হায়দরাবাদ, 3 অক্টোবর: বৃষ্টি বিঘ্নিত এশিয়া কাপের শেষটা দেখে অনেকেই বলেছিলেন 'মধুরেণ সমাপয়েৎ' ৷ কিন্তু বিরাটদের জন্য় বিশ্বকাপের প্রস্তুতিটাও যেমন এমনই ভেস্তে যাবে ইন্দ্রদেবের খামখেয়ালিতে তা কি কেউ জানত? কিন্তু বাস্তবে পরিস্থিতি দাঁড়াল তেমনটাই গা ঘামানোর জন্য় মাঠে নামার সুযোগই পেলেন না রোহিত শর্মা বা বিরাট কোহলিরা ৷ এর আগে গুয়াহাটিতে ব্রিটিশ লাইন-আপের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল রোহিতদের ৷ বৃষ্টির জেরে টস করতেও মাঠে নামতে পারেননি দু'পক্ষের অধিনায়করা ৷ এবার তিরুঅনন্তপুরমে এসেও ভাগ্য বদলাল না ৷ ফের ভেস্তে গেল ভারতের প্রস্তুতি ম্যাচ ৷ ডাচদের বিরুদ্ধেও বৃষ্টির জেরে বাতিল করে দিতে হল ম্যাচ ৷
যার জেরে কোনও রকম প্রস্তুতি ম্যাচ ছাড়াই মাঠে নামতে হবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের ৷ বলাই বাহুল্য বিপক্ষে যে দলই থাকুক না কেন অনুশীলনের জন্য় ম্যাচের কোনও বিকল্প নেই ৷ তাই ওয়ার্ম আপ ম্যাচগুলি বেশ গুরুত্বপূর্ণ ছিল ভারতের জন্য় ৷ যদিও এর আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরোয়া সিরিজে বেশ ভালো পারফরম্যান্স উপহার দিয়েছে মেন ইন ব্লু ৷ কে এল রাহুলকে নিয়ে যে আশঙ্কা ছিল তাও অনেকখানি কমেছে ৷
তবু রাহুল দ্রাবিড়ের ছেলেরা নিশ্চয়ই চাইতেন প্রথম ম্যাচে অজিদের বিরুদ্ধে নামার আগে কিছুটা গা ঘামিয়ে নিতে ৷ কিন্তু বাধ সাধল প্রকৃতি ৷ তাই গুয়াহাটি থেকে প্রায় 3 হাজার কিমি দূরে গিয়েও পিছু ছাড়ল না বৃষ্টি ৷ যার জেরে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সিলেবাস ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল না রোহিত বাহিনি ৷ 'স্টেজে মেক-আপ' কথাটা সাধারণত যুক্ত থিয়েটারের সঙ্গে ৷ তবে এক্ষেত্রে কথাটা খাটে 'মেন ইন ব্লু'র সঙ্গেও ৷ কারণ তাঁদেরও সমস্ত খামতি 'মেক-আপ' করতে হবে স্টেজেই ৷
-
UPDATE: The warm-up match between India & Netherlands is abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 https://t.co/rbLo0WHrVJ pic.twitter.com/0y4Ey1Dvye
— BCCI (@BCCI) October 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">UPDATE: The warm-up match between India & Netherlands is abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 https://t.co/rbLo0WHrVJ pic.twitter.com/0y4Ey1Dvye
— BCCI (@BCCI) October 3, 2023UPDATE: The warm-up match between India & Netherlands is abandoned due to persistent rain. #TeamIndia | #CWC23 https://t.co/rbLo0WHrVJ pic.twitter.com/0y4Ey1Dvye
— BCCI (@BCCI) October 3, 2023
আরও পড়ুন: রাহুল নয়, নিয়মিত উইকেটরক্ষক ঈশানেই ভরসা মোঙ্গিয়ার; জানালেন ইটিভি ভারতকে
কতখানি ঠিকঠাকভাবে স্টেজে পারফর্ম করতে পারবে ভারতীয় দল তা জানা যাবে 8 অক্টোবর এলে ৷ কারণ সেদিনই ডেভিড ওয়ার্নারদের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া ৷ যদিও ভারতীয় দল নিয়ে বেশ আশাবাদী প্রাক্তন ক্রিকেটার থেকে বিশ্লেষক সকলেই ৷ তবে কাপ জয়ের এক যুগের খরা দেশের মাটিতে কাটবে কি না, তা বলে দেবে সময়ই ৷