- শেষ হল 2022 আইপিএলের মেগা নিলাম ৷ 551.7 কোটিতে দু'দিন ধরে বিকোলেন দুই শতাধিক ক্রিকেটার ৷
IPL Auction 2022 : আইপিএলে প্রত্যাবর্তনে নাইট সংসারে হেলস, অবিক্রিতই থাকলেন 'মিস্টার আইপিএল'
21:34 February 13
গার্ডেন সিটি বেঙ্গালুরুর অভিজাত হোটেলে দু'দিন ব্যাপী 2022 আইপিএলের মেগা নিলাম শেষ হল ৷ 67 জন বিদেশি-সহ 204 জন ক্রিকেটারকে দলে নিল 10টি ফ্র্যাঞ্চাইজি ৷ শেষবেলায় রইল বেশ কিছু চমক ৷ চেন্নাই, কলকাতা, মুম্বই এবং পঞ্জাব সর্বাধিক 25 জন ক্রিকেটারের কোটা পূরণ করতে সক্ষম হয়েছে ৷
21:02 February 13
- জিমি নিশম, কুল্টার-নাইল এবং ভ্যান ডার ডুসেনকে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়াল রয়্যালসরা ৷
21:00 February 13
- গতকালের দুই অবিক্রিত ক্রিকেটার মহম্মদ নবি (1 কোটি) এবং উমেশ যাদবকে (2 কোটি) তুলে নিল কেকেআর ৷
20:41 February 13
- 30 লক্ষ টাকায় সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে আবারও দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷
20:39 February 13
-
How heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkC
">How heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkCHow heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkC
- মঞ্চে ফিরলেন হিউ এডমিডেস ৷ নিলামের শেষ পর্ব সঞ্চালনা করবেন তিনি ৷
20:01 February 13
- দিল্লি ক্যাপিটালসে টিম সেইফার্ট ৷ ধ্রুব জুরেলকে নিল রাজস্থান ৷
20:01 February 13
- রয়্যালসের সংসারে করুণ নায়ার ৷ দাম পেলেন 1.4 কোটি ৷
19:49 February 13
- 2 কোটিতে স্যাম বিলিংসের পর দেড় কোটিতে অ্যালেক্স হেলসকে দলে নিল নাইটরা ৷
19:32 February 13
- নিলামের দ্বিতীয়দিন 1.9 কোটি টাকায় ঋদ্ধিমান সাহাকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷ তবে সুরেশ রায়না, শাকিবরা অবিক্রিতই রইলেন ৷
18:47 February 13
- সিংহলী পেসার চামিকা করুণারত্নে এলেন কলকাতায় ৷ অভিজিৎ তোমার, প্রথম সিংকেও দলে নিল নাইট শিবির ৷
18:44 February 13
- বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায়কে 20 লাখে দলে নিল পঞ্জাব কিংস ৷
17:56 February 13
- অজি পেসার রিলে মেরেডিথকে নিয়ে বোলিং বিভাগে শক্তি বাড়াল মুম্বই ৷ বেস প্রাইস 1 কোটিতেই বিকোলেন মেরেডিথ ৷ প্রথমদিন কার্যত নিশ্চুপ থাকলেও নিলামের দ্বিতীয়দিন বেড়ে খেলছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷
17:55 February 13
- 2 কোটি 40 লক্ষে নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে আলজারি জোসেফ ৷
17:54 February 13
- অবিক্রিত বেন কাটিং ৷ 2 কোটি 40 লক্ষ টাকায় শেন অ্যাবটকে কিনে নিল হায়দরাবাদ ৷
17:15 February 13
- সিঙ্গাপুরজাত অজি পিঞ্চ হিটার টিম ডেভিড সওয়া 8 কোটিতে এলেন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই শিবিরে ৷ কোনও বিদেশি ক্রিকেটারের পিছনে নিলামে এটাই সবচেয়ে বেশি খরচ তাদের ৷
