মুম্বই, 2 জুন : একেবারে চাপমুক্ত থেকে ব্রিটেনের উড়ান ধরল বিরাট কোহলি অ্যান্ড কোং ৷ ইংল্য়ান্ড যাওয়ার আগে অন্তত তেমনই বলে গেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ জানিয়ে দিলেন, তাঁদের উপর আগেও চাপ ছিল না ৷ এখনও নেই ৷
প্রথম সংস্করণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত ৷ বিশ্বের সেরা টেস্ট দলের তকমা পেতে হলে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে হবে ভারতকে ৷ ম্যাচ শুরু হবে 18 জুন ৷ ফাইনালে অনেকেই বিশ্বের অন্যতম সেরা টেস্ট টিম ভারতকে এগিয়ে রেখেছেন ৷ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে গত দুটি টেস্ট সিরিজে ভারতের বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেট অনুরাগীরা ৷ তাই কোহলির দলের উপর প্রত্যাশাটাও বেশি ৷ কিন্তু এই প্রত্যাশার চাপ নিয়ে ফাইনালে নামছে না ভারত ৷ বরং মাথা ঠান্ডা রেখে কিউয়ি চ্যালেঞ্জের মোকাবিলা করতে চান ক্যাপ্টেন কোহলি ৷
আরও পড়ুন : ক্লাইভ-ধোনিদের সঙ্গে এক আসনে বসার হাতছানি বিরাটের
তবে লড়াইটা যে সহজ হবে না তা বিলক্ষণ বুঝতে পারছেন ভারত অধিনায়ক ৷ আজ ব্রিটেনের বিমান ধরার আগে কোহলি বলেন, "টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইটা বেশ কঠিন হবে ৷ খেতাবি লড়াইয়ের চ্যালেঞ্জটা সহজ হবে না ৷ পরিবেশ নতুন ৷ আবহাওয়া অন্যরকম ৷ কিন্তু পেশাদার ক্রিকেট দল হিসেবে সবরকম পরিবেশের সঙ্গে আমরা মোকাবিলা করার ক্ষমতা রয়েছে ৷"
এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণের ফাইনাল নিয়ে প্রশ্ন তুলে দিলেন কোচ রবি শাস্ত্রীর ৷ তাঁর মতে, সেরা টেস্ট টিম নির্ধারণ করতে তিন ম্যাচের সিরিজের প্রয়োজন ছিল ৷ সেখানে মাত্র একটি ম্যাচে বিজয়ী নির্ধারণ হবে ৷ কারণ একটা খারাপ বা একটা ভালো ম্যাচ আপনার প্রতিভার পরিচায়ক হতে পারে না ৷