ETV Bharat / sports

Sourav-Sachin Wish Team India : অন্যদের থেকে কোহলিরা কেন এগিয়ে, ব্যাখ্যা সৌরভের ; সচিন চান 3-1

চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে 157 রানে হারিয়ে সিরিজে 2-1 এগিয়ে গিয়েছে কোহলি ব্রিগেড ৷ এই জয়ের জন্য ভারতীয় দলকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিন তেণ্ডুলকর ৷

Sourav-Sachin Wishes Team India
চতুর্থ টেস্টে জয়ের জন্য ভারতীয় দলকে টুইটে শুভেচ্ছা সৌরভ-সচিনের
author img

By

Published : Sep 7, 2021, 9:21 AM IST

মুম্বই ও কলকাতা, 7 সেপ্টেম্বর : কেনিংটন ওভাল টেস্টে ইংল্যান্ডকে 157 রানে হারিয়ে সিরিজে 2-1 এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা ভেঙেছেন কপিল দেবের রেকর্ড ৷ এই জয়ের জন্য কোহলি ব্রিগেডকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাস্টার ব্লাস্টার্স সচিন তেণ্ডুলকর ৷ পাশাপাশি ভারতীয় দলের তরুণ ব্রিগেডের প্রতি আস্থাও রেখেছেন তাঁরা ৷

টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, "দারুণ শো ৷ দুটো দলের মধ্যে দক্ষতার পার্থক্য ৷ কিন্তু, সবচেয়ে বড় পার্থক্য হল চাপ সহ্য করার ক্ষমতা ৷ সেইজন্য ভারত বাকি দলগুলির থেকে অনেক এগিয়ে ৷" কপিল দেব 25টি টেস্ট খেলে 100টি উইকেট নিয়েছিলেন ৷ গতকাল 24টি টেস্ট খেলেই 100টি উইকেট নিজের ঝুলিতে পুরে নেন বুমরা ৷ তবে শুধু বুমরা নন, বল হাতে সফল ভারতীয় দলের অন্য বোলাররাও ৷

  • Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead then the rest @BCCI

    — Sourav Ganguly (@SGanguly99) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লিডসের মধুর প্রতিশোধ ওভালে, রুটদের হারিয়ে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগোল ভারত

অন্যদিকে ভারতীয় দলকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেণ্ডুলকরও ৷ তিনি লেখেন, "অসাধারণ প্রত্যাবর্তন ৷ প্রত্যেকবার পিছিয়ে পড়ার পর দারুণভাবে ফিরে এসেছে ছেলেরা ৷ ইংল্যান্ড পঞ্চমদিন শুরু করেছিল বিনা উইকেটে 77 রান নিয়ে ৷ সেখান থেকে কী দারুণ কর্তৃত্ব ৷ আরও পথ যেতে হবে ৷ এবার 3-1 করো ৷ "

  • What a comeback! 🇮🇳👏🏻

    The boys just kept bouncing back after every setback. What a way to stamp authority on the last day when England were 77/0. Way to go guys!

    Let’s make it 3-1. 😀#ENGvIND pic.twitter.com/tHjrtE5Bo8

    — Sachin Tendulkar (@sachin_rt) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চতুর্থদিনের শেষে 368 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কোনও উইকেট না হারিয়েই 77 রান সংগ্রহ করেছিল ব্রিটিশ ব্রিগেড ৷ তবে পঞ্চমদিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ে জো রুটের ছেলেরা ৷ ভারতীয় বোলিং আক্রমণের সামনে তেমন কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি ৷ কেউই তেমন খেলতে পারেননি বড় রানের ইনিংসও ৷

মুম্বই ও কলকাতা, 7 সেপ্টেম্বর : কেনিংটন ওভাল টেস্টে ইংল্যান্ডকে 157 রানে হারিয়ে সিরিজে 2-1 এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা ভেঙেছেন কপিল দেবের রেকর্ড ৷ এই জয়ের জন্য কোহলি ব্রিগেডকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন, বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং মাস্টার ব্লাস্টার্স সচিন তেণ্ডুলকর ৷ পাশাপাশি ভারতীয় দলের তরুণ ব্রিগেডের প্রতি আস্থাও রেখেছেন তাঁরা ৷

টুইটে সৌরভ গঙ্গোপাধ্যায় লিখেছেন, "দারুণ শো ৷ দুটো দলের মধ্যে দক্ষতার পার্থক্য ৷ কিন্তু, সবচেয়ে বড় পার্থক্য হল চাপ সহ্য করার ক্ষমতা ৷ সেইজন্য ভারত বাকি দলগুলির থেকে অনেক এগিয়ে ৷" কপিল দেব 25টি টেস্ট খেলে 100টি উইকেট নিয়েছিলেন ৷ গতকাল 24টি টেস্ট খেলেই 100টি উইকেট নিজের ঝুলিতে পুরে নেন বুমরা ৷ তবে শুধু বুমরা নন, বল হাতে সফল ভারতীয় দলের অন্য বোলাররাও ৷

  • Great show ..The skill is the difference but the biggest difference is the absorbing power of pressure..indian cricket is far ahead then the rest @BCCI

    — Sourav Ganguly (@SGanguly99) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লিডসের মধুর প্রতিশোধ ওভালে, রুটদের হারিয়ে সিরিজ়ে 2-1 ব্যবধানে এগোল ভারত

অন্যদিকে ভারতীয় দলকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটের ভগবান সচিন তেণ্ডুলকরও ৷ তিনি লেখেন, "অসাধারণ প্রত্যাবর্তন ৷ প্রত্যেকবার পিছিয়ে পড়ার পর দারুণভাবে ফিরে এসেছে ছেলেরা ৷ ইংল্যান্ড পঞ্চমদিন শুরু করেছিল বিনা উইকেটে 77 রান নিয়ে ৷ সেখান থেকে কী দারুণ কর্তৃত্ব ৷ আরও পথ যেতে হবে ৷ এবার 3-1 করো ৷ "

  • What a comeback! 🇮🇳👏🏻

    The boys just kept bouncing back after every setback. What a way to stamp authority on the last day when England were 77/0. Way to go guys!

    Let’s make it 3-1. 😀#ENGvIND pic.twitter.com/tHjrtE5Bo8

    — Sachin Tendulkar (@sachin_rt) September 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চতুর্থদিনের শেষে 368 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে কোনও উইকেট না হারিয়েই 77 রান সংগ্রহ করেছিল ব্রিটিশ ব্রিগেড ৷ তবে পঞ্চমদিনের শুরুতেই মুখ থুবড়ে পড়ে জো রুটের ছেলেরা ৷ ভারতীয় বোলিং আক্রমণের সামনে তেমন কেউই মাথা তুলে দাঁড়াতে পারেনি ৷ কেউই তেমন খেলতে পারেননি বড় রানের ইনিংসও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.