17:12 February 13
- স্যান্টনার, কনওয়ের পর কিউয়ি পেসার অ্যাডাম মিলনেও চেন্নাই সংসারে ৷
16:51 February 13
- আর্চারের পর দেড় কোটিতে আরেক ইংরেজ পেসার টাইমাল মিলসকে দলে নিল মুম্বই ৷
16:49 February 13
- 1কোটি 90 লক্ষে চেন্নাইয়ে কিউয়ি বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ৷
16:46 February 13
- ইংরেজ স্পিডস্টার জোফ্রা আর্চারকে 8 কোটি টাকায় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকেও দলে নিল মুম্বই ৷
16:44 February 13
- কিউয়ি তারকা ব্যাটার ডেভন কনওয়েকে 1 কোটি টাকায় দলে নিল সিএসকে ৷
15:40 February 13
- 2 কোটিতে পঞ্জাবে এলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের নায়ক রাজ অঙ্গদ বাওয়া ৷ 30 লক্ষে সুুপার কিংসে রাজবর্ধন ৷
15:30 February 13
- 2018 জুনিয়র বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহক অনুকূল রায়কে দলে নিল নাইটরা ৷ 20 লক্ষ টাকায় নাইট শিবিরে এলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার ৷
15:17 February 13
- অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুলও খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে ৷ 50 লক্ষ টাকায় বিক্রি হলেন উদীয়মান তারকা ৷
15:11 February 13
- মধ্যাহ্নভোজের বিরতির পর আবার শুরু হল নিলাম ৷ 65 লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজিতেই রয়ে গেলেন স্পিনিং অলরাউন্ডার ললিত যাদব ৷
14:50 February 13
- 55 লক্ষ টাকায় রিঙ্কু সিং আবার নাইট শিবিরে ৷
14:11 February 13
- দল পেলেন না পীযূষ চাওলা ৷ অবিক্রিত ইশ সোধি, কর্ণ শর্মারাও ৷
13:59 February 13
- 2.60 কোটিতে রাজস্থানে গেলেন নভদীপ সাইনি ৷ 50 লক্ষে সন্দীপ শর্মা ফিরলেন পঞ্জাবে ৷
13:59 February 13
- দল পেলেন না শেল্ডন কটরেল ৷
13:57 February 13
- 4.20 কোটিতে চেতন সাকারিয়াকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস ৷ 1.30 কোটিতে জয়দেব উনাদকাটকে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷
13:57 February 13
- দল পেলেন না লুঙ্গি এনগিডি ৷
13:35 February 13
- 5.25 কোটি টাকায় দিল্লিতে গেলেন খলিল আহমেদ ৷ 2 কোটিতে লখনউতে গেলেন দুষ্মন্ত চামিরা ৷
13:28 February 13
- অবিক্রিত রইলেন ইশান্ত শর্মা ৷ ভারতীয় জোরে বোলারের বেস প্রাইস ছিল 1.50 কোটি টাকা ৷
13:09 February 13
- 4.20 কোটি টাকায় প্রোটিয়া পেসার মার্কো জানসেনকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 4 কোটি টাকায় সিএসকে-তে গেলেন শিবম দুবে ৷
12:48 February 13
- দল পেলেন না ক্রিস জর্ডন ৷ 6 কোটি টাকায় ওডিয়ান স্মিথকে তুলে নিল পঞ্জাব কিংস ৷
12:41 February 13
- দল পেলেন না জিমি নিশাম ৷ ডমিনিক ড্রেকস, জয়ন্ত যাদব, বিজয় শঙ্করকে তুলে নিল গুজরাত টাইটানস ৷
12:35 February 13
