ETV Bharat / sports

ধোনির খাতা শূন্য, রায়নার অর্ধশতরানে দিল্লির সামনে লক্ষ্য 189 - আইপিএল

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ধোনিকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ ৷ শুরুতেই জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস ৷ অর্ধশতরান করেন সুরেশ রায়না ৷

ipl
ipl
author img

By

Published : Apr 10, 2021, 9:54 PM IST

মুম্বই, 10 এপ্রিল : প্রথম ম্যাচেই নিরাশ হতে হল ধোনিভক্তদের ৷ শূন্য রানে ফিরলেন 'থালা' ৷ তবে রায়নার অর্ধশতরান এবং শেষে জাদেজা এবং শ্যাম কারেনের ঝোড়ো ইনিংসের দৌলতে প্রথম ইনিংসে 188 রান করল চেন্নাই ৷

আইপিএলের 14 তম মরশুমের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় চেন্নাই ৷ কার্যত গুরু শিষ্য়ের লড়াই ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমেই শিষ্য় টসে হারায় গুরুকে ৷ টসে জিতে ধোনিকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ ৷ শুরুতেই জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস ৷ মাত্র 7 রানের মাথায় দুই ওপেনারকে হারায় চেন্নাই ৷ শূন্য রানে ফাফ ডু প্লেসিস কে প্যাভিলিয়নের রাস্তা দেখায় আবেশ খান ৷ এরপর ব্যক্তিগত 5 রানের মাথায় ক্রিশ জর্ডনের বলে ধাওয়ানের হাতে ক্য়াচ দিয়ে ফেরেন গাইকোয়াড় ৷ এরপর মইন আলি এবং সুরেশ রায়না দলকে এগিয়ে নিয়ে যায় ৷ 24 বলে 36 রান করে অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরেন মইন আলি ৷ মইন আউট হলেও রায়ডুকে নিয়ে বড় রানের ভীত গড়তে থাকে রায়না ৷ 23 রানে আউট হয় রায়ডু ৷ এরপর আউট হয়ে ফেরার আগে অর্ধশতরান করেন সুরেশ রায়না ৷ 36 বলে 54 রান করে রান আউট হন রায়না ৷ 3 টি চার এবং 4 টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস ৷

আরও পড়ুন : শেষ বলে দুরন্ত জয়, মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি

দ্বিতীয় বলে স্কোরার খাতা খুলতে না পেরেই ফেরেন অধিনায়ক ধোনি ৷ শেষে জাদেজা এবং শ্যাম কারেনের ঝোড়ো ইনিংসের দৌলতে 7 উইকেট হারিয়ে 188 রানে ইনিংস শেষ করে চেন্নাই ৷ ইনিংসের শেষ বলে আউট হয় শ্যাম কারেন ৷ মাত্র বলে 34 রান করেন কারেন ৷ অপরদিকে জাদেজা 17 বলে 26 রান করে অপরাজিত থাকে ৷

মুম্বই, 10 এপ্রিল : প্রথম ম্যাচেই নিরাশ হতে হল ধোনিভক্তদের ৷ শূন্য রানে ফিরলেন 'থালা' ৷ তবে রায়নার অর্ধশতরান এবং শেষে জাদেজা এবং শ্যাম কারেনের ঝোড়ো ইনিংসের দৌলতে প্রথম ইনিংসে 188 রান করল চেন্নাই ৷

আইপিএলের 14 তম মরশুমের দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় চেন্নাই ৷ কার্যত গুরু শিষ্য়ের লড়াই ৷ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমেই শিষ্য় টসে হারায় গুরুকে ৷ টসে জিতে ধোনিকে ব্যাট করতে পাঠান ঋষভ পন্থ ৷ শুরুতেই জোড়া ধাক্কা খায় চেন্নাই সুপার কিংস ৷ মাত্র 7 রানের মাথায় দুই ওপেনারকে হারায় চেন্নাই ৷ শূন্য রানে ফাফ ডু প্লেসিস কে প্যাভিলিয়নের রাস্তা দেখায় আবেশ খান ৷ এরপর ব্যক্তিগত 5 রানের মাথায় ক্রিশ জর্ডনের বলে ধাওয়ানের হাতে ক্য়াচ দিয়ে ফেরেন গাইকোয়াড় ৷ এরপর মইন আলি এবং সুরেশ রায়না দলকে এগিয়ে নিয়ে যায় ৷ 24 বলে 36 রান করে অশ্বিনের বলে প্যাভিলিয়নে ফেরেন মইন আলি ৷ মইন আউট হলেও রায়ডুকে নিয়ে বড় রানের ভীত গড়তে থাকে রায়না ৷ 23 রানে আউট হয় রায়ডু ৷ এরপর আউট হয়ে ফেরার আগে অর্ধশতরান করেন সুরেশ রায়না ৷ 36 বলে 54 রান করে রান আউট হন রায়না ৷ 3 টি চার এবং 4 টি ছয় দিয়ে সাজানো তাঁর ইনিংস ৷

আরও পড়ুন : শেষ বলে দুরন্ত জয়, মুম্বইকে 2 উইকেটে হারাল আরসিবি

দ্বিতীয় বলে স্কোরার খাতা খুলতে না পেরেই ফেরেন অধিনায়ক ধোনি ৷ শেষে জাদেজা এবং শ্যাম কারেনের ঝোড়ো ইনিংসের দৌলতে 7 উইকেট হারিয়ে 188 রানে ইনিংস শেষ করে চেন্নাই ৷ ইনিংসের শেষ বলে আউট হয় শ্যাম কারেন ৷ মাত্র বলে 34 রান করেন কারেন ৷ অপরদিকে জাদেজা 17 বলে 26 রান করে অপরাজিত থাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.