চেন্নাই, 3 এপ্রিল: এম চিন্নাস্বামী স্টেডিয়ামে 1427 দিন পর প্রত্যাবর্তন হয়েছে আরসিবি-র ৷ আরও নির্দিষ্ট করে বললে, বিরাট কোহলির ৷ আর কোহলির এই প্রত্যাবর্তন রূপকথার কাহিনী হয়ে গিয়েছে 17তম ওভারের দ্বিতীয় বলে লং অনের উপর দিয়ে মারা তাঁর ম্যাচ জেতানো ছক্কার সুবাদে ৷ এবার পালা মহেন্দ্র সিং ধোনির ৷ 4 বছর পর ঘরের মাঠে আইপিএল খেলতে নামছেন মহেন্দ্র সিং ধোনি ৷ 1420 দিনের মাথায় চেন্নাই সুপার কিংস এমএ চিদম্বরম স্টেডিয়ামে নামছে ৷ চেন্নাইয়ের সুপার ফ্যানদের সামনেও এতগুলি দিনের পর ব্যাট হাতে নামবেন মহেন্দ্র সিং ধোনি ৷
বিরাট কোহলি তাঁর দ্বিতীয় ঘরে প্রত্যাবর্তন ম্যাচে আরসিবি-কে ম্যাচ জিতিয়েছেন ৷ আর আজ ভারতীয় ক্রিকেটের আরেক নক্ষত্র তাঁর দ্বিতীয় হোমে নামছে ৷ চেন্নাইয়ের ‘থালা-ধোনি’ তাঁর প্রিয় ফ্যানদের সামনে আবার কিপিং গ্লাভস হাতে নামবেন ৷ আমেদাবাদে প্রথম ম্যাচে হারের মুখ দেখেছে সিএসকে ৷ কিন্তু, এবার ঘরের মাঠ ৷ তার উপর 3 বছরের বেশি সময় পর ফেরা ৷ তাই এই ফেরাকেও স্মরণীয় করে রাখতে চাইবেন মহেন্দ্র সিং ধোনি ৷ ইয়েলো ব্রিগেডের সমর্থকদের মরশুমের প্রথম জয়ের স্বাদ ঘরের মাঠেই দিতে চাইবেন তিনি ৷
তবে, তাঁর সামনে চ্যালেঞ্জ লখনউ সুপার জায়ান্টসের ৷ কেএল রাহুলের এই দলের আইপিএল-এ দ্বিতীয় বছর ৷ কিন্তু, প্রথম বছরের ধারাবাহিকতা, এ বারেও ধরে রেখেছে তারা ৷ বিশেষত, বোলিং বিভাগের পারফর্ম্যান্স ছিল অসাধারণ ৷ তাই চেন্নাইকে তাদের মরশুমের প্রথম জয় ঘরের মাঠে প্রত্যাবর্তনে পেতে হলে, ঘাম ঝরাতে তো হবেই ৷ বাংলার প্রবাদেও বলা হয়েছে, ‘কষ্ট করলে, কেষ্ট মেলে’ ৷ আর সিএসকে-র কেষ্ট প্রথম জয় ৷ আর মহেন্দ্র সিং ধোনির মাধ্যমে সেই জয় এলে, এর চেয়ে বড় পাওনা সিএসকে ফ্যানদের জন্য কিছু হতে পারে না ৷
আরও পড়ুন: টানা 11 সিজন প্রথম ম্যাচে হার মুম্বইয়ের, ‘বিরক্তিকর’ বলে মন্তব্য শেন বন্ডের
উল্লেখ্য, ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে হারানো কখনই সহজ কাজ নয় ৷ অ্যাওয়ে টিমের পক্ষে এমএ চিদম্বরম স্টেডিয়ামে ম্যাচ জেতা কোনও পাহাড় চড়ার চেয়ে কম কঠিন নয় ৷ অতীতে কোনও দলই সহজে চেন্নাইয়ের দুর্গ জয় করতে পারেনি ৷ যারা পেরেছে, তাদের কঠিন লড়াই জিততে হয়েছে ৷