ETV Bharat / sports

IPL 2023 Auction: 23 ডিসেম্বর কোচিতে ষষ্ঠদশ আইপিএলের নিলাম, অংশ নিচ্ছেন 991 জন ক্রিকেটার

আইপিএল-16’র (IPL 2023 Auction) নিলামে মোট 991 জন ক্রিকেটার তাঁদের নাম নথিভুক্ত করিয়েছেন (991 Cricketers Register Their Name) ৷ 23 ডিসেম্বরের সেই নিলামে যার মধ্যে ভারতীয় ক্রিকেটার থাকবেন মোট 714 জন ৷

ipl-2023-auction-991-cricketers-register-their-name
ipl-2023-auction-991-cricketers-register-their-name
author img

By

Published : Dec 2, 2022, 6:03 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর: আগামী 23 ডিসেম্বর প্রথমবার কোচিতে বসছে আইপিএলের নিলাম পর্ব (IPL 2023 Auction) ৷ যে নিলামে অংশগ্রহণ করতে চলেছেন 991 জন ক্রিকেটার (991 Cricketers Register Their Name) ৷ যাঁদের মধ্যে 714 জন ভারতীয় ৷ ভারত ছাড়াও 14টি ভিনদেশের ক্রিকেটাররা এই নিলামে অংশ নেবেন ৷ বিদেশি ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া ৷ মোট 57 জন অজি ক্রিকেটারের নাম 23 ডিসেম্বরের নিলামে নথিভুক্ত হয়েছে ৷

14টি ভিনদেশের ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে অস্ট্রেলিয়ার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ সেদেশ থেকে মোট 52 জন ক্রিকেটার আইপিএল নিলামে উঠবেন ৷ এরপর তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের 33 জন ক্রিকেটার ৷ পরবর্তীতে যথাক্রমে ইংল্যান্ডের 31 জন, নিউজিল্যান্ডের 27 জন, শ্রীলঙ্কার 23 জন, আফগানিস্তানের 14 জন, আয়ারল্যান্ডের 8 জন, নেদারল্যান্ডসের 7 জন ক্রিকেটার, বাংলাদেশের 6 জন, সংযুক্ত আরব আমিরশাহীর 6 জন, জিম্বাবোয়ের 6 জন, নামিবিয়ার 5 জন এবং স্কটল্যান্ডের 2 জন ক্রিকেটারের নাম নিলামের জন্য নথিভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং

23 ডিসেম্বরের নিলাম নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘‘যদি সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে সর্বাধিক 25 জন ক্রিকেটার রাখেন, তাহলে নিলামে মোট 87 জন ক্রিকেটারের উপর দর কষাকষি হবে ৷ যেখানে 30 নজন বিদেশি ক্রিকেটার থাকবেন ৷’’ দেশের হয়ে খেলেছেন এমন 185 জন এবং দেশের জার্সিতে নামেননি এমন 786 জন ক্রিকেটার এই নিলামে অংশ নিচ্ছেন ৷ আর অ্যাসোসিয়েট দেশের 20 জন ক্রিকেটার রয়েছেন নিলামে ৷ আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোট 604 জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন ৷

কলকাতা, 2 ডিসেম্বর: আগামী 23 ডিসেম্বর প্রথমবার কোচিতে বসছে আইপিএলের নিলাম পর্ব (IPL 2023 Auction) ৷ যে নিলামে অংশগ্রহণ করতে চলেছেন 991 জন ক্রিকেটার (991 Cricketers Register Their Name) ৷ যাঁদের মধ্যে 714 জন ভারতীয় ৷ ভারত ছাড়াও 14টি ভিনদেশের ক্রিকেটাররা এই নিলামে অংশ নেবেন ৷ বিদেশি ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে সবার আগে রয়েছে অস্ট্রেলিয়া ৷ মোট 57 জন অজি ক্রিকেটারের নাম 23 ডিসেম্বরের নিলামে নথিভুক্ত হয়েছে ৷

14টি ভিনদেশের ক্রিকেটারদের নাম নথিভুক্তকরণের নিরিখে অস্ট্রেলিয়ার পরেই রয়েছে দক্ষিণ আফ্রিকা ৷ সেদেশ থেকে মোট 52 জন ক্রিকেটার আইপিএল নিলামে উঠবেন ৷ এরপর তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের 33 জন ক্রিকেটার ৷ পরবর্তীতে যথাক্রমে ইংল্যান্ডের 31 জন, নিউজিল্যান্ডের 27 জন, শ্রীলঙ্কার 23 জন, আফগানিস্তানের 14 জন, আয়ারল্যান্ডের 8 জন, নেদারল্যান্ডসের 7 জন ক্রিকেটার, বাংলাদেশের 6 জন, সংযুক্ত আরব আমিরশাহীর 6 জন, জিম্বাবোয়ের 6 জন, নামিবিয়ার 5 জন এবং স্কটল্যান্ডের 2 জন ক্রিকেটারের নাম নিলামের জন্য নথিভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: ধারাভাষ্য চলাকালীন হৃদযন্ত্রে সমস্যা নিয়ে হাসপাতালে রিকি পন্টিং

23 ডিসেম্বরের নিলাম নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ বলেন, ‘‘যদি সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের দলে সর্বাধিক 25 জন ক্রিকেটার রাখেন, তাহলে নিলামে মোট 87 জন ক্রিকেটারের উপর দর কষাকষি হবে ৷ যেখানে 30 নজন বিদেশি ক্রিকেটার থাকবেন ৷’’ দেশের হয়ে খেলেছেন এমন 185 জন এবং দেশের জার্সিতে নামেননি এমন 786 জন ক্রিকেটার এই নিলামে অংশ নিচ্ছেন ৷ আর অ্যাসোসিয়েট দেশের 20 জন ক্রিকেটার রয়েছেন নিলামে ৷ আর ভারতীয় ক্রিকেটারদের মধ্যে মোট 604 জন আনক্যাপড খেলোয়াড় রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.