কলকাতা, 12 নভেম্বর: তিন দশক আগের স্মৃতি ফিরিয়ে মেলবোর্নে আগামিকাল কুড়ি-বিশের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি পাকিস্তান-ইংল্যান্ড (Pakistan will take on England in T20 WC final tomorrow) ৷ তবে বিরানব্বই বিশ্বকাপ ফাইনালের ফলাফলেরও কি পুনরাবৃত্তি ঘটবে কাল? প্রাক্তন পাক অলরাউন্ডার মুস্তাক মহম্মদ (Mushtaq Mohammad) যদিও রবিবাসরীয় ফাইনালে এগিয়ে রাখছেন জস বাটলারের ইংল্যান্ডকে ৷ টি-20 বিশ্বকাপ ফাইনাল নিয়ে ইটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে যা বললেন দেশের জার্সিতে 57টি টেস্ট খেলা প্রাক্তন পাক ক্রিকেটার-
- প্র: আগামিকাল মেলবোর্নে ফিরছে 30 বছর আগের ইতিহাস, কী বলবেন?
উ: অবশ্যই মেলবোর্নে ইতিহাস ফিরছে আগামিকাল ৷ সন্দেহ নেই দুর্দান্ত একটা ম্যাচের সাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব ৷
- প্র: আগামিকাল ফাইনালের আগে কোথায় দাঁড়িয়ে যুযুধান দুই দল?
উ: প্রশ্নাতীতভাবে ইংল্যান্ড বর্তমানে কুড়ি-বিশের ক্রিকেটে অন্যতম সেরা দল ৷ পক্ষান্তরে পাকিস্তান সৌভাগ্যবান যে তারা ফাইনালে পৌঁছেছে ৷ মৃত্যুমুখ থেকে ফিরে এসেছে তারা ৷ তাই ফাইনালে পৌঁছলেও বলব পাকিস্তানের হারানোর কিছু নেই ৷ তারা ইতিমধ্যেই নিজেদের প্রমাণ করেছে ৷ তাই ইংল্যান্ডের বিরুদ্ধে আগামিকাল পাকিস্তানের থেকে ভয়ডরহীন ক্রিকেটই প্রত্যাশা করব ৷
- প্র: চলতি বিশ্বকাপে পাকিস্তানের সফর নিয়ে কী বলবেন?
উ: ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারে ৷ টুর্নামেন্টের শুরু থেকে কিছুই ঠিকঠাক হচ্ছিল না দলটার ৷ কিন্তু টুর্নামেন্টের বয়স যত বেড়েছে ঝাঁঝালো হয়েছে পাকিস্তানের পারফরম্যান্স ৷ ওদের বোলিং এখনও পর্যন্ত দুর্দান্ত ৷ তবে নেদারল্যান্ডস নিঃসন্দেহে সহায় হয়েছে পাকিস্তানের ৷ ফাইনালেও যেন ওরা এমনভাবেই ভাগ্যের সহায়তা পায় ৷
- প্র: কোথাও গিয়ে কী পাকিস্তানের এই বিশ্বকাপ সফর 1992-এর স্মৃতি উসকে দিচ্ছে?
উ: এক্কেবারেই তাই ৷ সেবারও টুর্নামেন্টে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছিল ওরা ৷ সেবারও অকল্যান্ডে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান ৷ তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ ইংল্যান্ডকে হারিয়ে ট্রফি জিতেছিল ৷ এবারও একই ঘটনার পুনরাবৃত্তির পর ফাইনালের আগে আমার শুভেচ্ছা রইল বাবরদের জন্য ৷
- প্র: রবিবাসরীয় ফাইনালে দু'দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে হয়?
উ: সকলকেই সমান ভূমিকা নিতে হবে, তবেই তো দল ৷ একার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব নয় ৷ ব্যাটারদের রান করতে হবে, বোলারদের উইকেট নিতে হবে জিততে হলে ৷ তবে আপনার প্রশ্নের উত্তরে বলা যেতে পারে, যে সকল ক্রিকেটার নিজেদের দিনে সব তছনছ করে দিতে পারে, তাদের ভাল পারফরম্যান্স জরুরি ৷ তবে সাজঘর থেকে সব পরিকল্পনা সেরেই বেরোতে হবে ৷
- প্র: দু'দলের মধ্যে তুলনা করলে কাকে এগিয়ে রাখবেন?
উ: (স্মিত হেসে) তুলনায় গেলে অবশ্যই বলব ইংল্যান্ড পাকিস্তানের তুলনায় এগিয়ে ৷ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই এগিয়ে ওরা ৷ শারীরিক এবং মানসিকভাবেও পাক ক্রিকেটারদের থেকে এগিয়ে তারা ৷ একইসঙ্গে চলতি টুর্নামেন্টে অনেক বেশি পেশাদারিত্বের পরিচয়ও রেখেছে তারা ৷
- প্র: শেষ প্রশ্ন ৷ বাবর আজমকে অধিনায়ক হিসেবে কত নম্বর দেবেন?
উ: ওকে এখনও অধিনায়কত্বের অনেককিছু রপ্ত করতে হবে ৷ সবে সবে দায়িত্ব নিয়েছে ৷ সময়ের সঙ্গে ও আরও বিচক্ষণ হবে বলেই বিশ্বাস আমার ৷