দুবাই, 20 সেপ্টেম্বর : আইপিএলের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রোহিতহীন মুম্বই ইন্ডিয়ান্সকে 20 রানে হারিয়ে দিল চেন্নাই সুপার কিংস ৷ রুতুরাজ গায়কোয়াড়ের অপরাজিত 88 রান এবং ডোয়েন ব্র্যাভো, দীপক চাহারদের 'চ্যাম্পিয়ন' পারফরম্যান্সে এল জয় ৷ স্কোরবোর্ডে বড় রানের টার্গেট ছিল না ৷ তবুও রোহিতহীন মুম্বই ইন্ডিয়ান্সের কাছে 157 রান তাড়া করাটা মোটেই সহজ মনে হয়নি ৷ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বাইশ গজে ইনিংসের শুরুতেই বাউন্স পেয়েছিলেন বোলাররা ৷ দ্বিতীয় ইনিংসেও তার পুনরাবৃত্তি হয়নি ৷ চেন্নাই সুপার কিংসের রান তাড়া করতে ক্রমাগত উইকেট হারিয়ে ম্যাচ জমিয়ে দেন মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটসম্যানরা ৷
ক্যাপ্টেন রোহিত শর্মা না-থাকায় এদিন কুইন্টন ডি'ককের সঙ্গে মুম্বইয়ের ইনিংস শুরু করেন অভিষেকারী আনমোলপ্রীত সিং ৷ অল্প রান তাড়া করতে নেমেই শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের ৷ ইনিংসের তৃতীয় ওভারেই ডি'কককে ডাগ-আউটে ফিরিয়ে মুম্বইকে প্রথম ধাক্কা দেন সিএসকে পেসার দীপক চাহার ৷ 12 বলে ব্যক্তিগত 17 রান করে আউট হন এই বাঁ-হাতি ওপেনার ৷ পঞ্চম ওভারে আনমোলপ্রীতকে আউট করে মুম্বইকে জোড়া ধাক্কা দেন চাহার ৷ আইপিএল অভিষেকে 14 রান করেন ৷ তারপর অল্প রানের ব্যবধানে সূর্যকুমার যাদব ও ইশান কিষানকে ফিরিয়ে চেন্নাইকে ম্যাচে ফেরান বোলাররা ৷ তবে ইনিংসের 14তম ওভারের প্রথম বলে ক্যাপ্টেন কাইরন পোলার্ডকে ডাগ-আউটে ফিরিয়ে মুম্বইকে জোর ধাক্কা দেন জোস হ্যাজেলউড ৷ 87 রানে পাঁচ উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স ৷
আরও পড়ুন : Virat Kohli : আরসিবির দায়িত্ব ছাড়ছেন, অধিনায়ক কোহলির এটাই শেষ আইপিএল
এরপর 4 রান করে ক্রুণাল পাণ্ডিয়াও প্যাভিলিয়নে ফেরেন ৷ একটা সময় 15 ওভারে 6 উইকেটে 97 রান করে ধুঁকছিল মুম্বই ৷ সমর্থকরা রোহিতের অভাব ভালোমতো টের পাচ্ছিলেন ৷ জয়ের জন্য শেষ তিন ওভারে প্রয়োজন ছিল 49 রান ৷ কাজটা সহজ না হলেও সৌরভ তিওয়ারির ব্যাট ভরসা দিচ্ছিল ৷ শেষ ওভারে জয়ের জন্য মুম্বইয়ের প্রয়োজন ছিল 24 রানে ৷ তবে ওভারে দ্বিতীয় বলেই অ্যাডাম মিলিনকে ফিরিয়ে মুম্বইয়ের জয়ের লক্ষ্যে বাধা হয়ে দাঁড়ান ডোয়েন ব্র্যভো ৷ ওভারের চতুর্থ বলে রাহুল চাহারকেও ফেরান ব্র্যাভো ৷ সৌরভ ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করলেও মুম্বইকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেননি ৷ নির্ধারিত ওভারে 8 উইকেট হারিয়ে 136 রানে শেষ হয়ে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস ৷ চেন্নাইয়ের হয়ে ব্র্যাভো 3টি ও দীপক চাহার 2টি উইকেট নিয়েছেন ৷ ম্যাচের সেরা রুতুরাজ গায়কোয়াড় ৷
-
The team and the WIN! 😍#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/sOXh6eKm0P
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The team and the WIN! 😍#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/sOXh6eKm0P
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 19, 2021The team and the WIN! 😍#CSKvMI #WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/sOXh6eKm0P
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) September 19, 2021
রবিবার মরু শহরের প্রথম ম্যাচেই ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্রাম দিয়ে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ দুরন্ত বোলিংয়ে শুরুতেই ধোনিদের ব্যাকফুটে ঠেলে দিয়ে দারুণ শুরু করে মুম্বই ৷ পাওয়ার প্লে-তে মাত্র 24 রানে চার উইকেট হারায় সুপার কিংস ৷ এখান থেকে ইনিংসকে এগিয়ে নিয়ে যান ওপেনার রুতুরাজ গায়কোয়াড ও বাঁ-হাতি অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ৷ 81 রানের দুরন্ত পার্টনারশিপ গড়ে চেন্নাইকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন রুতুরাজ ও জাদেজা ৷ 88 রানের ইনিংসে 9টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি মারেন রুতুরাজ ৷ তবে ব্র্যাভোর 8 বলে তিন ছক্কার ইনিংসে দেড়শোর গণ্ডি টপকায় সুপার কিংস ৷ শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 156 রান তোলে সিএসকে ৷
আরও পড়ুন : MS Dhoni: আইপিএলে অনন্য মাইলস্টোনের সামনে মাহি
দুরন্ত হাফ-সেঞ্চুরি করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রুতুরাজ ৷ তাঁকে যোগ সঙ্গ দেন জাদেজা ও ডোয়েন ব্র্যাভো ৷ 88 রানের অপরাজিত ইনিংস খেলে একা কুম্ভের মতো লড়াই করেন রুজরাজ ৷ জাদেজার 33 বলে 26 এবং ব্র্যাভোর 8 বলে 23 রানের ব্য়াটিং ঝড়ে মুম্বই ইন্ডিয়ান্সের সামনে 157 রানের লক্ষ্যমাত্রা রাখে চেন্নাই সুপার কিংস ৷