মুম্বই, 12 এপ্রিল : বল হাতে নটরাজন, ভুবনেশ্বরের দাপট । পরে ব্যাট হাতে উইলিয়ামসন, পুরানের পাশাপাশি অভিষেক শর্মার অসাধারণ ইনিংস । পরপর তিন ম্যাচ জয়ের পর হার্দিক পান্ডিয়ার দলকে রুখে দিল সানরাইজার্স হায়দরাবাদ । 5 বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল ট্রেভর বেলিসের ছেলেরা ৷ 8 উইকেটে গুজরাত টাইটান্সকে হারাল নিজামের শহর (SunRisers Hyderabad beat Gujarat Titans by 8 wickets) ।
গুজরাটের দেওয়া 163 রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণাত্মকভাবে শুরু করেন দুই ওপেনার অভিষেক শর্মা এবং কেন উইলিয়ামসন ৷ 32 বলে 42 রান করা বছর একুশের অভিষেককে প্যাভিলিয়নে ফেরালেও তা হায়দরাবাদের জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায়নি ৷ ছয় মারতে গিয়ে পায়ে চোট পাওয়া রাহুল ত্রিপাঠী অবসৃত হলে দলের হাল ধরেন নিকোলাস পুরান ৷ ক্যারিবিয়ান ব্যাটারের 18 বলে 34 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 5 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পোরে কমলা-ব্রিগেড ৷ অধিনায়কোচিত ইনিংস এসেছে উইলিয়ামসনের ব্যাট থেকেও ৷ 46 বলে 57 রান করেন কিউয়ি ব্যাটার ৷
-
#OrangeArmy, here’s your captain speaking 🧡#SRHvGT #ReadyToRise #TATAIPL pic.twitter.com/QBBFr9qFnW
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#OrangeArmy, here’s your captain speaking 🧡#SRHvGT #ReadyToRise #TATAIPL pic.twitter.com/QBBFr9qFnW
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022#OrangeArmy, here’s your captain speaking 🧡#SRHvGT #ReadyToRise #TATAIPL pic.twitter.com/QBBFr9qFnW
— SunRisers Hyderabad (@SunRisers) April 11, 2022
আরও পড়ুন : ঋদ্ধিকে সাংবাদিকের হুমকি, শীঘ্রই তদন্ত কমিটির রিপোর্ট পর্যালোচনা করবে অ্যাপেক্স কাউন্সিল
প্রথম তিন ম্যাচে আধিপত্য বজায় রাখার পর আইপিএলে প্রথম হারের স্বাদ পেল ‘পান্ডিয়া অ্যান্ড কোং’ ৷ প্রথমে ব্যাট করতে নেমে হার্দিক পান্ডিয়া অর্ধশতরান, অভিষেক মনোহরের 21 বলে 35 রানের সুবাদে স্কোরবোর্ডে 162 রান তোলে গুজরাত টাইটান্স ৷ এই মুহূর্তে 4টির মধ্যে 3টি ম্যাচ জিতে টেবিলের 5 নম্বরে রয়েছে গুজরাট ৷