কলকাতা, 25 জানুয়ারি : ঋদ্ধিমান সাহার আগে ঋষভ পন্থের নাম আসন্ন ইংল্য়ান্ড সিরিজে প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ তবে, এতে কিছুই যায় আসে না বাংলার পাপালির, অর্থাৎ ঋদ্ধিমান সাহার ৷ এক সংবাদ মাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি এই ধরনের তুলনা 2018 সাল থেকে শুনে আসছি ৷ আমি নিজের কাজে বিশ্বাস করি এবং পন্থ কীভাবে ব্য়াটিং করছেন তা নিয়ে চিন্তিত নই ৷’’
অস্ট্রেলিয়া সফরে অ্য়াডিলেড টেস্টের দুই ইনিংসে মাত্র 9 ও 4 রান করায় মেলবোর্ন ম্য়াচে ঋদ্ধিকে বসিয়ে ঋষভকে প্রথম একাদশে নিয়ে আসা হয় ৷ অন্য়দিকে, সুযোগ পেয়ে সিডনি ও গাব্বা টেস্টে আক্রমণাত্মক ব্য়াটিং করেন দিল্লির উইকেট-কিপার ব্য়াটসম্য়ান ৷ যার মধ্য়ে গাব্বায় শেষ টেস্টে ঋষভের ইংনিসে ভর করে ঐতিহাসিক সিরিজ জেতে ভারত ৷ যারপর থেকে ভারতীয় টেস্ট দলে প্রথম ইনিংসে ঋদ্ধির বদলে ঋষভকে সুযোগ দেওয়ার পক্ষে সওয়াল করছেন বিশেষজ্ঞরা ৷
আরও পড়ুন : ঋষভকে ব্যতিক্রমী প্রতিভা মনে করেন স্মিথ
তবে, এতে খুব একটা বিচলিত নন ঋদ্ধিমান সাহা ৷ তিনি বলেন, ‘‘ এর জন্য় আমি আমার খেলার ধরন বদলাতে পারব না ৷ এটা টিম ম্য়ানেজমেন্টের উপর নির্ভর করছে, কে উইকেটের পিছনে দাঁড়াবেন ৷’’ দলে স্পেশালিস্ট উইকেট কিপারের গুরুত্ব নিয়েও ঋদ্ধিমান সাহা এদিন কথা বলেছেন ৷ তাঁর মতে, ‘‘ম্য়াচে এমন পরিস্থিতি আসতে পারে, যখন একটা সুযোগ হাতছাড়া হলে ফলাফল বদলে যেতে পারে ৷ তাই উইকেট কিপিং একটা বিশেষজ্ঞের কাজ, বিশেষ করে যখন টেস্ট ক্রিকেটের প্রশ্ন আসে ৷ আমি এটা দাবি করব না যে, সব ক্য়াচই আমি ধরতে পারি, যা আমার দিকে আসে ৷ কিন্তু, এটা একটা বিশেষজ্ঞের জায়গা এবং সেটাই থাকবে ৷’’ এমনটাই মনে করেন ফ্লাইংম্য়ান ৷