চেন্নাই, 24 মে: ঠিক যেন গতবারের পুনরাবৃত্তি । এলিমিনেটরের গেরো কাটিয়ে ফাইনালের দৌড়ে টিকে থাকা হল না নবাবের শহরের । গতবার রয়্যাল চ্যালেঞ্জার্সের পর 2023 মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে ট্রফিজয়ের স্বপ্নভঙ্গ হল কেএল রাহুলহীন লখনউ সুপার জায়ান্টসের । অন্যদিকে ঢিমেতালে শুরু করেও রোহিতের দল বুঝিয়ে দিচ্ছে কেন তারা টুর্নামেন্টের সবচেয়ে সফল । পল্টনদের দেওয়া 182 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে চিপকে বুধবার গো-হারা এলএসজি । একশো পেরিয়েই গুটিয়ে গেল তাদের সাধের ব্যাটিং লাইন-আপ । পঞ্চবাণে প্রতিপক্ষকে বিঁধে মুম্বইয়ের জয়ের নায়ক আকাশ মাধওয়াল । 3.3 ওভার হাত ঘুরিয়ে পাঁচ রানে 5 উইকেট তুলে নিলেন ডানহাতি এই মিডিয়াম পেসার ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া মুম্বইয়ের ব্যাটাররা কেউই খুব সফল নন এদিন । তবে সম্মিলিত প্রয়াসে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তোলে তারা । গ্রিন করেন 23 বলে 42 রান, 20 বল খেলে 33 রান আসে সূর্যর ব্যাটে । শেষদিকে 12 বলে ওয়াধেরার 23 রানের ক্যামিও 182 রান তুলতে সাহায্য করে মুম্বইকে । তবে এলিমিনেটরে যে এতটা একপেশে হবে, তা অনুমান করেননি অনুরাগীরা ।
23 রানে 2 উইকেট হারানো লখনউকে টেনে তোলার চেষ্টা করেছিলেন মার্কাস স্টোইনিস । কিন্তু প্রয়োজনীয় সঙ্গ পাননি তিনি । উলটে রান-আউট হয়ে ম্যাচ ওখানেই মাঠে রেখে আসেন অজি অলরাউন্ডার । 27 বলে তাঁর 40 রানের ইনিংসে ছিল 5টি চার, একটি ছয় । স্টোইনিস ছাড়া মায়ার্স (18) এবং হুডা (15) কেবল দু'অঙ্কের রানে পৌঁছন । বাদোনি, পুরানের উইকেট সহ পাঁচ উইকেট ঝুলিতে পুরে লখনউয়ের কোমর একাই ভেঙে দেন মাধওয়াল ।
-
Look who's off to 📍Ahmedabad to meet the Gujarat Titans 😉
— IndianPremierLeague (@IPL) May 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Congratulations to the 𝗠𝗨𝗠𝗕𝗔𝗜 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡𝗦 who make it to #Qualifier2 🥳#TATAIPL | #Eliminator | #LSGvMI | @mipaltan pic.twitter.com/9c1QobgnhU
">Look who's off to 📍Ahmedabad to meet the Gujarat Titans 😉
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Congratulations to the 𝗠𝗨𝗠𝗕𝗔𝗜 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡𝗦 who make it to #Qualifier2 🥳#TATAIPL | #Eliminator | #LSGvMI | @mipaltan pic.twitter.com/9c1QobgnhULook who's off to 📍Ahmedabad to meet the Gujarat Titans 😉
— IndianPremierLeague (@IPL) May 24, 2023
Congratulations to the 𝗠𝗨𝗠𝗕𝗔𝗜 𝗜𝗡𝗗𝗜𝗔𝗡𝗦 who make it to #Qualifier2 🥳#TATAIPL | #Eliminator | #LSGvMI | @mipaltan pic.twitter.com/9c1QobgnhU
আরও পড়ুন: মেগা ম্যাচে উজ্জ্বল সূর্য-গ্রিন, শেষবেলায় নেহালের ব্যাটে বড় রান পল্টনদের
16.3 ওভারে মাত্র 101 রানে শেষ হয়ে যায় এলএসজি'র ইনিংস । 81 রানে ম্যাচ জিতে শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে গুজরাত টাইটান্সের সামনে মুম্বই । সেই ম্যাচে জয়ী দল আগামী রবিবার মোতেরায় ফাইনালে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংসের ।