ETV Bharat / sports

T-20 World Cup : ঐতিহাসিক জয়ে টি-20 বিশ্বকাপের মূলপর্বে নামিবিয়া

প্রথম ম্যাচে ডাচদের হারানোয় মূলপর্বে প্রবেশের দৌড়ে দারুণভাবে ছিল স্টার্লিং, ও' ব্রায়েন সমৃদ্ধ আয়ারল্য়ান্ডও ৷ সেই লক্ষ্যে টস জিতে শারজায় এদিন প্রথমে ব্যাটিং নেন আইরিশ কোচ অ্য়ান্ড্রু বালবির্নি ৷

T-20 World Cup
ঐতিহাসিক জয়ে টি-20 বিশ্বকাপের মূলপর্বে নামিবিয়া
author img

By

Published : Oct 22, 2021, 10:31 PM IST

শারজা, 22 অক্টোবর : গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর নামিবিয়া যে সুপার 12-এ যোগ্যতা অর্জন করবে আশা করেননি ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কারণ গ্রুপের বাকি দুই দেশ নেদারল্য়ান্ড এবং আয়ারল্য়ান্ড আইসিসির টুর্নামেন্টে অভিজ্ঞতার নিরিখে এগিয়েছিল অনেকটাই ৷ কিন্তু বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে প্রথমবার টি-20 বিশ্বকাপের মূলপর্বে প্রবেশ করল নামিবিয়া, তাও আবার প্রথম সুযোগেই ৷ গার্হার্ড এরাসমাসের অধিনায়কোচিত ইনিংসে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে আইরিশদের হারিয়ে মূলপর্বে প্রবেশ করল নামিবিয়া ৷

প্রথম ম্যাচে ডাচদের হারানোয় মূলপর্বে প্রবেশের দৌড়ে দারুণভাবে ছিল স্টার্লিং, ও' ব্রায়েন সমৃদ্ধ আয়ারল্য়ান্ডও ৷ সেই লক্ষ্যে টস জিতে শারজায় এদিন প্রথমে ব্যাটিং নেন আইরিশ কোচ অ্য়ান্ড্রু বালবির্নি ৷ ওপেনিং জুটিতে পল স্টার্লিং-কেভিন ও' ব্রায়েন জুটি ঝড় তুললেও মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্য়াটারদের ব্য়র্থতায় বড় রান তুলতে ব্যর্থ হয় তারা ৷

সর্বাধিক 24 বলে 38 রান করেন স্টার্লিং ৷ সমসংখ্যক বল খেলে ও' ব্রায়েন করেন 25 রান ৷ তিন নম্বরে নেমে অধিনায়ক বালবির্নি 28 বলে 21 রান করলেও আর কোনও ব্য়াটার দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ৷ নামিবিয়ার জ্যান ফ্রিলিঙ্ক 21 রান দিয়ে নেন 3 উইেকট ৷ 2টি উইকেট নেন প্রোটিয়াজাত অলরাউন্ডার ডেভিড উইসে ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 125 রান তোলে আয়ারল্যান্ড ৷

আরও পড়ুন : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশকে হারিয়ে দেওয়া স্কটল্যান্ড

জবাবে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নামিবিয়া ৷ দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অধিনায়ক গার্হার্ড এরাসমাস এবং ডেভিড উইসের 53 রানের অবিভক্ত জুটি জয় এনে দেয় নামিবিয়াকে ৷ অর্ধশতরান পূর্ণ করে 53 রানে অপরাজির থাকেন এরাসমাস ৷ অন্যদিকে 14 বলে 28 রানের ক্য়ামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইসে ৷

2003 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করলেও টি-20 বিশ্বকাপে এই প্রথম আবির্ভাব ঘটছে নামিবিয়ার ৷ যোগ্যতা অর্জন-পর্বে প্রথম আত্মপ্রকাশেই বাজিমাত তাদের ৷ শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ-এ থেকে মূলপর্বে উঠল নামিবিয়া ৷

শারজা, 22 অক্টোবর : গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে হারের পর নামিবিয়া যে সুপার 12-এ যোগ্যতা অর্জন করবে আশা করেননি ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ কারণ গ্রুপের বাকি দুই দেশ নেদারল্য়ান্ড এবং আয়ারল্য়ান্ড আইসিসির টুর্নামেন্টে অভিজ্ঞতার নিরিখে এগিয়েছিল অনেকটাই ৷ কিন্তু বিশেষজ্ঞদের ভুল প্রমাণ করে প্রথমবার টি-20 বিশ্বকাপের মূলপর্বে প্রবেশ করল নামিবিয়া, তাও আবার প্রথম সুযোগেই ৷ গার্হার্ড এরাসমাসের অধিনায়কোচিত ইনিংসে গ্রুপ পর্বের শেষ ম্য়াচে আইরিশদের হারিয়ে মূলপর্বে প্রবেশ করল নামিবিয়া ৷

প্রথম ম্যাচে ডাচদের হারানোয় মূলপর্বে প্রবেশের দৌড়ে দারুণভাবে ছিল স্টার্লিং, ও' ব্রায়েন সমৃদ্ধ আয়ারল্য়ান্ডও ৷ সেই লক্ষ্যে টস জিতে শারজায় এদিন প্রথমে ব্যাটিং নেন আইরিশ কোচ অ্য়ান্ড্রু বালবির্নি ৷ ওপেনিং জুটিতে পল স্টার্লিং-কেভিন ও' ব্রায়েন জুটি ঝড় তুললেও মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার ব্য়াটারদের ব্য়র্থতায় বড় রান তুলতে ব্যর্থ হয় তারা ৷

সর্বাধিক 24 বলে 38 রান করেন স্টার্লিং ৷ সমসংখ্যক বল খেলে ও' ব্রায়েন করেন 25 রান ৷ তিন নম্বরে নেমে অধিনায়ক বালবির্নি 28 বলে 21 রান করলেও আর কোনও ব্য়াটার দু'অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি ৷ নামিবিয়ার জ্যান ফ্রিলিঙ্ক 21 রান দিয়ে নেন 3 উইেকট ৷ 2টি উইকেট নেন প্রোটিয়াজাত অলরাউন্ডার ডেভিড উইসে ৷ 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 125 রান তোলে আয়ারল্যান্ড ৷

আরও পড়ুন : গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশকে হারিয়ে দেওয়া স্কটল্যান্ড

জবাবে 2 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় নামিবিয়া ৷ দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অধিনায়ক গার্হার্ড এরাসমাস এবং ডেভিড উইসের 53 রানের অবিভক্ত জুটি জয় এনে দেয় নামিবিয়াকে ৷ অর্ধশতরান পূর্ণ করে 53 রানে অপরাজির থাকেন এরাসমাস ৷ অন্যদিকে 14 বলে 28 রানের ক্য়ামিও খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন উইসে ৷

2003 ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করলেও টি-20 বিশ্বকাপে এই প্রথম আবির্ভাব ঘটছে নামিবিয়ার ৷ যোগ্যতা অর্জন-পর্বে প্রথম আত্মপ্রকাশেই বাজিমাত তাদের ৷ শ্রীলঙ্কার সঙ্গে গ্রুপ-এ থেকে মূলপর্বে উঠল নামিবিয়া ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.