ETV Bharat / sports

Mukesh Kumar: কলকাতার গলি থেকে আইপিএলের রাজপথ ! স্বপ্নসফলেও আত্মতুষ্ট হতে নারাজ মুকেশ

পাঁচ কোটি টাকা খরচ করে রিকি পন্টিংয়ের দিল্লি ক্যাপিট্যালস নিয়েছে মুকেশ কুমারকে (Mukesh Kumar ) । বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না বাংলার এই পেসারের ।

Mukesh Kumar
স্বপ্নসফরেও আত্মতুষ্ট হতে নারাজ মুকেশ
author img

By

Published : Dec 23, 2022, 10:04 PM IST

Updated : Dec 23, 2022, 10:32 PM IST

স্বপ্নসফরেও আত্মতুষ্ট হতে নারাজ মুকেশ

কলকাতা, 23 ডিসেম্বর: বিহারের আড়া জেলা থেকে বাবার হাত ধরে কলকাতায় চলে এসেছিলেন । বাবা সেইসময় এই শহরের রাস্তায় ট্যাক্সি চালাতেন । ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও পথ জানা ছিল না । এভাবেই অচেনা কলকাতাকে চিনেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar reaction) ।

বিহারের ছেলে হলেও তাঁর ক্রিকেটীয় সত্ত্বার জন্ম বঙ্গেই । বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন । রি-হ্যাব চলছে । এরমধ্যেই দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএলে খেলার সুযোগ এসেছে । সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে রিকি পন্টিংয়ের দল দিল্লি ক্যাপিট্যালস তাঁকে দলে নিয়েছে । বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না মুকেশের ।

বাংলার পেসার বলেন, “সত্যি ভালো লাগছে । তবে আনন্দের দিনে মনে পড়ছে বাবাকে । আমার এই উঠে আসার পিছনে বাংলা দলের, সিএবি-র ভিশন 2020 অবদান রয়েছে। আমি কৃতজ্ঞ রণদেব বসু, শিবশংকর পালের কাছে । বাংলা দলের প্রতিটি সদস্যের কাছেই আমি কৃতজ্ঞ ।”

প্রায় একই সঙ্গে যোগ করলেন, “চেষ্টা করব আমার ওপর আস্থার মর্যাদা দেওয়ার । গত বছর দিল্লি ক্যাপিট্যালস একটি শিবির করেছিল । নতুন ক্রিকেটার খোঁজার জন্য । সেই শিবিরে আমিও ছিলাম । রিকি পন্টিং স্যরের কাছ থেকে পরামর্শ পেয়েছিলাম । পরবর্তী সময়ে তা কাজে লাগানোর চেষ্টা করেছি । এবার তাঁর সঙ্গে একই সাজঘরে থাকব । সরাসরি কোচিং পাব । বিষয়টি স্বপ্নের মতো লাগছে ।"

আরও পড়ুন: নিলামে আইপিএল’র রেকর্ড দাম পেলেন স্যাম কারেন, 18.5 কোটিতে কিনল পঞ্জাব

কলকাতা ময়দানে মুকেশ কুমারের প্রথম দল টাউন ক্লাব । তারপর সিএবির ভিশন 2020-তে বাংলা দলে জায়গা করে নেওয়া । এবার আইপিএলের মঞ্চে । নতুনভাবে রান-আপ নিতে নিজেকে তৈরি করছেন বাংলার এই পেসার ।

স্বপ্নসফরেও আত্মতুষ্ট হতে নারাজ মুকেশ

কলকাতা, 23 ডিসেম্বর: বিহারের আড়া জেলা থেকে বাবার হাত ধরে কলকাতায় চলে এসেছিলেন । বাবা সেইসময় এই শহরের রাস্তায় ট্যাক্সি চালাতেন । ক্রিকেটার হওয়ার স্বপ্ন থাকলেও পথ জানা ছিল না । এভাবেই অচেনা কলকাতাকে চিনেছিলেন মুকেশ কুমার (Mukesh Kumar reaction) ।

বিহারের ছেলে হলেও তাঁর ক্রিকেটীয় সত্ত্বার জন্ম বঙ্গেই । বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন । রি-হ্যাব চলছে । এরমধ্যেই দিল্লি ক্যাপিট্যালসের হয়ে আইপিএলে খেলার সুযোগ এসেছে । সাড়ে পাঁচ কোটি টাকা খরচ করে রিকি পন্টিংয়ের দল দিল্লি ক্যাপিট্যালস তাঁকে দলে নিয়েছে । বিষয়টি এখনও বিশ্বাস হচ্ছে না মুকেশের ।

বাংলার পেসার বলেন, “সত্যি ভালো লাগছে । তবে আনন্দের দিনে মনে পড়ছে বাবাকে । আমার এই উঠে আসার পিছনে বাংলা দলের, সিএবি-র ভিশন 2020 অবদান রয়েছে। আমি কৃতজ্ঞ রণদেব বসু, শিবশংকর পালের কাছে । বাংলা দলের প্রতিটি সদস্যের কাছেই আমি কৃতজ্ঞ ।”

প্রায় একই সঙ্গে যোগ করলেন, “চেষ্টা করব আমার ওপর আস্থার মর্যাদা দেওয়ার । গত বছর দিল্লি ক্যাপিট্যালস একটি শিবির করেছিল । নতুন ক্রিকেটার খোঁজার জন্য । সেই শিবিরে আমিও ছিলাম । রিকি পন্টিং স্যরের কাছ থেকে পরামর্শ পেয়েছিলাম । পরবর্তী সময়ে তা কাজে লাগানোর চেষ্টা করেছি । এবার তাঁর সঙ্গে একই সাজঘরে থাকব । সরাসরি কোচিং পাব । বিষয়টি স্বপ্নের মতো লাগছে ।"

আরও পড়ুন: নিলামে আইপিএল’র রেকর্ড দাম পেলেন স্যাম কারেন, 18.5 কোটিতে কিনল পঞ্জাব

কলকাতা ময়দানে মুকেশ কুমারের প্রথম দল টাউন ক্লাব । তারপর সিএবির ভিশন 2020-তে বাংলা দলে জায়গা করে নেওয়া । এবার আইপিএলের মঞ্চে । নতুনভাবে রান-আপ নিতে নিজেকে তৈরি করছেন বাংলার এই পেসার ।

Last Updated : Dec 23, 2022, 10:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.