত্র 73.2 ওভারেই ৷ বিশ্বকাপের মঞ্চে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বন্দিত এনকাউন্টার যে এভাবে ম্যাড়মেড়ে হবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার লক্ষাধিক জনসমর্থন এক মুহূর্তের জন্যও রাশ আলগা করেনি ৷ আর গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷

ভারতের বিরুদ্ধে 7 উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে এদিন হতাশা গোপন করেননি বাবর আজমদের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিবাসী প্রশিক্ষক বলেন, "তেতো হলেও এটা সত্যি যে, দেখে মনেই হল না আমরা কোনও আইসিসি ইভেন্ট খেললাম ৷ মনে হল যেন বিসিসিআই আয়োজিত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেললাম ৷"

ভিসা না-পাওয়ার কারণে এদিন মোতেরার (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) স্ট্যান্ডে সবুজ জার্সিধারী পাক সমর্থকদের খুঁজেই পাওয়া যায়নি ৷ নীল সমুদ্রে ছেয়ে যাওয়া মোতেরার গ্যালারি নিয়ে প্রশ্ন করা হলে আর্থার বলেন, "এত বিরাট সংখ্যক জনতা, আমাদের বিরুদ্ধে 1 লক্ষ 30 হাজারের জনসমর্থন কোনও প্রভাব ফেলবে না তা হয় নাকি ৷" তবে গ্যালারিতে ভারতের প্রবল সমর্থনকে হারের একমাত্র অজুহাত হিসেবে খাড়া করতে রাজি নন আর্থার ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

তাই পাক দলের হেডস্যর বলেন, "অবশ্যই গ্যালারি আমাদের বিপক্ষে গিয়েছে ৷ তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না কারণ আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হত ৷ কারণ আমরা ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি সেটাই আসল ৷"

ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে 42.5 ওভারে 191 রানে গুটিয়ে যায় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন ৷ জবাবে রোহিত শর্মার বিস্ফোরক 86 রানে ভর করে 30.3 ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন 53 রানে ৷

আমেদাবাদ, 15 অক্টোবর: 100 ওভারের ম্যাচের ভবলীলা সাঙ্গ মাত্র 73.2 ওভারেই ৷ বিশ্বকাপের মঞ্চে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বন্দিত এনকাউন্টার যে এভাবে ম্যাড়মেড়ে হবে, তা ঘুণাক্ষরেও টের পাওয়া যায়নি ৷ যদিও নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার লক্ষাধিক জনসমর্থন এক মুহূর্তের জন্যও রাশ আলগা করেনি ৷ আর গ্যালারিতে 'মেন ইন ব্লু'র এই প্রবল জনসমর্থনই তাঁদের হারিয়ে দিল বলে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে জানালেন পাকিস্তান কোচ মিকি আর্থার ৷

ভারতের বিরুদ্ধে 7 উইকেটে হারের পর সাংবাদিক সম্মেলনে এদিন হতাশা গোপন করেননি বাবর আজমদের কোচ ৷ সাংবাদিক সম্মেলনে দক্ষিণ আফ্রিকা নিবাসী প্রশিক্ষক বলেন, "তেতো হলেও এটা সত্যি যে, দেখে মনেই হল না আমরা কোনও আইসিসি ইভেন্ট খেললাম ৷ মনে হল যেন বিসিসিআই আয়োজিত কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেললাম ৷"

ভিসা না-পাওয়ার কারণে এদিন মোতেরার (নরেন্দ্র মোদি স্টেডিয়াম) স্ট্যান্ডে সবুজ জার্সিধারী পাক সমর্থকদের খুঁজেই পাওয়া যায়নি ৷ নীল সমুদ্রে ছেয়ে যাওয়া মোতেরার গ্যালারি নিয়ে প্রশ্ন করা হলে আর্থার বলেন, "এত বিরাট সংখ্যক জনতা, আমাদের বিরুদ্ধে 1 লক্ষ 30 হাজারের জনসমর্থন কোনও প্রভাব ফেলবে না তা হয় নাকি ৷" তবে গ্যালারিতে ভারতের প্রবল সমর্থনকে হারের একমাত্র অজুহাত হিসেবে খাড়া করতে রাজি নন আর্থার ৷

আরও পড়ুন: অনুষ্কার ছবি তোলার অনুমতি চাইছেন অরিজিৎ, ভারত-পাক ম্যাচের সেলেব-কাহিনি ভাইরাল

তাই পাক দলের হেডস্যর বলেন, "অবশ্যই গ্যালারি আমাদের বিপক্ষে গিয়েছে ৷ তবে আমি এটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না কারণ আমাদের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে হত ৷ কারণ আমরা ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে কতটা লড়াই করতে পেরেছি সেটাই আসল ৷"

ভারতীয় বোলারদের সম্মিলিত দাপটে শনিবার টস জিতে প্রথমে ব্যাট করে 42.5 ওভারে 191 রানে গুটিয়ে যায় ৷ জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন ৷ জবাবে রোহিত শর্মার বিস্ফোরক 86 রানে ভর করে 30.3 ওভারেই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় টিম ইন্ডিয়া ৷ শ্রেয়স আইয়ার অপরাজিত থাকেন 53 রানে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.