ETV Bharat / sports

Mushfiqur Rahim: আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা মুশফিকুর রহিমের - বাংলাদেশ

আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা বাংলাদেশের উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম ( Mushfiqur Rahim Announces Retirement from T20Is) ৷ তবে, টেস্ট থেকে শুরু করে একদিনের ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি লিগে খেলবেন তিনি ৷

Mushfiqur Rahim Announces Retirement From T20Is After Asia Cup Exit
Mushfiqur Rahim Announces Retirement From T20Is After Asia Cup Exit
author img

By

Published : Sep 4, 2022, 1:37 PM IST

কলকাতা, 4 সেপ্টেম্বর: আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা (Mushfiqur Rahim Announces Retirement from T20Is) বাংলাদেশের করলেন উইকেট-কিপার ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ৷ এশিয়া কাপে গ্রুপ পর্যায় থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পরই এদিন টুইটারে টি20 থেকে অবসর ঘোষণা করলেন তিনি ৷ বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমানভাবে সফল ব্যাটারদের মধ্যে অন্যতম মুশফিকুর ৷

টুইটে লেখেন, ‘‘আমি আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা করলাম ৷ আর টেস্ট ও একদিনের ম্যাচে মনোনিবেশ করতে চাই ৷ সুযোগ পেলে আমি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সবসময় প্রস্তুত ৷ গর্বের সঙ্গে ক্রিকেটের দু’টি ফর্ম্যাটে আমার দেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে রয়েছি- এমআর15 ৷’’

  • I would like to announce my retirement from T20 INTERNATIONALS and focus on Test and ODI formats of the game. I will be available to play franchise leagues when the opportunity arrives. Looking forward to proudly represent my nation in the two formats-MR15

    — Mushfiqur Rahim (@mushfiqur15) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুশফিকুর একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের হয়ে টেস্টে 3টি দু’শো রানের ইনিংস খেলেছেন ৷ শুধু টেস্ট ব্যক্তিগত রেকর্ড নয়, বাংলাদেশ ক্রিকেটের উত্থানের অনেক বড় অংশ জুড়ে রয়েছেন মুশফিকুর ৷ বিশেষ করে টেস্ট ও একদিনের ম্যাচে বিশ্বের তাবড় দেশগুলির সঙ্গে পাল্লা সমানভাবে পাল্লা দিতে, সামনে থেকে বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন 35 বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার ৷ একটা দীর্ঘ সময় বাংলাদেশকে ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্বও দিয়েছেন মুশফিকুর রহিম ৷

আরও পড়ুন: টম মুডির অধ্যায় শেষ, সানরাইজার্স হায়দরাবাদের নতুন হেড কোচ লারা

তবে, এবারের এশিয়া কাপে সেভাবে প্রভাব ফেলতে পারেননি মুশফিকুর এবং তাঁর দল ৷ গ্রুপ পর্যায়ে প্রথমে আফগানিস্তান এবং শেষে আয়োজক শ্রীলঙ্কার সামনে নাস্তানাবুদ হতে হয় বাংলাদেশকে ৷ বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বোলিং ব্যর্থতার জেরে 2 উইকেটে হারতে হয় বেঙ্গল টাইগারদের ৷ প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 183 রান তোলে বাংলাদেশ ৷ তবে, মুশফিকুরের ব্যাটে রান আসেনি ৷ তিনি 5 বল খেলে মাত্র 4 রানে আউট হয়ে যান ৷ বোলিং করতে নেমে 184 রানের বড় টার্গেটও ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশের বোলাররা ৷ এমনকি প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধেও 127 রানে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ব্যাটিং ৷ সেই ম্যাচেও মাত্র 1 রানে আউট হন মুশফিকুর ৷

কলকাতা, 4 সেপ্টেম্বর: আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা (Mushfiqur Rahim Announces Retirement from T20Is) বাংলাদেশের করলেন উইকেট-কিপার ব্যাটার তথা প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম ৷ এশিয়া কাপে গ্রুপ পর্যায় থেকে বাংলাদেশ ছিটকে যাওয়ার পরই এদিন টুইটারে টি20 থেকে অবসর ঘোষণা করলেন তিনি ৷ বাংলাদেশের হয়ে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমানভাবে সফল ব্যাটারদের মধ্যে অন্যতম মুশফিকুর ৷

টুইটে লেখেন, ‘‘আমি আন্তর্জাতিক টি20 থেকে অবসর ঘোষণা করলাম ৷ আর টেস্ট ও একদিনের ম্যাচে মনোনিবেশ করতে চাই ৷ সুযোগ পেলে আমি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য সবসময় প্রস্তুত ৷ গর্বের সঙ্গে ক্রিকেটের দু’টি ফর্ম্যাটে আমার দেশের প্রতিনিধিত্ব করতে মুখিয়ে রয়েছি- এমআর15 ৷’’

  • I would like to announce my retirement from T20 INTERNATIONALS and focus on Test and ODI formats of the game. I will be available to play franchise leagues when the opportunity arrives. Looking forward to proudly represent my nation in the two formats-MR15

    — Mushfiqur Rahim (@mushfiqur15) September 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুশফিকুর একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশের হয়ে টেস্টে 3টি দু’শো রানের ইনিংস খেলেছেন ৷ শুধু টেস্ট ব্যক্তিগত রেকর্ড নয়, বাংলাদেশ ক্রিকেটের উত্থানের অনেক বড় অংশ জুড়ে রয়েছেন মুশফিকুর ৷ বিশেষ করে টেস্ট ও একদিনের ম্যাচে বিশ্বের তাবড় দেশগুলির সঙ্গে পাল্লা সমানভাবে পাল্লা দিতে, সামনে থেকে বাংলাদেশ ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন 35 বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার ৷ একটা দীর্ঘ সময় বাংলাদেশকে ক্রিকেটের তিন ফর্ম্যাটে নেতৃত্বও দিয়েছেন মুশফিকুর রহিম ৷

আরও পড়ুন: টম মুডির অধ্যায় শেষ, সানরাইজার্স হায়দরাবাদের নতুন হেড কোচ লারা

তবে, এবারের এশিয়া কাপে সেভাবে প্রভাব ফেলতে পারেননি মুশফিকুর এবং তাঁর দল ৷ গ্রুপ পর্যায়ে প্রথমে আফগানিস্তান এবং শেষে আয়োজক শ্রীলঙ্কার সামনে নাস্তানাবুদ হতে হয় বাংলাদেশকে ৷ বিশেষ করে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে বোলিং ব্যর্থতার জেরে 2 উইকেটে হারতে হয় বেঙ্গল টাইগারদের ৷ প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 183 রান তোলে বাংলাদেশ ৷ তবে, মুশফিকুরের ব্যাটে রান আসেনি ৷ তিনি 5 বল খেলে মাত্র 4 রানে আউট হয়ে যান ৷ বোলিং করতে নেমে 184 রানের বড় টার্গেটও ডিফেন্ড করতে পারেনি বাংলাদেশের বোলাররা ৷ এমনকি প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধেও 127 রানে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশ ব্যাটিং ৷ সেই ম্যাচেও মাত্র 1 রানে আউট হন মুশফিকুর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.