নয়াদিল্লি, 29 এপ্রিল : ভারতে করোনা পরস্থিতির মোকাবিলায় এবার 7.5 কোটি টাকা অনুদান হিসেবে দেওয়ার কথা ঘোষণা করল রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি ৷ ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট এবং রাজস্থান রয়্যালস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় প্রয়োজনীয় সাহায্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে তারা ৷
এনিয়ে একটি টুইট করে রয়্যালসের তরফে জানানো হয়েছে, ‘‘রাজস্থান রয়্যালস ঘোযণা করছে যে, ভারতে করোনা পরিস্থিতিতে আমাদের মালিকপক্ষ, খেলোয়াড় এবং কর্তৃপক্ষ 1 মিলিয়ন ডলারের বেশি আর্থিক সাহায্য় প্রদান করবে ৷ এই কর্মসূচি আমাদের রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের সাহায্যে কার্যকর করা হবে ৷’’ ফ্র্যাঞ্চাইজির তরফে পরবর্তী সময়ে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা গ্রামীণ ভারতে এই সাহায্য বেশি করে পৌঁছে দেবে ৷
-
Rajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Complete details 👇#RoyalsFamily
">Rajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021
Complete details 👇#RoyalsFamilyRajasthan Royals announce a contribution of over $1 milion from their owners, players and management to help with immediate support to those impacted by COVID-19. This will be implemented through @RoyalRajasthanF and @britishasiantst.
— Rajasthan Royals (@rajasthanroyals) April 29, 2021
Complete details 👇#RoyalsFamily
আরও পড়ুন : চলতি আইপিএল থেকে সরে দাঁড়ালেন নীতিন মেনন
তবে, শুধু রাজস্থান রয়্যালস নয় ৷ দিল্লি ক্যাপিটালস কোভিড রিলিফে 1.5 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ৷ দিল্লি তাদের এই ঘোষণা করে কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স পিএম কেয়ারস ফান্ডে 50 হাজার ডলার অনুদান দেওয়ার পরেই ৷