ETV Bharat / sports

হার্দিকের বিধ্বংসী ইনিংস, রাজস্থানকে 196 রানের টার্গেট দিল মুম্বই - কায়রন পোলার্ড

সুপার সান’ডের দ্বিতীয় ম্য়াচে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে আবুধাবিতে টস জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্য়ান্ডবাই ক্য়াপ্টেন কায়রন পোলার্ড ৷ এ দিনও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷

rr_vs_mi_ipl_2020_mi_won_the_toss_choos_bat_first
টস জিতে ব্য়াটিং, শুরুতেই ডি’ককের উইকেট খোয়ালো MI
author img

By

Published : Oct 25, 2020, 9:36 PM IST

Updated : Oct 25, 2020, 9:43 PM IST

আবুধাবি, 25 অক্টোবর : 21 বলে বিধ্বংসী 60 রান । তার মধ্যে সাতটি ছক্কা । হার্দিক পাণ্ড্যের এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান করল মুম্বই । হার্দিক ছাড়াও রান পেলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সৌরভ তিওয়ারি ।

টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমেই ছন্দপতন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ শুরুতেই ওপেনার এবং উইকেট কিপার ব্য়াটসম্য়ান কুইন্টন ডি’ককের উইকেট হারায় মুম্বই ৷ 4 বলে মাত্র 6 রান করে রাজস্থানের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান কুইন্টন ৷ এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন সুর্যকুমার যাদব ৷

ঈশান করেন 37 রান । আর 26 বলে 40 রান করে আউট হন সূর্যকুমার । চার নম্বরে নেমে 25 বলে 34 করেন সৌরভ তিওয়ারি ।

তবে মুম্বইকে শেষ দিকে একার হাতে 195 রানে নিয়ে গেলেন হার্দিক । 21 বলে 60 রান করে অপরাজিত থাকলেন । 7টি ছয়ের পাশাপাশি মারলেন 2টি চারও ।

আজও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড ৷ এ দিন রাজস্থান রয়্য়ালস এবং মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্লেয়িং ইলেভেন অপরিবর্তিত রেখেছে ৷

আবুধাবি, 25 অক্টোবর : 21 বলে বিধ্বংসী 60 রান । তার মধ্যে সাতটি ছক্কা । হার্দিক পাণ্ড্যের এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান করল মুম্বই । হার্দিক ছাড়াও রান পেলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সৌরভ তিওয়ারি ।

টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমেই ছন্দপতন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ শুরুতেই ওপেনার এবং উইকেট কিপার ব্য়াটসম্য়ান কুইন্টন ডি’ককের উইকেট হারায় মুম্বই ৷ 4 বলে মাত্র 6 রান করে রাজস্থানের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান কুইন্টন ৷ এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন সুর্যকুমার যাদব ৷

ঈশান করেন 37 রান । আর 26 বলে 40 রান করে আউট হন সূর্যকুমার । চার নম্বরে নেমে 25 বলে 34 করেন সৌরভ তিওয়ারি ।

তবে মুম্বইকে শেষ দিকে একার হাতে 195 রানে নিয়ে গেলেন হার্দিক । 21 বলে 60 রান করে অপরাজিত থাকলেন । 7টি ছয়ের পাশাপাশি মারলেন 2টি চারও ।

আজও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড ৷ এ দিন রাজস্থান রয়্য়ালস এবং মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্লেয়িং ইলেভেন অপরিবর্তিত রেখেছে ৷

Last Updated : Oct 25, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.