ETV Bharat / sports

IPL 2021: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু 19 সেপ্টেম্বর, ঘোষণা বিসিসিআইয়ের - schedule

আইপিএলের বাকি ম্যাচগুলির ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই ৷ চতুর্দশতম আইপিএলের বাকি ম্যাচ পুনরায় শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে ৷ ফাইনাল হবে 15 অক্টোবর ৷

IPL 2021
IPL 2021: আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু 19 সেপ্টেম্বর, ঘোষণা বিসিসিআইয়ের
author img

By

Published : Jul 25, 2021, 8:32 PM IST

Updated : Jul 25, 2021, 9:29 PM IST

মুম্বই, 25 জুলাই: করোনা প্যানডেমিকের কারণে খেলা শুরু হয়ে মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল 2021 ৷ বহু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন ৷ আজ বাকি ম্যাচগুলির দ্বিতীয় পর্বের ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই ৷

চতুর্দশতম আইপিএলের বাকি ম্যাচ পুনরায় শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে ৷ ফাইনাল হবে 15 অক্টোবর ৷ সংযুক্ত আরব আমিশাহীতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৷ 19 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের দ্বিতীয় পর্বে 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে 27 দিনে ৷ দেশজুড়ে করোনা সংক্রণের কারণে 4 মে থেকে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিসিসিাই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ ভারতে নয় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ খেলাগুলি অনুষ্ঠিত হবে শারজা, দুবাই এবং আবু ধাবিতে ৷

আরও পড়ুন: ও কি ছেলেখেলা করতে টোকিয়ো গিয়েছে, প্রণতিতে হতাশ প্রাক্তন কোচ মিনারা বেগম

করোনা প্যানডেমিকের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল আইপিএলের বাকি ম্যাচগুলিকে ঘিরে ৷ বিরাট আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কার মেঘ জমতে দেখা গিয়েছিল বিসিসিআই কর্তাদের মনে ৷ অবশেষে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বোর্ড কর্তারা ৷ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে 10 অক্টোবর ৷ বাছাই পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে 11 এবং 13 অক্টোবর ৷

মুম্বই, 25 জুলাই: করোনা প্যানডেমিকের কারণে খেলা শুরু হয়ে মাঝপথেই থমকে গিয়েছিল আইপিএল 2021 ৷ বহু ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়রা করোনা আক্রান্ত হয়ে পড়েছিলেন ৷ আজ বাকি ম্যাচগুলির দ্বিতীয় পর্বের ক্রীড়াসূচি ঘোষণা করল বিসিসিআই ৷

চতুর্দশতম আইপিএলের বাকি ম্যাচ পুনরায় শুরু হবে 19 সেপ্টেম্বর থেকে ৷ ফাইনাল হবে 15 অক্টোবর ৷ সংযুক্ত আরব আমিশাহীতে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ৷ 19 সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স ৷ আইপিএলের দ্বিতীয় পর্বে 31টি ম্যাচ অনুষ্ঠিত হবে 27 দিনে ৷ দেশজুড়ে করোনা সংক্রণের কারণে 4 মে থেকে আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন বিসিসিাই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ ভারতে নয় অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরশাহীতে ৷ খেলাগুলি অনুষ্ঠিত হবে শারজা, দুবাই এবং আবু ধাবিতে ৷

আরও পড়ুন: ও কি ছেলেখেলা করতে টোকিয়ো গিয়েছে, প্রণতিতে হতাশ প্রাক্তন কোচ মিনারা বেগম

করোনা প্যানডেমিকের কারণে অনিশ্চয়তা দেখা দিয়েছিল আইপিএলের বাকি ম্যাচগুলিকে ঘিরে ৷ বিরাট আর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার আশঙ্কার মেঘ জমতে দেখা গিয়েছিল বিসিসিআই কর্তাদের মনে ৷ অবশেষে বাকি ম্যাচগুলি অনুষ্ঠিত হওয়ার ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বোর্ড কর্তারা ৷ প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে 10 অক্টোবর ৷ বাছাই পর্বের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে 11 এবং 13 অক্টোবর ৷

Last Updated : Jul 25, 2021, 9:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.