হায়দরাবাদ, 4 অক্টোবর: ক্রিকেটে ফিল্ডিংটা একটা বড় ব্যাপার। বোলিং-ব্যাটিং তো বটেই, একটা ফিল্ডারও ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। ফিল্ডাররা অনেক সময়ই প্রমাণ করেছেন শুধু ভালো ব্যাটিং আর বোলিং দিয়ে ম্যাচ জেতা যায় ঠিক তা না, ফিল্ডারের ভূমিকাও অপরিহার্য। দেখে নেওয়া যাক, বিশ্ব ক্রিকেটের তেমনি সেরা 5 ফিল্ডার যারা ফিল্ডিংয়ের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। বিশ্বকাপের জন্য, সমস্ত দল ব্যাটার, বোলার ও সঙ্গে সেরা ফিল্ডার নির্বাচন করেন, যাতে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রান থামানো যায়। 2023-এর ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে রাত পোহলেই ৷ হাতে আর মাত্র কয়েক ঘণ্টা ৷ তার আগে ঝটপট দেখে নিন বিশ্বকাপ ইতিহাসের সেরা পাঁচ ফিল্ডার কারা...
আগামিকাল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচ ৷ তাতে আমনাসামনা হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 8 অক্টোবর চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ভারত। সব দলেরই লক্ষ্য ট্রফি নিজের দেশে আনা ৷ ওয়ার্ল্ডকাপের ইতিহাসের সেরা পাঁচ ফিল্ডারের প্রথমেই নাম আসে...
- রিকি পন্টিং
ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচ ফিল্ডারের কথা বলতে গেলে, তালিকার শীর্ষে উঠে আসে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের নাম। পন্টিং 1996 থেকে 2011 সালের বিশ্বকাপে 46টি ম্যাচে অংশ নিয়েছিলেন যাতে তিনি 28টি ক্যাচ নেন। এক ম্যাচে সর্বোচ্চ তিনটি ক্যাচও নিয়েছেন রিকি পন্টিং। বিশ্বকাপে প্রতি ম্যাচে পন্টিংয়ের ক্যাচের গড় 0.608।
- জো রুট
বিশ্বকাপে সেরা পাঁচ ফিল্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ডের খেলোয়াড় জো রুটের নাম। রুট 2015 এবং 2019 সালে দু'টি ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। যার মধ্যে তিনি 17 ম্যাচে 20টি ক্যাচ নিয়েছেন। একটি ম্যাচে সর্বোচ্চ তিনটি ক্যাচ নিয়েছেন রুট। একটি ম্যাচে জো রুটের ক্যাচের গড় 1.176।
- সনৎ জয়সূর্য
বিশ্বকাপের ইতিহাসে সেরা ফিল্ডারদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার সনৎ জয়সূর্য। তিনি 1992 থেকে 2007 পর্যন্ত বিশ্বকাপের ম্যাচে অংশ নিয়েছিলেন। যার মধ্যে তিনি 38টি ম্যাচে 18টি ক্যাচ নিয়েছেন। একটি ম্যাচে সর্বোচ্চ দু'টি ক্যাচ নিয়েছেন তিনি। একটি ম্যাচে তার ক্যাচের গড় 0.473 ৷
- ক্রিস গেইল
বিশ্বকাপের সেরা পাঁচ ফিল্ডারের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইলের নাম। গেইল 2003 থেকে 2019 পর্যন্ত 35টি ম্যাচে 17টি ক্যাচ নিয়েছেন। বিশ্বকাপে তাঁর ক্যাচের গড় 0.845।
- ফাফ ডুপ্লেসি
বিশ্বকাপের ইতিহাসে সেরা পাঁচ ফিল্ডারের মধ্যে পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু’প্লেসি। তিনি 2011 থেকে 2019 পর্যন্ত 23 ম্যাচে 16টি ক্যাচ নিয়েছেন। প্লেসি একটি ম্যাচে সর্বোচ্চ দু'টি ক্যাচ নিয়েছেন। একটি ম্যাচে তাঁর ক্যাচের গড় 0.727।
আরও পড়ুন: মোতেরা এখন নরেন্দ্র মোদি স্টেডিয়াম, একাধিক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী এই মাঠ