ETV Bharat / sports

দুই দলেরই ডু অর ডাই ম্য়াচ, মুখোমুখি হায়দরাবাদ ও পঞ্জাব - সানরাইজ়ার্স হায়দরাবাদ

পঞ্জাব ও হায়দরাবাদ, দুটি দলই প্রায় একই জায়গায় আছে ৷ দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে ৷ জিতেছে 4টি করে ম্যাচ ৷ দুই দলেরই পয়েন্ট 8 ৷ তবে রানরেটের বিচারে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং 6 নম্বরে আছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই প্লে অফে জায়গা করে নিতে দুই দলকে বাকি 4টি ম্যাচ জিততেই হবে ৷

KXIP vs SRH
KXIP vs SRH
author img

By

Published : Oct 24, 2020, 7:00 AM IST

দুবাই, 24 অক্টোবর : দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ ৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে সানরাইজ়ার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাবকে ৷ তবে শেষ চারের লড়াইয়ে ফিরে এসেছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব ৷ পর পর তিন ম্যাচে জয় তুলে নিয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদের মুখোমুখি শামি, আগরওয়ালরা ৷

KXIP ও SRH, দুটি দলই প্রায় একই জায়গায় আছে ৷ দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে ৷ জিতেছে 4টি করে ম্যাচ ৷ দুই দলেরই পয়েন্ট 8 ৷ তবে রানরেটের বিচারে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং 6 নম্বরে আছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই প্লে অফে জায়গা করে নিতে দুই দলকে বাকি 4টি ম্যাচ জিততেই হবে ৷

টুর্নামেন্টে ধীরে শুরু করার পর লড়াইয়ে ফিরে এসেছে পঞ্জাব ৷ প্রথম দিকের ধাক্কা কাটিয়ে পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রাহুল, গেইলরা ৷ টেবিলের প্রথম তিনটি দল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা ৷ তাই প্লে অফের দৌড়ে থাকতে জিততে মরিয়া রাহুল ব্রিগেড ৷

পঞ্জাবের দলে অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল ও নিকোলাস পুরাণ দুরন্ত ফর্মে আছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন রাহুল ৷ তাই বর্তমানে কমলা টুপি তাঁর মাথাতেই ৷ তবে গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম চিন্তায় রাখবে পঞ্জাবকে ৷

তবে ক্রিস গেইলের ফর্ম দুই ওপেনারের মাথার উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ বিশেষ করে লোকেশ রাহুল আরও সাবলীলভাবে খেলতে পারছে ৷ অন্যদিকে দলে জিমি নিশামের অর্ন্তভুক্তি দলের ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা বাড়িয়েছে ৷ বোলিং ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মহম্মদ শামি ৷

অন্যদিকে প্লে অফের রাস্তা পাকা করতে বাকি চারটি ম্যাচে জিততেই হবে হায়দরাবাদকে ৷ তবে পরপর তিনটি ম্যাচে হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরে এসেছে দল ৷

রাজস্থানের বিরুদ্ধে 155 রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিং করেন মণীশ পাণ্ডে ও বিজয় শংকর ৷ মণীশ পাণ্ডে করেন অপরাজিত 83 রান ৷ 52 রানে অপরাজিত থাকেন শংকর ৷ অন্যদিকে 33 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার জেসন হোল্ডার ৷

দুবাই, 24 অক্টোবর : দুই দলের কাছেই ডু অর ডাই ম্যাচ ৷ টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হবে সানরাইজ়ার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পঞ্জাবকে ৷ তবে শেষ চারের লড়াইয়ে ফিরে এসেছে লোকেশ রাহুলের কিংস ইলেভেন পঞ্জাব ৷ পর পর তিন ম্যাচে জয় তুলে নিয়ে সানরাইজ়ার্স হায়দরাবাদের মুখোমুখি শামি, আগরওয়ালরা ৷

KXIP ও SRH, দুটি দলই প্রায় একই জায়গায় আছে ৷ দুটি দলই 10টি করে ম্যাচ খেলেছে ৷ জিতেছে 4টি করে ম্যাচ ৷ দুই দলেরই পয়েন্ট 8 ৷ তবে রানরেটের বিচারে লিগ টেবিলে পঞ্চম স্থানে আছে সানরাইজ়ার্স হায়দরাবাদ ৷ এবং 6 নম্বরে আছে কিংস ইলেভেন পঞ্জাব ৷ তাই প্লে অফে জায়গা করে নিতে দুই দলকে বাকি 4টি ম্যাচ জিততেই হবে ৷

টুর্নামেন্টে ধীরে শুরু করার পর লড়াইয়ে ফিরে এসেছে পঞ্জাব ৷ প্রথম দিকের ধাক্কা কাটিয়ে পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রাহুল, গেইলরা ৷ টেবিলের প্রথম তিনটি দল মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়েছে তারা ৷ তাই প্লে অফের দৌড়ে থাকতে জিততে মরিয়া রাহুল ব্রিগেড ৷

পঞ্জাবের দলে অধিনায়ক লোকেশ রাহুল, ময়ঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল ও নিকোলাস পুরাণ দুরন্ত ফর্মে আছেন ৷ টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করেছেন রাহুল ৷ তাই বর্তমানে কমলা টুপি তাঁর মাথাতেই ৷ তবে গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম চিন্তায় রাখবে পঞ্জাবকে ৷

তবে ক্রিস গেইলের ফর্ম দুই ওপেনারের মাথার উপর থেকে চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে ৷ বিশেষ করে লোকেশ রাহুল আরও সাবলীলভাবে খেলতে পারছে ৷ অন্যদিকে দলে জিমি নিশামের অর্ন্তভুক্তি দলের ব্যাটিং ও বোলিংয়ের গভীরতা বাড়িয়েছে ৷ বোলিং ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মহম্মদ শামি ৷

অন্যদিকে প্লে অফের রাস্তা পাকা করতে বাকি চারটি ম্যাচে জিততেই হবে হায়দরাবাদকে ৷ তবে পরপর তিনটি ম্যাচে হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ফিরে এসেছে দল ৷

রাজস্থানের বিরুদ্ধে 155 রান তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারালেও মিডল অর্ডারে দুরন্ত ব্যাটিং করেন মণীশ পাণ্ডে ও বিজয় শংকর ৷ মণীশ পাণ্ডে করেন অপরাজিত 83 রান ৷ 52 রানে অপরাজিত থাকেন শংকর ৷ অন্যদিকে 33 রানের বিনিময়ে 3টি উইকেট তুলে নেন ওয়েস্ট ইন্ডিজ়ের অলরাউন্ডার জেসন হোল্ডার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.