ETV Bharat / sports

IPL 2021: রবিবাসরীয় সন্ধ্যায় ধোনি-হিটম্যান ধামাকায় মরু শহরে আইপিএল শুরু - মুম্বই ইন্ডিয়ান্স

এ নিয়ে চতুর্থবার বিদেশের মাটিতে বল গড়াতে চলেছে আইপিএলের ৷ যার মধ্যে দু'বার পূর্ণাঙ্গ ও দু'বার সংক্ষিপ্ত টুর্নামেন্ট ৷ তবে সংযুক্ত আরব আমিরশাহীতে এ নিয়ে তৃতীয়বার বসতে চলেছে আইপিএলের আসর ৷ এর আগে 2020 আইপিএলে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট বসেছিল মরু শহরে

IPL 2021
রবিবাসরীয় সন্ধ্যায় ধোনি-হিটম্যান ধামাকায় আইপিএল শুরু মরু শহরে
author img

By

Published : Sep 18, 2021, 7:30 PM IST

দুবাই, 18 সেপ্টেম্বর: কোভিড ভীতি কাটিয়ে ফের আইপিএলের বাইশ গজে বল গড়াতে শুরু করেছে ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলর দ্বিতীয় পর্ব ৷ করোনা হানায় মে মাসে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ ৷

প্রথম ম্যাচেই লড়াই পয়েন্ট টেবিলে 'সেকেন্ড বয়' সিএসকে ও 'ফোর্থ বয়' মুম্বই ইন্ডিয়ান্সের ৷ পাঁচ ও তিনবারের চ্যাম্পিয়নের লড়াইয়ের মধ্যে রয়েছে ধোনি ও রোহিতের মনস্তাত্বিক ব্যাটেল ৷ ফ্যানেদের মতে, যা আইপিএলে এল ক্লাসিকো ৷ নিধারিত সূচি মেনেই গত এপ্রিলে ঘরের মাঠে শুরু হয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ ৷ কিন্তু টুর্নামেন্টের মাঝপথে একাধিক ফ্র্যাঞ্জাইজির বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় খেলা স্থগিত করে দিয়েছিল বিসিসিআই ৷ পরে আন্তর্জাতিক সূচি দেখে সেপ্টেম্বর-অক্টোবরে মরু শহরে আইপিএলের বাকি ম্যাচগুলি করার সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷

দেশের মাটিতে 2021 আইপিএলের প্রথম পর্বে হয়েছিল মাত্র 29টি ম্যাচ ৷ আর মরু শহরে দ্বিতীয় পর্বে হবে বাকি 31টি ম্যাচ ৷ 2021 আইপিএলের বাকি ম্যাচগুলি হবে আমিরশাহীর তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় ৷ রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাদিক দুই দল মুম্বই ও চেন্নাই ৷ এখনও পর্যন্ত পাঁচবার ট্রফি জিতে আইপিএলে ইতিহাস গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিবারই নীতা আম্বানির দলের কাণ্ডারি ছিলেন রোহিত ৷ আর টুর্নামেন্টে দ্বিতীয় সফলতম দল হিসেবে তিনবার খেতাব ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস ৷ তিনবারই তাদের নেতা ছিলেন ধোনি ৷

আরও পড়ুন: করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক

2020 আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে ৷ সেবারও চ্যাম্পিয়ন হয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল ধোনির সুপার কিংস ৷ আইপিএলের ইতিহাসে যা সিএসকের সবচেয়ে খারাপ রেকর্ড ৷ কিন্তু এবারের ঘরের মাঠে দারুণ শুরু করেছিল ধোনি অ্যান্ড কোং ৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে দু'নম্বরে রয়েছে সুপার কিংস৷ আর প্রথম সাত ম্যাচের মধ্যে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

তবে রবিবাবেরর ম্যাচে দলের দুই প্রধান খেলোয়াড়কে পাচ্ছে না সিএসকে ৷ প্রোটিয়া ব্যাটসম্যান ফ্যাফ ডু'প্লেসিস ও ইংল্যান্ড অল-রাউন্ডার স্যাম কারানকে ছাড়ায় মাঠে নামবে ধোনির দল ৷ তবে রোহিতের মুম্বই পুরো দল নিয়েই মাঠে নামবে ৷ ধোনির নেতৃত্ব সিএসকে ধারাবাহিক দল হলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনেকটা পিছিয়ে রয়েছে তারা ৷ এখনও পর্যন্ত 32টি ম্যাচে 19বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স আর 13 বার জয় পেয়েছে সুপার কিংস ৷ শুধু তাই নয়, শেষ ছ'বারের সাক্ষাতে পাঁচবারই জিতেছে মুম্বই ৷ শেষবার অর্থাৎ চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে কাইরন পোলার্ডের 87 রানের অপরাজিত ইনিংসে ভর করে আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দিল্লিতে সুপার কিংসের বিরুদ্ধে 219 রান তাড়া করে 'লাস্ট বল থ্রিলার ' জেতে রোহিত অ্যান্ড কোং ৷ সেইসঙ্গে থেমে যায় ধোনি সুপার কিংসের টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড ৷ মরু শহরে অবশ্য নতুন সূর্যোদয়ের আশায় মাহি এবং হিটম্যান ৷

