ETV Bharat / sports

Hockey league Conclusion: 22 বছর পর হকি লিগে অংশ নিয়ে কার্যত চ্যাম্পিয়ন মোহনবাগান - Durby league

22 বছর পর দল নামিয়েই বাজিমাত। কলকাতা হকি লিগে কার্যত চ্যাম্পিয়ন সবুজ মেরুন। কারণ নিকটতম প্রতিপক্ষের থেকে মোহনবাগান (Mohunbagan) হকি (Hocky) দল এতটাই এগিয়ে যে বাকি খেলাগুলো মাত্র নিয়মরক্ষার।

Etv Bharat
কলকাতা হকি লিগে কার্যত চ্যাম্পিয়ন সবুজ মেরুন
author img

By

Published : Mar 16, 2023, 12:45 PM IST

Updated : Mar 16, 2023, 2:52 PM IST

কলকাতা, 16 মার্চ: এখন সাফল্যের রং সবুজ মেরুন ! ফুটবল থেকে হকি, মাঠে নামলেই খেতাবের ঠিকানা গোষ্ঠপাল সরণি। অইএসএল ফাইনালে সবুজ মেরুন দল শনিবার গোয়ার মাটিতে ফাইনাল খেলবে। দেশের এক নম্বর ফুটবল লিগের ট্রফি কলকাতায় আসবে কি না তা জানতে আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে মোহনবাগান (Mohunbagan) সমর্থকদের। কিন্তু তার আগে বুধবার বিকেলে রাজ্য হকি (Hocky) লিগে কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান।

22 বছর পর দল নামিয়েই বাজিমাত করল বাগান শিবির। কলকাতা হকি লিগে কার্যত চ্যাম্পিয়ন সবুজ মেরুন। কারণ নিকটতম প্রতিপক্ষের থেকে মোহনবাগান হকি দল এতটাই এগিয়ে যে বাকি খেলাগুলো মাত্র নিয়মরক্ষার। ফলে শেষ ম্যাচের আগেই কার্যত খেতাব এসে গেল মোহনবাগানের ঘরে। ঘরের মাঠে ইস্টার্ন রেলের বিরুদ্ধে 3-1 গোলে জিতেছে সবুজ-মেরুন শিবির।

এদিন সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেন দেবেন্দর বাল্মিকী (Debendar Balmiki)। অন্য গেলটি করেন আলি আহমেদ। হকি লিগের প্রিমিয়ার রাউন্ডে টানা চার ম্যাচ জেতা মোহনবাগানকে পয়েন্টের বিচারে পিছনে ফেলতে পারবে না কোনও দলই। অন্য়দিকে, অঙ্কের বিচারে পাঞ্জাব স্পোর্টস (Punjab Sports) মোহনবাগানের সঙ্গে সমান পয়েন্টে শেষ করতে পারে। তবে যেটুকু কাঁটা রয়েছে তা আজ বৃহস্পতিবার যদি ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে পাঞ্জাব পয়েন্ট নষ্ট করে তাহলেই মোহনবাগান চ্যাম্পিয়ন ৷ সেরার খেতাব ঘরে তুলতে আর কোনও হিসেব নিকেশের দিকে তাকিয়ে থাকতে হবে না মোহনবাগানকে ।

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

সবকিছু সেদিকে এগোলে সরকারিভাবে ট্রফি মোহনবাগানের ক্লাব তাঁবুতে পৌঁছে যাবে ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি হবে শুধু নিয়মরক্ষার। ডার্বিতে মোহনবাগান কী ফল করল, তার কোনও গুরুত্বই থাকবে না। যদিও সবুজ মেরুন শিবির বলছে চ্যাম্পিয়ন নিশ্চিত হলেও ডার্বির গুরুত্ব আলাদা। সম্মানের ম্যাচে জিতে খেতাব ঘরে তোলার আনন্দ অনেক বেশি । তাই সেই সুযোগও হাতছাড়া করতে তারা রাজি নয় মোহনবাগান। প্রসঙ্গত রাজ্য হকি লিগের বিতর্কিত প্রথম ডার্বিতে জিতেছে মোহনবাগানই।

