ETV Bharat / sports

Sourav in Delhi Capitals Practice: দল নিয়ে যাদবপুরের মাঠে 'ডিরেক্টর' সৌরভ, কলকাতায় শুরু দিল্লি ক্যাপিটালসের অনুশীলন - দিল্লি ক্যাপিটালস

আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav in Delhi Capitals Practice) দলকে নিয়ে নেমে পড়লেন অনুশীলনে (Sourav Ganguly Latest News)৷

Sourav Ganguly ETV Bharat
সৌরভ গঙ্গোপাধ্যায়
author img

By

Published : Feb 5, 2023, 8:16 PM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, মুকেশ কুমারদের নিয়ে ক্রিকেট মাঠে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav in Delhi Capitals Practice)। ক্রিকেট প্রশাসকের পদ অতীত । সৌরভ (Sourav Ganguly Latest News) ফের একবার কোচের ভূমিকায় । আইপিএল-এ দিল্লি ক্যাপিট্যালসের ডিরেক্টর রবিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে দল নিয়ে নেমে পড়েন। এখানেই তিন দিনের শিবির করবে দিল্লি ।

দিল্লিকে নিয়ে অনুশীলনে সৌরভ: ডিরেক্টরের ভূমিকায় নেমে সৌরভ (Sourav Ganguly in IPL) দেখিয়ে দিলেন কোথায় কী ভুল হচ্ছে । আসন্ন আইপিএলে ঋষভ পন্তকে চোটের জন্য পাবে না দিল্লি ক্যাপিট্যালস। তাঁর জায়গায় নতুন কাউকে দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যে বাংলার তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল দিল্লি শিবিরে যোগ দিচ্ছেন । রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলতে যাওয়ার আগে অভিষেক দিল্লির প্র্যাকটিসে হাজির ।

নতুন দায়িত্ব উপভোগ করছেন মহারাজ: সৌরভ বলছেন, তিনি মাঠে ফেরা সবসময় উপভোগ করেন। এই দায়িত্ব সামলানোর সুযোগ পেয়েও তা উপভোগ করছেন । হাতে সময় কম, তাই দল দ্রুত গুছিয়ে নেওয়ার তাগিদ রয়েছে । কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানালেন সৌরভ ।

আরও পড়ুন: আইপিএলে ফের 'সৌরভ' ছড়াবেন মহারাজ

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী সৌরভ: ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে । সৌরভের বাজি রোহিত শর্মার টিম ইন্ডিয়া । কারণ ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন । তার থেকেও বড় কথা টিম ইন্ডিয়া ছন্দে রয়েছে । অজিদের থামাতে স্পিনিং ট্র্যাক চাইছে ভারতীয় দল । এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন মহারাজ। কারণ এ বিষয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের ইচ্ছেই শেষ কথা ।

পেসাররাও বড় ভূমিকা নেবেন বলে মত সৌরভের: এই সিরিজের জয় পরাজয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নির্ভর করবে । সৌরভ বলছেন, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে আগেও হারিয়েছে । এবারও তার ব্যতিক্রম হবে না । বলা হচ্ছে, স্পিনাররা এই সিরিজের জয় পরাজয়ে বড় ভূমিকা নেবেন । স্পিনারদের সামলাতে অস্ট্রেলিয়া বাড়তি প্রস্তুতি নিয়ে এসেছে । সৌরভ বলছেন, শুধু স্পিনাররা নন, পেসাররাও ম্যাচের জয় পরাজয়ে ভূমিকা নেবেন ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি: সরফরাজ খান, কমলেশ নাগরকোটি, মুকেশ কুমারদের নিয়ে ক্রিকেট মাঠে নেমে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav in Delhi Capitals Practice)। ক্রিকেট প্রশাসকের পদ অতীত । সৌরভ (Sourav Ganguly Latest News) ফের একবার কোচের ভূমিকায় । আইপিএল-এ দিল্লি ক্যাপিট্যালসের ডিরেক্টর রবিবার সকালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে দল নিয়ে নেমে পড়েন। এখানেই তিন দিনের শিবির করবে দিল্লি ।

দিল্লিকে নিয়ে অনুশীলনে সৌরভ: ডিরেক্টরের ভূমিকায় নেমে সৌরভ (Sourav Ganguly in IPL) দেখিয়ে দিলেন কোথায় কী ভুল হচ্ছে । আসন্ন আইপিএলে ঋষভ পন্তকে চোটের জন্য পাবে না দিল্লি ক্যাপিট্যালস। তাঁর জায়গায় নতুন কাউকে দায়িত্ব নিতে হবে। সেই লক্ষ্যে বাংলার তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল দিল্লি শিবিরে যোগ দিচ্ছেন । রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলতে যাওয়ার আগে অভিষেক দিল্লির প্র্যাকটিসে হাজির ।

নতুন দায়িত্ব উপভোগ করছেন মহারাজ: সৌরভ বলছেন, তিনি মাঠে ফেরা সবসময় উপভোগ করেন। এই দায়িত্ব সামলানোর সুযোগ পেয়েও তা উপভোগ করছেন । হাতে সময় কম, তাই দল দ্রুত গুছিয়ে নেওয়ার তাগিদ রয়েছে । কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানালেন সৌরভ ।

আরও পড়ুন: আইপিএলে ফের 'সৌরভ' ছড়াবেন মহারাজ

অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী সৌরভ: ভারতীয় দল ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলতে নামবে । সৌরভের বাজি রোহিত শর্মার টিম ইন্ডিয়া । কারণ ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন । তার থেকেও বড় কথা টিম ইন্ডিয়া ছন্দে রয়েছে । অজিদের থামাতে স্পিনিং ট্র্যাক চাইছে ভারতীয় দল । এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন মহারাজ। কারণ এ বিষয়ে রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের ইচ্ছেই শেষ কথা ।

পেসাররাও বড় ভূমিকা নেবেন বলে মত সৌরভের: এই সিরিজের জয় পরাজয়ে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা নির্ভর করবে । সৌরভ বলছেন, ভারতীয় দল অস্ট্রেলিয়াকে আগেও হারিয়েছে । এবারও তার ব্যতিক্রম হবে না । বলা হচ্ছে, স্পিনাররা এই সিরিজের জয় পরাজয়ে বড় ভূমিকা নেবেন । স্পিনারদের সামলাতে অস্ট্রেলিয়া বাড়তি প্রস্তুতি নিয়ে এসেছে । সৌরভ বলছেন, শুধু স্পিনাররা নন, পেসাররাও ম্যাচের জয় পরাজয়ে ভূমিকা নেবেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.