চেন্নাই, 7 জুন : ‘ইয়ুথ ফ্যাশন আইকন’ চ্যালেঞ্জে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অল্প বয়সের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল চেন্নাই সুপার কিংস ৷ যেখানে ধোনি ছাড়াও চেন্নাই সুপার কিংসের ব্রিটিশ অলরাউন্ডার স্যাম কারান, নারায়ণ জগদীশন এবং হরিশংকর রেড্ডির ছবিও পোস্ট করা হয়েছে ৷ চেন্নাই ফ্র্যাঞ্চাইজির ‘ইয়ুথ ফ্যাশন আইকন’ চ্যালেঞ্জে ধোনির যে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে অল্প বয়সের ধোনি কালো ও সাদা মেশানো একটি টি-শার্ট পড়ে রয়েছেন ৷
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘‘আমরা কি শুনেছি ইয়ুথ ফ্যাশন আইকনের কথা ?’’ প্রসঙ্গত, একঝাঁক সেলেব্রিটিরা অল্প বয়সের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়া চ্যালেঞ্জ নিচ্ছেন ৷ যেখানে বলা হচ্ছে, নিজেদের ছবি পোস্ট করে প্রমাণ করতে হবে, যে ছোটবেলায় তাঁরাও ফ্যাশন আইকন ছিলেন ৷ সেই চ্যালেঞ্জেই এবার চেন্নাই সুপার কিংস নিজেদের তারকা ক্রিকেটারদের ছবি পোস্ট করেছে ৷ সে নিয়েই চেন্নাই সুপার কিংস লিখেছে, এমন ইয়ুথ আইকন হয়তো কেউ দেখেনি ৷
-
Did we hear 𝑭𝒂𝒔𝒉𝒊𝒐𝒏 𝒊𝒄𝒐𝒏 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒕𝒉? 😎#Whistlepodu #Yellove 🦁💛 pic.twitter.com/uii0VnFbXY
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) June 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Did we hear 𝑭𝒂𝒔𝒉𝒊𝒐𝒏 𝒊𝒄𝒐𝒏 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒕𝒉? 😎#Whistlepodu #Yellove 🦁💛 pic.twitter.com/uii0VnFbXY
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) June 7, 2021Did we hear 𝑭𝒂𝒔𝒉𝒊𝒐𝒏 𝒊𝒄𝒐𝒏 𝒊𝒏 𝒚𝒐𝒖𝒕𝒉? 😎#Whistlepodu #Yellove 🦁💛 pic.twitter.com/uii0VnFbXY
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) June 7, 2021
আরও পড়ুন :অবশিষ্ট আইপিএল শুরু 19 সেপ্টেম্বর, ফাইনাল 15 অক্টোবর
এই পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে সোশ্যাল তা ভাইরাল হয়ে যায় ৷ ধোনির লক্ষ লক্ষ অনুরাগী সেই পোস্ট শেয়ার করেছেন ৷ আগামী 19 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল’র বাকি ম্যাচ খেলতে চেন্নাইয়ের হয়ে মাঠে নামবেন মহেন্দ্র সিং ধোনি ৷