- কাল নিলাম চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্চালক হিউ এডমিডেস ৷ তাঁর বদলে সঞ্চালনা করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চারু শর্মা ৷ ভিডিও বার্তায় বছর চৌষট্টির ব্রিটিশ সঞ্চালক জানালেন, তিনি সুস্থই রয়েছেন ৷ নিজের একশো শতাংশ দিতে পারবেন না বলে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷
12:35 February 13
- 11.5 কোটি টাকায় লিভিংস্টোনকে তুলে নিল পঞ্জাব কিংস ৷
12:31 February 13
- লড়াই চলছে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৷ ইংলিশ ব্যাটারের বেস প্রাইস ছিল 1 কোটি টাকা ৷ ইতিমধ্যেই 10 কোটি পেরিয়ে গিয়েছে তাঁর দর ৷
12:22 February 13
- দল পেলেন না পূজারা ৷ ভারতীয় ব্যাটারের বেস প্রাইস ছিল 50 লক্ষ টাকা ৷
12:19 February 13
- দল পেলেন না দাউদ মালান, ইয়ন মর্গ্যান ৷ গতবার নাইট রাইডার্সকে ফাইনালে তুললেও বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে আগ্রহ দেখাল না কোনও দল ৷ অবিক্রিত সৌরভ তিওয়ারি, অ্যারন ফিঞ্চও ৷
12:13 February 13
- কলকাতা নাইট রাইডার্সে এবার অজিঙ্ক রাহানে ৷ 1 কোটি টাকা বেস প্রাইসে নাইট সংসারে মুম্বইকর ৷
12:12 February 13
- 2.6 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে এইডেন মার্করাম ৷
12:06 February 13
- প্রথমদিন 97 জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল ৷ দল পেয়েছেন 73 জন ৷ আজ দ্বিতীয় দিনে আর কাদের ভাগ্যে শিঁকে ছেড়ে দেখা যাক ৷
10:19 February 13
- সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে । পকেট খালি লখনউ-এর । দ্বিতীয় দিনের নিলামে নামল দশটি দল ৷
21:34 February 13
গার্ডেন সিটি বেঙ্গালুরুর অভিজাত হোটেলে দু'দিন ব্যাপী 2022 আইপিএলের মেগা নিলাম শেষ হল ৷ 67 জন বিদেশি-সহ 204 জন ক্রিকেটারকে দলে নিল 10টি ফ্র্যাঞ্চাইজি ৷ শেষবেলায় রইল বেশ কিছু চমক ৷ চেন্নাই, কলকাতা, মুম্বই এবং পঞ্জাব সর্বাধিক 25 জন ক্রিকেটারের কোটা পূরণ করতে সক্ষম হয়েছে ৷
- শেষ হল 2022 আইপিএলের মেগা নিলাম ৷ 551.7 কোটিতে দু'দিন ধরে বিকোলেন দুই শতাধিক ক্রিকেটার ৷
21:02 February 13
- জিমি নিশম, কুল্টার-নাইল এবং ভ্যান ডার ডুসেনকে নিয়ে স্কোয়াডের শক্তি বাড়াল রয়্যালসরা ৷
21:00 February 13
- গতকালের দুই অবিক্রিত ক্রিকেটার মহম্মদ নবি (1 কোটি) এবং উমেশ যাদবকে (2 কোটি) তুলে নিল কেকেআর ৷
20:41 February 13
- 30 লক্ষ টাকায় সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকরকে আবারও দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷
20:39 February 13
-
How heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkC
">How heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkCHow heartening it is to see Mr. Hugh Edmeade - the IPL Auctioneer - back on the podium! 😊 👏
— IndianPremierLeague (@IPL) February 13, 2022