কলকাতা, 16 মার্চ: এখন সাফল্যের রং সবুজ মেরুন ! ফুটবল থেকে হকি, মাঠে নামলেই খেতাবের ঠিকানা গোষ্ঠপাল সরণি। অইএসএল ফাইনালে সবুজ মেরুন দল শনিবার গোয়ার মাটিতে ফাইনাল খেলবে। দেশের এক নম্বর ফুটবল লিগের ট্রফি কলকাতায় আসবে কি না তা জানতে আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে মোহনবাগান (Mohunbagan) সমর্থকদের। কিন্তু তার আগে বুধবার বিকেলে রাজ্য হকি (Hocky) লিগে কার্যত চ্যাম্পিয়ন হয়ে গেল মোহনবাগান।

22 বছর পর দল নামিয়েই বাজিমাত করল বাগান শিবির। কলকাতা হকি লিগে কার্যত চ্যাম্পিয়ন সবুজ মেরুন। কারণ নিকটতম প্রতিপক্ষের থেকে মোহনবাগান হকি দল এতটাই এগিয়ে যে বাকি খেলাগুলো মাত্র নিয়মরক্ষার। ফলে শেষ ম্যাচের আগেই কার্যত খেতাব এসে গেল মোহনবাগানের ঘরে। ঘরের মাঠে ইস্টার্ন রেলের বিরুদ্ধে 3-1 গোলে জিতেছে সবুজ-মেরুন শিবির।

এদিন সবুজ মেরুনের হয়ে জোড়া গোল করেন দেবেন্দর বাল্মিকী (Debendar Balmiki)। অন্য গেলটি করেন আলি আহমেদ। হকি লিগের প্রিমিয়ার রাউন্ডে টানা চার ম্যাচ জেতা মোহনবাগানকে পয়েন্টের বিচারে পিছনে ফেলতে পারবে না কোনও দলই। অন্য়দিকে, অঙ্কের বিচারে পাঞ্জাব স্পোর্টস (Punjab Sports) মোহনবাগানের সঙ্গে সমান পয়েন্টে শেষ করতে পারে। তবে যেটুকু কাঁটা রয়েছে তা আজ বৃহস্পতিবার যদি ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে পাঞ্জাব পয়েন্ট নষ্ট করে তাহলেই মোহনবাগান চ্যাম্পিয়ন ৷ সেরার খেতাব ঘরে তুলতে আর কোনও হিসেব নিকেশের দিকে তাকিয়ে থাকতে হবে না মোহনবাগানকে ।

আরও পড়ুন: এশিয়ান কাপের পরই সম্ভবত কেরিয়ারে ইতি টানবেন সুনীল, মত স্টিমাচের

সবকিছু সেদিকে এগোলে সরকারিভাবে ট্রফি মোহনবাগানের ক্লাব তাঁবুতে পৌঁছে যাবে ৷ সেক্ষেত্রে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি হবে শুধু নিয়মরক্ষার। ডার্বিতে মোহনবাগান কী ফল করল, তার কোনও গুরুত্বই থাকবে না। যদিও সবুজ মেরুন শিবির বলছে চ্যাম্পিয়ন নিশ্চিত হলেও ডার্বির গুরুত্ব আলাদা। সম্মানের ম্যাচে জিতে খেতাব ঘরে তোলার আনন্দ অনেক বেশি । তাই সেই সুযোগও হাতছাড়া করতে তারা রাজি নয় মোহনবাগান। প্রসঙ্গত রাজ্য হকি লিগের বিতর্কিত প্রথম ডার্বিতে জিতেছে মোহনবাগানই।

Last Updated : Mar 16, 2023, 2:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.