ETV Bharat / sports

TATA IPL 2022 : দুবে-উথাপ্পার পর জাদেজা-থিকসানার কামাল, মরসুমের প্রথম জয় পেল চেন্নাই - মরসুমের প্রথম জয় পেল চেন্নাই

আইপিএলের পঞ্চদশ সংস্করণে লড়াইটা ছিল ধোনি বনাম কোহলি (TATA IPL 2022) ৷ এর আগে আইপিএলে বহুবার এই দ্বৈরথ দেখেছে ক্রিকেটপ্রেমীরা ৷ তবে মঙ্গলবারের ম্যাচ ছিল একটু আলাদা ৷ নেতৃত্বে টুপি খুলে রেখেই প্রথমবার মুখোমুখি হলেন এই দুই তারকা ব্যাটার ৷ সেই লড়াইয়েই মরসুমের প্রথম জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস ৷

TATA IPL 2022
মরসুমের প্রথম জয় পেল চেন্নাই
author img

By

Published : Apr 13, 2022, 7:50 AM IST

মুম্বই, 13 এপ্রিল : ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সে মরসুমের প্রথম জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস (TATA IPL 2022) ৷ এবারের টুর্নামেন্টের শুরুটা একেবারেই মনের মতো হয়নি ইয়োলো আর্মিদের ৷ প্রথম চার ম্যাচে হেরে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল তারা ৷ কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি পড়েনি তা এদিনের পারফরম্যান্সেই বোঝা গেল ৷ ব্যাট হাতে রবিন উথাপ্পা, শিবম দুবের মারকাটারি ইনিংসের পর বল হাতে কামাল দেখালেন মহিশ থিকসানা, রবীন্দ্র জাদেজারা ৷ সব বিভাগেই আরসিবিকে টেক্কা দিয়ে 23 রানে হারিয়ে জয়ের সরণীতে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠানোর সময় ফ্যাফ ডু'প্লেসি ঝড়ের পূর্বাভাস আঁচ করতে পারেননি ৷ যদিও এদিন শুরুতে ততটা সংহার মূর্তিতে পাওয়া যায়নি উথাপ্পাকে ৷ ধীরে-ধীরে খোলস ছেড়ে বেরোন রয়্যালস, নাইটদের প্রাক্তনী ৷ ফের ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড় ফেরেন 17 রানে ৷ মইন আলি করেন মাত্র 3 ৷ এরপরেই ডিওয়াই পাটিলে আছড়ে পড়ে টর্নেডো ৷ আরসিবি বোলারদের বেধড়ক পিটিয়ে জুটিতে 165 রান (73 বল) তোলে রবিন উথাপ্পা-শিবম দুবে ৷ 4টি চার, 9টি ছয়ে 50 বলে 88 রানে আউট হন উথাপ্পা ৷ আরও ভয়ঙ্কর শিবম দুবে 46 বলে 95 রান করে আউট হন ইনিংসের শেষ বলে ৷ 4 উইকেট হারিয়ে চেন্নাই তোলে 216 রান ৷

আরও পড়ুন : শিবম-উথাপ্পার বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম জয়ের গন্ধ চেন্নাই শিবিরে

পাহাড়প্রমাণ রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে আরসিবির ব্যাটিং ব্রিগেডকে ৷ দলীয় 14 রানে আউট হন অধিনায়ক ডুপ্লেসি ৷ অপর ওপেনার অনুজ রাওয়াতও বেশিক্ষণ টিকতে পারেননি ৷ দু'জনকেই ফেরান মহিশা থিকসানা ৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি 1 রানে আউট হন ৷ 26 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ এরপর শাহবাজ আহমেদ ও সুযশ প্রভূদেশাই দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন ৷ তবে দু'জনই থিকসানার শিকার হন ৷ বাংলার অলরাউন্ডার 27 বলে সর্বোচ্চ 41 রান করেন ৷ এরপর দীনেশ কার্তিক ঝোড়ো ব্যাটিং শুরু করলেও 34 রানে তাঁকে থামান ব্র্যাভো ৷ 193 রানেই থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস ৷ চেন্নাইয়ের হয়ে সফলতম বোলার মহিশ থিকসানার ঝুলিতে গিয়েছে চারটি উইকেট ৷ ক্যাপ্টেন জাদেজা নেন 3টি উইকেট ৷

