ETV Bharat / sports

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফের কনুইয়ের সমস্যায় জোফরা আর্চার - কাউন্টি চ্যাম্পিয়নশিপ

ভারতের বিরুদ্ধে সফরে পাওয়া কনুইয়ের চোট ফের সমস্যায় ফেলল জোফরা আর্চারকে ৷ ঘরোয়া টুর্নামেন্ট কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ চলাকালীন কনুইয়ে চোটের জায়গায় অস্বস্তিবোধ করেন জোফরা ৷ যার জেরে ম্যাচে বল করতে পারেননি তিনি ৷

Joffra Archer has elbow problems again before the Test against New Zealand
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে ফের কনুইয়ের সমস্যায় জোফরা আর্চার
author img

By

Published : May 16, 2021, 7:14 PM IST

লন্ডন, 16 মে : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের এক সপ্তাহ আগে ফের একবার কনুইয়ের চোটের সমস্যায় ইংল্যান্ড পেসার জোফরা আর্চার ৷ সাসেক্সের হয়ে কেন্টের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং করার সময় জোফরার কনুইয়ে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাসেক্সের কোচ ইয়ান সালিসবারি ৷ ফলে ম্যাচে বল করতে পারেননি জোফরা ৷ তবে ঠিক কি অবস্থায় রয়েছে ইংল্যান্ড পেসারের কনুই, এই প্রশ্নের উত্তর দিতে চাননি সাসেক্স কোচ ৷ তিনি জানিয়েছেন, জোফরা আর্চারের চোট নিয়ে পরবর্তী কোনও তথ্য দেওয়ার কাজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ৷

প্রসঙ্গত, আগামী সপ্তাহে ইংল্যান্ডে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ৷ যে সিরিজের পরেই ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ এর পর ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন জো রুটরা ৷ এই দীর্ঘ টেস্ট মরসুমের আগে জোফরার পুরনো চোট ফের মাথাচাড়া দেওয়ায় চিন্তায় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

তবে সাসেক্সের কোচ জানিয়েছেন, জোফরার কনুইয়ের চোট নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই ৷ তা সত্ত্বেও জোফরা আর্চার পুরোপুরি ফিট না হয়েই কেন মাঠে নেমেছিলেন কেন্টের বিরুদ্ধে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যার জবাবে সাসেক্সের কোচ জানান, তাঁরা কেন্টের বিরুদ্ধে ম্যাচটি যেকোনও রকমে জিততে চেয়েছিলেন ৷ এখন দেখার জোফার এই চোট তাঁকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে কতটা সমস্যায় ফেলে ৷

লন্ডন, 16 মে : নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের এক সপ্তাহ আগে ফের একবার কনুইয়ের চোটের সমস্যায় ইংল্যান্ড পেসার জোফরা আর্চার ৷ সাসেক্সের হয়ে কেন্টের বিরুদ্ধে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বোলিং করার সময় জোফরার কনুইয়ে সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছেন সাসেক্সের কোচ ইয়ান সালিসবারি ৷ ফলে ম্যাচে বল করতে পারেননি জোফরা ৷ তবে ঠিক কি অবস্থায় রয়েছে ইংল্যান্ড পেসারের কনুই, এই প্রশ্নের উত্তর দিতে চাননি সাসেক্স কোচ ৷ তিনি জানিয়েছেন, জোফরা আর্চারের চোট নিয়ে পরবর্তী কোনও তথ্য দেওয়ার কাজ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের ৷

প্রসঙ্গত, আগামী সপ্তাহে ইংল্যান্ডে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম ৷ যে সিরিজের পরেই ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ৷ এর পর ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন জো রুটরা ৷ এই দীর্ঘ টেস্ট মরসুমের আগে জোফরার পুরনো চোট ফের মাথাচাড়া দেওয়ায় চিন্তায় ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট ৷

আরও পড়ুন : নতুন তথ্য থাকলে স্যান্ড পেপার গেট নিয়ে ফের তদন্ত, জানাল ক্রিকেট অস্ট্রেলিয়া

তবে সাসেক্সের কোচ জানিয়েছেন, জোফরার কনুইয়ের চোট নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই ৷ তা সত্ত্বেও জোফরা আর্চার পুরোপুরি ফিট না হয়েই কেন মাঠে নেমেছিলেন কেন্টের বিরুদ্ধে, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ যার জবাবে সাসেক্সের কোচ জানান, তাঁরা কেন্টের বিরুদ্ধে ম্যাচটি যেকোনও রকমে জিততে চেয়েছিলেন ৷ এখন দেখার জোফার এই চোট তাঁকে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে কতটা সমস্যায় ফেলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.