আবু ধাবি, 21 অক্টোবর : বুধবার অবু ধাবির শেখ জায়েদ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ৷ এই ম্যাচে দলে দুটি পরিবর্তন করেছেন নাইট অধিনায়ক ইয়ন মরগ্যান ৷ মাঠের বাইরে বসতে হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও শিভম মাভিকে ৷ 2012 সালের পর প্রথমবার দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার, আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এক সঙ্গে নাইটদের প্রথম একাদশে জায়গা পেলেন না ৷
RCB-র বিরুদ্ধে আন্দ্রে রাসেলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ইংলিশ ব্যাটসম্যান টম ব্যান্টন ৷ অন্যদিকে শিভম মাভির পরিবর্তে এসেছেন প্রসিদ্ধ কৃষ্ণা ৷
টুর্নামেন্টে এখনও পর্যন্ত ব্যাট ও বল হাতে ব্যর্থ আন্দ্রে রাসেল ৷ ফলে চরম হতাশ কলকাতার সমর্থকরা ৷ যদিও মরগ্যান টসের সময় বলেন, 100 শতাংশ ম্যাচ ফিট না থাকার জন্যই আজকের ম্যাচে খেলেননি রাসেল ৷
সুনীল নারাইনের ক্ষেত্রেও একই যুক্তি দিয়েছেন মরগ্যান ৷ টসের সময় নাইট অধিনায়ক বলেন, ‘‘ আমাদের আজ দুটি পরিবর্তন করা হয়েছে ৷ ব্যান্টন ও প্রসিদ্ধ দলে এসেছেন আন্দ্রে রাসেল ও শিভম মাভির পরিবর্তে ৷ শেষ ম্যাচে রাসেল চোট পেয়েছিলেন, অন্যদিকে সুনীল 100 শতাংশ ম্যাচ ফিট নন ৷’’
শেষবার দুই ক্যারিবিয়ান অলরাউন্ডার কলকাতার প্রথম একাদশে জায়গা পাননি এমন হয়েছিল 10 এপ্রিল 2012 সালে ৷ সেবারও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলছিল কলকাতা নাইট রাইডার্স ৷ তখন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর ৷ সেবারই প্রথম খেতাব জয় করে KKR ৷ তারপর থেকে কলকাতা 129টি ম্যাচ খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচেই রাসেল অথবা নারাইন দলে জায়গা করে নিয়েছিলেন ৷