ETV Bharat / sports

শুভমন গিলের চোট, শিকে ছিঁড়তে চলেছে বাংলার ঈশ্বরণের ?

শুভমন কাফ মাসল অথবা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে ৷

author img

By

Published : Jun 30, 2021, 11:03 PM IST

England series
England series

মুম্বই, 30 জুন : চোট পেলেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল ৷ যদিও তিনি কোথায় চোট পেয়েছেন তা স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে চোট যে গুরুতর তা বোঝা যাচ্ছে ৷ কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নাও খেলতে পারেন পঞ্জাবের ব্যাটসম্যান ৷ আর এই সুযোগে ভারতীয় দলের মূল স্কোয়াডে ঢুকে পড়ার জোর সম্ভাবনা রয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণের ৷

শুভমন কাফ মাসল অথবা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে ৷ 4 অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ৷ তার আগে গিলের অস্ত্রোপচারও হতে পারে ৷ তবে কোনও কিছুই এই মুহূর্তে স্পষ্ট নয় ৷ এই বিষয়ে সংবাদ সংস্থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক বলেছেন, "পুরো সিরিজ় থেকে শুভমনের ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ একমাস হাতে থাকলেও সেরে ওঠা সম্ভব নয় ৷ কারণ আমরা জানতে পেরেছি চোট খুব গুরুতর ৷"

আরও পড়ুন : খেলরত্নের জন্য মিতালি ও অশ্বিনের নাম পাঠাবে বিসিসিআই

তবে আপাতত ইংল্যান্ডেই থাকবেন গিল ৷ ফিজিও নীতিন প্যাটেল এবং সোহম দেশাই তাঁর চোট পর্যবেক্ষণে রাখবেন ৷ এমনিতে বিকল্প ওপেনার হিসেবে স্কোয়াডে ময়ঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল রয়েছেন ৷ গিল ছিটকে গেলে এদের মধ্যে একজন রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ৷ সেক্ষেত্রে স্ট্যান্ডবাই তালিকা থেকে মূল স্কোয়াডে ঢুকে পড়তে পারেন ঈশ্বরণ ৷

মুম্বই, 30 জুন : চোট পেলেন ভারতীয় দলের ওপেনার শুভমন গিল ৷ যদিও তিনি কোথায় চোট পেয়েছেন তা স্পষ্টভাবে জানা যায়নি ৷ তবে চোট যে গুরুতর তা বোঝা যাচ্ছে ৷ কারণ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে নাও খেলতে পারেন পঞ্জাবের ব্যাটসম্যান ৷ আর এই সুযোগে ভারতীয় দলের মূল স্কোয়াডে ঢুকে পড়ার জোর সম্ভাবনা রয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণের ৷

শুভমন কাফ মাসল অথবা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে অনুমান করা হচ্ছে ৷ সেরে উঠতে বেশ কিছুটা সময় লাগবে ৷ 4 অগাস্ট থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ় ৷ তার আগে গিলের অস্ত্রোপচারও হতে পারে ৷ তবে কোনও কিছুই এই মুহূর্তে স্পষ্ট নয় ৷ এই বিষয়ে সংবাদ সংস্থাকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক আধিকারিক বলেছেন, "পুরো সিরিজ় থেকে শুভমনের ছিটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে ৷ একমাস হাতে থাকলেও সেরে ওঠা সম্ভব নয় ৷ কারণ আমরা জানতে পেরেছি চোট খুব গুরুতর ৷"

আরও পড়ুন : খেলরত্নের জন্য মিতালি ও অশ্বিনের নাম পাঠাবে বিসিসিআই

তবে আপাতত ইংল্যান্ডেই থাকবেন গিল ৷ ফিজিও নীতিন প্যাটেল এবং সোহম দেশাই তাঁর চোট পর্যবেক্ষণে রাখবেন ৷ এমনিতে বিকল্প ওপেনার হিসেবে স্কোয়াডে ময়ঙ্ক আগরওয়াল এবং লোকেশ রাহুল রয়েছেন ৷ গিল ছিটকে গেলে এদের মধ্যে একজন রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নামবেন ৷ সেক্ষেত্রে স্ট্যান্ডবাই তালিকা থেকে মূল স্কোয়াডে ঢুকে পড়তে পারেন ঈশ্বরণ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.