মুম্বই, 13 এপ্রিল : ব্যাটে-বলে অনবদ্য পারফরম্যান্সে মরসুমের প্রথম জয় তুলে নিল চেন্নাই সুপার কিংস (TATA IPL 2022) ৷ এবারের টুর্নামেন্টের শুরুটা একেবারেই মনের মতো হয়নি ইয়োলো আর্মিদের ৷ প্রথম চার ম্যাচে হেরে মঙ্গলবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হয়েছিল তারা ৷ কিন্তু আত্মবিশ্বাসে ঘাটতি পড়েনি তা এদিনের পারফরম্যান্সেই বোঝা গেল ৷ ব্যাট হাতে রবিন উথাপ্পা, শিবম দুবের মারকাটারি ইনিংসের পর বল হাতে কামাল দেখালেন মহিশ থিকসানা, রবীন্দ্র জাদেজারা ৷ সব বিভাগেই আরসিবিকে টেক্কা দিয়ে 23 রানে হারিয়ে জয়ের সরণীতে ফিরল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে চেন্নাইকে প্রথম ব্যাট করতে পাঠানোর সময় ফ্যাফ ডু'প্লেসি ঝড়ের পূর্বাভাস আঁচ করতে পারেননি ৷ যদিও এদিন শুরুতে ততটা সংহার মূর্তিতে পাওয়া যায়নি উথাপ্পাকে ৷ ধীরে-ধীরে খোলস ছেড়ে বেরোন রয়্যালস, নাইটদের প্রাক্তনী ৷ ফের ব্যর্থ রুতুরাজ গায়কোয়াড় ফেরেন 17 রানে ৷ মইন আলি করেন মাত্র 3 ৷ এরপরেই ডিওয়াই পাটিলে আছড়ে পড়ে টর্নেডো ৷ আরসিবি বোলারদের বেধড়ক পিটিয়ে জুটিতে 165 রান (73 বল) তোলে রবিন উথাপ্পা-শিবম দুবে ৷ 4টি চার, 9টি ছয়ে 50 বলে 88 রানে আউট হন উথাপ্পা ৷ আরও ভয়ঙ্কর শিবম দুবে 46 বলে 95 রান করে আউট হন ইনিংসের শেষ বলে ৷ 4 উইকেট হারিয়ে চেন্নাই তোলে 216 রান ৷

আরও পড়ুন : শিবম-উথাপ্পার বিস্ফোরক ব্যাটিংয়ে প্রথম জয়ের গন্ধ চেন্নাই শিবিরে

পাহাড়প্রমাণ রান তাড়া করতে গিয়ে প্রথম থেকেই নড়বড়ে দেখিয়েছে আরসিবির ব্যাটিং ব্রিগেডকে ৷ দলীয় 14 রানে আউট হন অধিনায়ক ডুপ্লেসি ৷ অপর ওপেনার অনুজ রাওয়াতও বেশিক্ষণ টিকতে পারেননি ৷ দু'জনকেই ফেরান মহিশা থিকসানা ৷ প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি 1 রানে আউট হন ৷ 26 রান করেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ এরপর শাহবাজ আহমেদ ও সুযশ প্রভূদেশাই দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন ৷ তবে দু'জনই থিকসানার শিকার হন ৷ বাংলার অলরাউন্ডার 27 বলে সর্বোচ্চ 41 রান করেন ৷ এরপর দীনেশ কার্তিক ঝোড়ো ব্যাটিং শুরু করলেও 34 রানে তাঁকে থামান ব্র্যাভো ৷ 193 রানেই থেমে যায় ব্যাঙ্গালোরের ইনিংস ৷ চেন্নাইয়ের হয়ে সফলতম বোলার মহিশ থিকসানার ঝুলিতে গিয়েছে চারটি উইকেট ৷ ক্যাপ্টেন জাদেজা নেন 3টি উইকেট ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.