ETV Bharat / sports

IND vs SL : কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের

একদিনের সিরিজে কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে 2-0 ব্যবধানে হারিয়ে সিরিজ জয় ভারতের ৷ জয়ের নেপথ্যে দীপক চাহার এবং সূর্যকুমার যাদব ৷ যোগ্য সঙ্গ দেন ভুবনেশ্বর কুমার ৷ ম্যাচের সেরা হন চাহার ৷

কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
কঠিন লড়াইয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ় জয় ভারতের
author img

By

Published : Jul 21, 2021, 7:26 AM IST

Updated : Jul 21, 2021, 7:38 AM IST

কলম্বো, 21 জুলাই : প্রথম একদিনের ম্যাচ সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কিছুটা ব্যাকফুটে ছিল ভারতীয় দল ৷ কিন্তু, শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন দীপক চাহার ৷ তিন ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত ৷ দীপক চাহার ও সূর্যকুমার যাদব জুটির দুর্দান্ত পারফরম্যান্স ৷ আর শেষে ভুবনেশ্বর কুমারের সঙ্গে চাহারের পার্টনারশিপে সিরিজ জয়ের খেতাব ছিনিয়ে নিল ভারত ৷ ম্যাচের সেরা হন চাহার ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ দুই ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং এম ভানুকা জুটি শুরুটা ভালই করেন ৷ জুটিতে তারা সংগ্রহ করে 77 রান ৷ 13তম ওভারের দ্বিতীয় বলে ভানুকাকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু দেন যুজবেন্দ্র চহ্বাল ৷ নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 275 রান সংগ্রহ করে লঙ্কাবাহিনী ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 65 রান করেন আসালাঙ্কা ৷ অভিস্কা ফার্নান্দো অর্ধশতরান করেন ৷ শুরুতে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ ৷ এরপর হাল ধরেন ক্রুনাল পাণ্ডিয়া ৷ পরে দলকে যোগ্য সঙ্গত দেয় সূর্যকুমার যাদব এবং দীপক চাহার ৷ 44 বল খেলে 53 রান করেন সূর্যকুমার যাদব ৷ 82 বল খেলে 69 রান করেন দীপক চাহার ৷ শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা 10 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন ৷

আরও পড়ুন: ম্যাচ ও সিরিজ় জিততে ধাওয়ানদের প্রয়োজন 276 রান

49.1 ওভারে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ একটা সময় 116 রানে 5 উইকেট হারিয়েছিল ভারত ৷ টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ম্যাচের হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৷ তারাই ম্যাচ জয়ের পথ প্রশস্ত করে দেন ৷ আগের ম্যাচে উইকেট পাননি ভুবনেশ্বর কুমার ৷ তবে, মঙ্গলবার বল হাতে সফল তিনিও ৷

কলম্বো, 21 জুলাই : প্রথম একদিনের ম্যাচ সহজে জিতলেও দ্বিতীয় ম্যাচে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে কিছুটা ব্যাকফুটে ছিল ভারতীয় দল ৷ কিন্তু, শেষ পর্যন্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন দীপক চাহার ৷ তিন ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজ জিতল ভারত ৷ দীপক চাহার ও সূর্যকুমার যাদব জুটির দুর্দান্ত পারফরম্যান্স ৷ আর শেষে ভুবনেশ্বর কুমারের সঙ্গে চাহারের পার্টনারশিপে সিরিজ জয়ের খেতাব ছিনিয়ে নিল ভারত ৷ ম্যাচের সেরা হন চাহার ৷

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ দুই ওপেনার অভিস্কা ফার্নান্দো এবং এম ভানুকা জুটি শুরুটা ভালই করেন ৷ জুটিতে তারা সংগ্রহ করে 77 রান ৷ 13তম ওভারের দ্বিতীয় বলে ভানুকাকে ফিরিয়ে ভারতকে ব্রেক থ্রু দেন যুজবেন্দ্র চহ্বাল ৷ নির্ধারিত 50 ওভারে 9 উইকেট হারিয়ে 275 রান সংগ্রহ করে লঙ্কাবাহিনী ৷ শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ 65 রান করেন আসালাঙ্কা ৷ অভিস্কা ফার্নান্দো অর্ধশতরান করেন ৷ শুরুতে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ ৷ এরপর হাল ধরেন ক্রুনাল পাণ্ডিয়া ৷ পরে দলকে যোগ্য সঙ্গত দেয় সূর্যকুমার যাদব এবং দীপক চাহার ৷ 44 বল খেলে 53 রান করেন সূর্যকুমার যাদব ৷ 82 বল খেলে 69 রান করেন দীপক চাহার ৷ শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা 10 ওভারে 37 রান দিয়ে 3টি উইকেট নেন ৷

আরও পড়ুন: ম্যাচ ও সিরিজ় জিততে ধাওয়ানদের প্রয়োজন 276 রান

49.1 ওভারে শ্রীলঙ্কাকে 3 উইকেটে হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ একটা সময় 116 রানে 5 উইকেট হারিয়েছিল ভারত ৷ টপ অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও ম্যাচের হাল ধরেন মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ৷ তারাই ম্যাচ জয়ের পথ প্রশস্ত করে দেন ৷ আগের ম্যাচে উইকেট পাননি ভুবনেশ্বর কুমার ৷ তবে, মঙ্গলবার বল হাতে সফল তিনিও ৷

Last Updated : Jul 21, 2021, 7:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.