ETV Bharat / sports

হার্দিকের বিধ্বংসী ইনিংস, রাজস্থানকে 196 রানের টার্গেট দিল মুম্বই

সুপার সান’ডের দ্বিতীয় ম্য়াচে রাজস্থান রয়্য়ালসের বিরুদ্ধে আবুধাবিতে টস জিতে আগে ব্য়াট করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্সের স্ট্য়ান্ডবাই ক্য়াপ্টেন কায়রন পোলার্ড ৷ এ দিনও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷

rr_vs_mi_ipl_2020_mi_won_the_toss_choos_bat_first
টস জিতে ব্য়াটিং, শুরুতেই ডি’ককের উইকেট খোয়ালো MI
author img

By

Published : Oct 25, 2020, 9:36 PM IST

Updated : Oct 25, 2020, 9:43 PM IST

আবুধাবি, 25 অক্টোবর : 21 বলে বিধ্বংসী 60 রান । তার মধ্যে সাতটি ছক্কা । হার্দিক পাণ্ড্যের এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান করল মুম্বই । হার্দিক ছাড়াও রান পেলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সৌরভ তিওয়ারি ।

টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমেই ছন্দপতন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ শুরুতেই ওপেনার এবং উইকেট কিপার ব্য়াটসম্য়ান কুইন্টন ডি’ককের উইকেট হারায় মুম্বই ৷ 4 বলে মাত্র 6 রান করে রাজস্থানের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান কুইন্টন ৷ এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন সুর্যকুমার যাদব ৷

ঈশান করেন 37 রান । আর 26 বলে 40 রান করে আউট হন সূর্যকুমার । চার নম্বরে নেমে 25 বলে 34 করেন সৌরভ তিওয়ারি ।

তবে মুম্বইকে শেষ দিকে একার হাতে 195 রানে নিয়ে গেলেন হার্দিক । 21 বলে 60 রান করে অপরাজিত থাকলেন । 7টি ছয়ের পাশাপাশি মারলেন 2টি চারও ।

আজও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড ৷ এ দিন রাজস্থান রয়্য়ালস এবং মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্লেয়িং ইলেভেন অপরিবর্তিত রেখেছে ৷

আবুধাবি, 25 অক্টোবর : 21 বলে বিধ্বংসী 60 রান । তার মধ্যে সাতটি ছক্কা । হার্দিক পাণ্ড্যের এই ইনিংসের সৌজন্যে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 20 ওভারে 5 উইকেট হারিয়ে 195 রান করল মুম্বই । হার্দিক ছাড়াও রান পেলেন সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও সৌরভ তিওয়ারি ।

টস জিতে প্রথমে ব্য়াট করতে নেমেই ছন্দপতন মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে ৷ শুরুতেই ওপেনার এবং উইকেট কিপার ব্য়াটসম্য়ান কুইন্টন ডি’ককের উইকেট হারায় মুম্বই ৷ 4 বলে মাত্র 6 রান করে রাজস্থানের পেসার জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে প্য়াভিলিয়নে ফিরে যান কুইন্টন ৷ এরপর ঈশান কিষাণের সঙ্গে জুটি বাঁধেন সুর্যকুমার যাদব ৷

ঈশান করেন 37 রান । আর 26 বলে 40 রান করে আউট হন সূর্যকুমার । চার নম্বরে নেমে 25 বলে 34 করেন সৌরভ তিওয়ারি ।

তবে মুম্বইকে শেষ দিকে একার হাতে 195 রানে নিয়ে গেলেন হার্দিক । 21 বলে 60 রান করে অপরাজিত থাকলেন । 7টি ছয়ের পাশাপাশি মারলেন 2টি চারও ।

আজও চোটের জন্য় মুম্বই দলে নেই অধিনায়ক রোহিত শর্মা ৷ তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন অভিজ্ঞ ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কায়রন পোলার্ড ৷ এ দিন রাজস্থান রয়্য়ালস এবং মুম্বই ইন্ডিয়ান্স তাঁদের প্লেয়িং ইলেভেন অপরিবর্তিত রেখেছে ৷

Last Updated : Oct 25, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.