কলকাতা, 29 এপ্রিল: টানা চার ম্যাচ হেরে বিধ্বস্ত কলকাতা গত ম্যাচ জিতে হালে কিছুটা পানি পেয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷ কিন্তু প্রয়োজন ধারাবাহিক সাফল্য ৷ সেই লক্ষ্যে শনিবাসরীয় ইডেনে গুজরাত টাইটান্সের মুখোমুখি পার্পল ব্রিগেড ৷ কিন্তু সেই ম্যাচে নামার আগে একাদশে ফের রদবদলে নাক সিঁটকেছিলেন অনুরাগীরা ৷ বিশেষ করে গত আরসিবি ম্যাচের নায়ক জেসন রয়কে একাদশে না-থাকা ৷ পরিবর্তে এদিন নাইট একাদশে প্রত্যাবর্তন ঘটে রহমানুল্লাহ গুরবাজের ৷ রয়ের অনুপস্থিতিতে নন্দনকাননে নাইটদের ত্রাতা কাবুলিওয়ালার দেশের ব্যাটারই ৷ গুরবাজের ব্যাটে কালবৈশাখীতেই হার্দিকদের বিরুদ্ধে স্কোরবোর্ডে চ্যালেঞ্জিং রান তুলল কেকেআর ৷
শেষদিকে দ্রে রাসের ব্যাটে 20 ওভারে 179 রান (7 উইকেট) তুলল নাইটরা ৷ রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে এল 39 বলে 81 রানের মারকাটারি ইনিংস ৷ আফগান ব্যাটারের ইনিংসে ছিল 5টি চার, 7টি ছয় ৷ রাসেল করলেন 19 বলে 34 রান ৷ ক্যারিবিয়ান পিঞ্চ হিটার মারেন 2টি চার, 3টি ছয় ৷
জোড়া পরিবর্তন নিয়ে গুজরাতের বিরুদ্ধে শনিবার মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স ৷ গত ম্যাচের নায়ক জেসন রয় পিঠের চোটের কারণে এদিন খেলছেন না ইডেনে ৷ পরিবর্তে আফগান উইকেটরক্ষক-ব্যাটার রহমানুল্লাহ গুরবাজকে একাদশে নিয়ে আসে কেকেআর ৷ পাশাপাশি উমেশ যাদবের পরিবর্তে নাইট একাদশে আসেন হর্ষিত রানা ৷ যদিও অপরিবর্ত একাদশ নিয়েই শীর্ষ ওঠার লড়াইয়ে নেমেছে গুজরাত ৷
আরও পড়ুন: জন্মদিনে ইডেন বেল বাজালেন রাসেল, জলের দরে টিকিট বিকোল বটতলায়
তিলোত্তমাজুড়ে শনিবার বৃষ্টির ভ্রূকুটি ছিল সকাল থেকেই ৷ টসের পরই শুরু হয় বৃষ্টি ৷ মুষলধারে না-হলেও বৃষ্টির কারণে ইডেনে ম্যাচ শুরু হতে 45 মিনিট বিলম্ব হয় ৷ টস জিতে গুজরাত অধিনায়ক হার্দিক জানান, আবহাওয়ার কারণেই রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া হলে টস জিতে প্রথমে ব্যাটিংই করত তাঁর দল ৷ গুজরাতের হয়ে 33 রানে 3 উইকেট নেন মহম্মদ শামি ৷