ETV Bharat / sports

রাণা-নারাইনের ঝোড়ো ব্যাটিং, দিল্লিকে 195 রানের টার্গেট দিল কলকাতা - Delhi Capitals

KKR vs DC
KKR vs DC
author img

By

Published : Oct 24, 2020, 3:11 PM IST

Updated : Oct 24, 2020, 5:17 PM IST

14:55 October 24

IPL 2020 : কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস

আবু ধাবি, 24 অক্টোবর : শুরুতে উইকেট হারানোর পর নারাইন ও রাণার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে দিল্লির বিরুদ্ধে বড় রান কলকাতা নাইট রাইডার্সের ৷ 20 ওভারে KKR করল 6 উইকেটে 194 রান ৷  

ওপেনার বদল কলকাতা নাইট রাইডার্সের ৷ রাহুল ত্রিপাঠীর পরিবর্তে আজ ওপেন করতে এসেছিলেন নীতিশ রাণা ৷ আর এসেই চমক ৷ 53 বলে খেললেন 81 রানের ইনিংস ৷ অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি ছিলেন অবিচল ৷ সুনীল নারাইনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন ৷ দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন ৷  

টুর্নামেন্টের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল সুনীল নারাইনকে ৷ কিন্তু ছিলেন না আগের ফর্মে ৷ শুরুতেই আউট হয়ে সমস্যা বাড়াচ্ছিলেন দলের ৷ তারপরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় কয়েকদিন ছিলেন মাঠের বাইরে ৷ তবে আজ ফিরে ফের স্বমহিমায় দেখা গেল ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনকে ৷ 32 বলে ঝোড়ো 64 রানের ইনিংস খেললেন ৷ পরপর উইকেট হারিয়ে চাপে থাকা দলকে বড় রানের পথে নিয়ে গেলেন সুনীল ৷ নীতিশ রাণার সঙ্গে খেললেন 115 রানের পার্টনারশিপ ৷  

টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চাপে পড়ে যায় কলকাতা ৷ আজ KKR-র হয়ে ওপেন করতে নামেন নীতিশ রাণা ও শুভমন গিল ৷  কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না শুভমনের  ব্যাটিং ৷ পয়েন্টে অক্সর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ করলেন মাত্র 9 রান ৷ অন্যদিকে 12 বলে 13 রান করে নর্জের বলে বোল্ড হলেন রাহুল ত্রিপাঠী ৷ দুরন্ত বোলিং অ্যানরিচ নর্জের ৷ 2 উইকেট তুলে নিলেন নর্জে ৷ 2টি উইকেট নিলেন স্টইনিস ৷ 

দিল্লির বিরুদ্ধে ফের ব্যর্থ দীনেশ কার্তিক ৷ মাত্র 3 রান করে ফিরলেন তিনি ৷ রাবাডার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ তবে তারপর কলকাতা ইনিংস টানেন সুনীল নারাইন ও নীতিশ রাণা ৷ নারাইন আউট হওয়ার পর ছোটো ক্যামিও খেলেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ 9 বলে খেললেন 17 রানের ইনিংস ।   

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলে দুটি পরিবর্তন হয়েছে ৷ নাগরকোটি ও সুনীল নারাইন দলে এসেছেন ৷ ডাগ আউটে বসতে হয়েছে কুলদীপ যাদব ও টম ব্যান্টনকে ৷  

দুটি পরিবর্তন হয়েছে দিল্লি ক্যাপিটালসে ৷ দলে এসেছেন রাহানে ও নর্জে ৷ প্রথম একাদশে নেই পৃথ্বী শ ও স্যাম ড্যানিয়েল ৷ 

14:55 October 24

IPL 2020 : কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস

আবু ধাবি, 24 অক্টোবর : শুরুতে উইকেট হারানোর পর নারাইন ও রাণার দুরন্ত ব্যাটিংয়ে ভর করে দিল্লির বিরুদ্ধে বড় রান কলকাতা নাইট রাইডার্সের ৷ 20 ওভারে KKR করল 6 উইকেটে 194 রান ৷  

ওপেনার বদল কলকাতা নাইট রাইডার্সের ৷ রাহুল ত্রিপাঠীর পরিবর্তে আজ ওপেন করতে এসেছিলেন নীতিশ রাণা ৷ আর এসেই চমক ৷ 53 বলে খেললেন 81 রানের ইনিংস ৷ অন্যপ্রান্তে উইকেট পড়তে থাকলেও তিনি ছিলেন অবিচল ৷ সুনীল নারাইনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়লেন ৷ দলকে খাদের কিনারা থেকে টেনে তুললেন ৷  

টুর্নামেন্টের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতে দেখা গিয়েছিল সুনীল নারাইনকে ৷ কিন্তু ছিলেন না আগের ফর্মে ৷ শুরুতেই আউট হয়ে সমস্যা বাড়াচ্ছিলেন দলের ৷ তারপরই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠায় কয়েকদিন ছিলেন মাঠের বাইরে ৷ তবে আজ ফিরে ফের স্বমহিমায় দেখা গেল ক্যারিবিয়ান অলরাউন্ডার সুনীল নারাইনকে ৷ 32 বলে ঝোড়ো 64 রানের ইনিংস খেললেন ৷ পরপর উইকেট হারিয়ে চাপে থাকা দলকে বড় রানের পথে নিয়ে গেলেন সুনীল ৷ নীতিশ রাণার সঙ্গে খেললেন 115 রানের পার্টনারশিপ ৷  

টস হারার পর প্রথমে ব্যাট করতে নেমে পর পর উইকেট হারিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চাপে পড়ে যায় কলকাতা ৷ আজ KKR-র হয়ে ওপেন করতে নামেন নীতিশ রাণা ও শুভমন গিল ৷  কিন্তু বেশিক্ষণ স্থায়ী হল না শুভমনের  ব্যাটিং ৷ পয়েন্টে অক্সর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ করলেন মাত্র 9 রান ৷ অন্যদিকে 12 বলে 13 রান করে নর্জের বলে বোল্ড হলেন রাহুল ত্রিপাঠী ৷ দুরন্ত বোলিং অ্যানরিচ নর্জের ৷ 2 উইকেট তুলে নিলেন নর্জে ৷ 2টি উইকেট নিলেন স্টইনিস ৷ 

দিল্লির বিরুদ্ধে ফের ব্যর্থ দীনেশ কার্তিক ৷ মাত্র 3 রান করে ফিরলেন তিনি ৷ রাবাডার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি ৷ তবে তারপর কলকাতা ইনিংস টানেন সুনীল নারাইন ও নীতিশ রাণা ৷ নারাইন আউট হওয়ার পর ছোটো ক্যামিও খেলেন অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ 9 বলে খেললেন 17 রানের ইনিংস ।   

আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলে দুটি পরিবর্তন হয়েছে ৷ নাগরকোটি ও সুনীল নারাইন দলে এসেছেন ৷ ডাগ আউটে বসতে হয়েছে কুলদীপ যাদব ও টম ব্যান্টনকে ৷  

দুটি পরিবর্তন হয়েছে দিল্লি ক্যাপিটালসে ৷ দলে এসেছেন রাহানে ও নর্জে ৷ প্রথম একাদশে নেই পৃথ্বী শ ও স্যাম ড্যানিয়েল ৷ 

Last Updated : Oct 24, 2020, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.