ETV Bharat / sports

Laxmi and Abhishek test covid positive : করোনা আক্রান্ত লক্ষ্মীরতন শুক্লা ও অভিষেক ডালমিয়া - Covid Positive Laxmiratan Shukla And CAB President

করোনা আক্রান্ত প্রাক্তন মন্ত্রী ও বাংলার অনূর্ধ্ব-25 দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন। করোনা আক্রান্ত সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও (Covid Positive Laxmiratan Shukla And CAB President) ৷

Covid Positive Laxmi Ratan Shukla And Abhishek Dalmia
করোনা আক্রান্ত লক্ষীরতন শুক্লা, অভিষেক ডালমিয়াও
author img

By

Published : Jan 4, 2022, 11:39 AM IST

Updated : Jan 4, 2022, 12:42 PM IST

কলকাতা, 4 জানুয়ারি : বাংলা দলে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার পরে এবার কোচেদের নামও সেই তালিকায় ঢুকে পড়ল। বাংলার অনূর্ধ্ব-25 দলের কোচ এবং প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও এবার করোনা আক্রান্ত (Covid Positive Laxmiratan Shukla And CAB President)। সোমবার দুপুরে তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। যদিও তার আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন।

শুধু ক্রিকেটাররা নন, বঙ্গ ক্রিকেটের প্রশাসনেও এবার করোনার হানা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাঁর প্রবল জ্বর আসে। পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিভৃতবাসে থেকেই যাবতীয় কাজ করছেন বলে খবর। মঙ্গলবার রঞ্জি ট্রফি করা যাবে কিনা তা নিয়ে বৈঠক রয়েছে। ভার্চুয়াল মিটিংয়ে বোর্ড প্রসিডেন্ট থাকবেন বলে জানা গিয়েছে। সৌরভ বলেন, " রঞ্জি ট্রফি বন্ধ রাখার কোনও কথা আমরা ভাবছি না। করোনা সামলে প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। "

আরও পড়ুন: অভিমন্যুর নেতৃত্বে রঞ্জিতে প্রথম ম্যাচে নামবে বাংলা, দলে মনোজ

সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর ওমিক্রন সংক্রমণ রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা সংক্রামিত হলেও ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে লক্ষ্মীরতন শুক্লারও ৷

কলকাতা, 4 জানুয়ারি : বাংলা দলে ক্রিকেটারদের করোনা আক্রান্ত হওয়ার পরে এবার কোচেদের নামও সেই তালিকায় ঢুকে পড়ল। বাংলার অনূর্ধ্ব-25 দলের কোচ এবং প্রাক্তন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লাও এবার করোনা আক্রান্ত (Covid Positive Laxmiratan Shukla And CAB President)। সোমবার দুপুরে তাঁর করোনা পরীক্ষা হয়। রিপোর্ট এলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। যদিও তার আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। আপাতত তিনি নিভৃতবাসে রয়েছেন।

শুধু ক্রিকেটাররা নন, বঙ্গ ক্রিকেটের প্রশাসনেও এবার করোনার হানা। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে তাঁর প্রবল জ্বর আসে। পরীক্ষা করা হলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। নিভৃতবাসে থেকেই যাবতীয় কাজ করছেন বলে খবর। মঙ্গলবার রঞ্জি ট্রফি করা যাবে কিনা তা নিয়ে বৈঠক রয়েছে। ভার্চুয়াল মিটিংয়ে বোর্ড প্রসিডেন্ট থাকবেন বলে জানা গিয়েছে। সৌরভ বলেন, " রঞ্জি ট্রফি বন্ধ রাখার কোনও কথা আমরা ভাবছি না। করোনা সামলে প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। "

আরও পড়ুন: অভিমন্যুর নেতৃত্বে রঞ্জিতে প্রথম ম্যাচে নামবে বাংলা, দলে মনোজ

সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর ওমিক্রন সংক্রমণ রিপোর্ট নেগেটিভ এসেছে। করোনা সংক্রামিত হলেও ওমিক্রন রিপোর্ট নেগেটিভ এসেছে লক্ষ্মীরতন শুক্লারও ৷

Last Updated : Jan 4, 2022, 12:42 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.