দুবাই, 18 সেপ্টেম্বর: কোভিড ভীতি কাটিয়ে ফের আইপিএলের বাইশ গজে বল গড়াতে শুরু করেছে ৷ রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হচ্ছে 2021 আইপিএলর দ্বিতীয় পর্ব ৷ করোনা হানায় মে মাসে মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ ৷

প্রথম ম্যাচেই লড়াই পয়েন্ট টেবিলে 'সেকেন্ড বয়' সিএসকে ও 'ফোর্থ বয়' মুম্বই ইন্ডিয়ান্সের ৷ পাঁচ ও তিনবারের চ্যাম্পিয়নের লড়াইয়ের মধ্যে রয়েছে ধোনি ও রোহিতের মনস্তাত্বিক ব্যাটেল ৷ ফ্যানেদের মতে, যা আইপিএলে এল ক্লাসিকো ৷ নিধারিত সূচি মেনেই গত এপ্রিলে ঘরের মাঠে শুরু হয়েছিল আইপিএলের চতুর্দশ সংস্করণ ৷ কিন্তু টুর্নামেন্টের মাঝপথে একাধিক ফ্র্যাঞ্জাইজির বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় খেলা স্থগিত করে দিয়েছিল বিসিসিআই ৷ পরে আন্তর্জাতিক সূচি দেখে সেপ্টেম্বর-অক্টোবরে মরু শহরে আইপিএলের বাকি ম্যাচগুলি করার সিদ্ধান্ত নেয় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড ৷

দেশের মাটিতে 2021 আইপিএলের প্রথম পর্বে হয়েছিল মাত্র 29টি ম্যাচ ৷ আর মরু শহরে দ্বিতীয় পর্বে হবে বাকি 31টি ম্যাচ ৷ 2021 আইপিএলের বাকি ম্যাচগুলি হবে আমিরশাহীর তিন শহর দুবাই, আবুধাবি ও শারজায় ৷ রবিবার প্রথম ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টে সবচেয়ে ধারাবাদিক দুই দল মুম্বই ও চেন্নাই ৷ এখনও পর্যন্ত পাঁচবার ট্রফি জিতে আইপিএলে ইতিহাস গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ প্রতিবারই নীতা আম্বানির দলের কাণ্ডারি ছিলেন রোহিত ৷ আর টুর্নামেন্টে দ্বিতীয় সফলতম দল হিসেবে তিনবার খেতাব ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস ৷ তিনবারই তাদের নেতা ছিলেন ধোনি ৷

আরও পড়ুন: করোনার ভীতি কাটিয়ে আইপিএলে মাঠে ফিরছে দর্শক

2020 আইপিএলের পুরো টুর্নামেন্ট হয়েছিল মরু শহরে ৷ সেবারও চ্যাম্পিয়ন হয় রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স ৷ তবে গত আইপিএলে সাত নম্বরে শেষ করেছিল ধোনির সুপার কিংস ৷ আইপিএলের ইতিহাসে যা সিএসকের সবচেয়ে খারাপ রেকর্ড ৷ কিন্তু এবারের ঘরের মাঠে দারুণ শুরু করেছিল ধোনি অ্যান্ড কোং ৷ প্রথম সাতটি ম্যাচের মধ্যে পাঁচটি জিতে দু'নম্বরে রয়েছে সুপার কিংস৷ আর প্রথম সাত ম্যাচের মধ্যে চারটি জিতে 8 পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷

তবে রবিবাবেরর ম্যাচে দলের দুই প্রধান খেলোয়াড়কে পাচ্ছে না সিএসকে ৷ প্রোটিয়া ব্যাটসম্যান ফ্যাফ ডু'প্লেসিস ও ইংল্যান্ড অল-রাউন্ডার স্যাম কারানকে ছাড়ায় মাঠে নামবে ধোনির দল ৷ তবে রোহিতের মুম্বই পুরো দল নিয়েই মাঠে নামবে ৷ ধোনির নেতৃত্ব সিএসকে ধারাবাহিক দল হলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অনেকটা পিছিয়ে রয়েছে তারা ৷ এখনও পর্যন্ত 32টি ম্যাচে 19বার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স আর 13 বার জয় পেয়েছে সুপার কিংস ৷ শুধু তাই নয়, শেষ ছ'বারের সাক্ষাতে পাঁচবারই জিতেছে মুম্বই ৷ শেষবার অর্থাৎ চতুর্দশ আইপিএলের প্রথম পর্বে কাইরন পোলার্ডের 87 রানের অপরাজিত ইনিংসে ভর করে আইপিএলে সবচেয়ে বেশি রান তাড়া করে জেতে মুম্বই ইন্ডিয়ান্স ৷ দিল্লিতে সুপার কিংসের বিরুদ্ধে 219 রান তাড়া করে 'লাস্ট বল থ্রিলার ' জেতে রোহিত অ্যান্ড কোং ৷ সেইসঙ্গে থেমে যায় ধোনি সুপার কিংসের টানা পাঁচ ম্যাচ জয়ের রেকর্ড ৷ মরু শহরে অবশ্য নতুন সূর্যোদয়ের আশায় মাহি এবং হিটম্যান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.