A round of applause for Mr. Charu Sharma, who took over the Auction proceedings in the absence of Mr. Hugh Edmeade. 👏 👏#TATAIPLAuction @TataCompanies pic.twitter.com/w2Xj10upkC
- মঞ্চে ফিরলেন হিউ এডমিডেস ৷ নিলামের শেষ পর্ব সঞ্চালনা করবেন তিনি ৷
20:01 February 13
- দিল্লি ক্যাপিটালসে টিম সেইফার্ট ৷ ধ্রুব জুরেলকে নিল রাজস্থান ৷
20:01 February 13
- রয়্যালসের সংসারে করুণ নায়ার ৷ দাম পেলেন 1.4 কোটি ৷
19:49 February 13
- 2 কোটিতে স্যাম বিলিংসের পর দেড় কোটিতে অ্যালেক্স হেলসকে দলে নিল নাইটরা ৷
19:32 February 13
- নিলামের দ্বিতীয়দিন 1.9 কোটি টাকায় ঋদ্ধিমান সাহাকে কিনে নিল গুজরাত টাইটান্স ৷ তবে সুরেশ রায়না, শাকিবরা অবিক্রিতই রইলেন ৷
18:47 February 13
- সিংহলী পেসার চামিকা করুণারত্নে এলেন কলকাতায় ৷ অভিজিৎ তোমার, প্রথম সিংকেও দলে নিল নাইট শিবির ৷
18:44 February 13
- বাংলার ঋত্বিক চট্টোপাধ্যায়কে 20 লাখে দলে নিল পঞ্জাব কিংস ৷
17:56 February 13
- অজি পেসার রিলে মেরেডিথকে নিয়ে বোলিং বিভাগে শক্তি বাড়াল মুম্বই ৷ বেস প্রাইস 1 কোটিতেই বিকোলেন মেরেডিথ ৷ প্রথমদিন কার্যত নিশ্চুপ থাকলেও নিলামের দ্বিতীয়দিন বেড়ে খেলছে পাঁচবারের চ্যাম্পিয়নরা ৷
17:55 February 13
- 2 কোটি 40 লক্ষে নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাত টাইটান্সে আলজারি জোসেফ ৷
17:54 February 13
- অবিক্রিত বেন কাটিং ৷ 2 কোটি 40 লক্ষ টাকায় শেন অ্যাবটকে কিনে নিল হায়দরাবাদ ৷
17:15 February 13
- সিঙ্গাপুরজাত অজি পিঞ্চ হিটার টিম ডেভিড সওয়া 8 কোটিতে এলেন পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই শিবিরে ৷ কোনও বিদেশি ক্রিকেটারের পিছনে নিলামে এটাই সবচেয়ে বেশি খরচ তাদের ৷
17:12 February 13
- স্যান্টনার, কনওয়ের পর কিউয়ি পেসার অ্যাডাম মিলনেও চেন্নাই সংসারে ৷
16:51 February 13
- আর্চারের পর দেড় কোটিতে আরেক ইংরেজ পেসার টাইমাল মিলসকে দলে নিল মুম্বই ৷
16:49 February 13
- 1কোটি 90 লক্ষে চেন্নাইয়ে কিউয়ি বাঁ-হাতি স্পিনার মিচেল স্যান্টনার ৷
16:46 February 13
- ইংরেজ স্পিডস্টার জোফ্রা আর্চারকে 8 কোটি টাকায় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ অজি অলরাউন্ডার ড্যানিয়েল স্যামসকেও দলে নিল মুম্বই ৷
16:44 February 13
- কিউয়ি তারকা ব্যাটার ডেভন কনওয়েকে 1 কোটি টাকায় দলে নিল সিএসকে ৷
15:40 February 13
- 2 কোটিতে পঞ্জাবে এলেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ ফাইনালের নায়ক রাজ অঙ্গদ বাওয়া ৷ 30 লক্ষে সুুপার কিংসে রাজবর্ধন ৷
15:30 February 13
- 2018 জুনিয়র বিশ্বকাপের সর্বাধিক উইকেট সংগ্রাহক অনুকূল রায়কে দলে নিল নাইটরা ৷ 20 লক্ষ টাকায় নাইট শিবিরে এলেন ঝাড়খণ্ডের ক্রিকেটার ৷
15:17 February 13
- অনূর্ধ্ব-19 বিশ্বকাপজয়ী অধিনায়ক যশ ধুলও খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে ৷ 50 লক্ষ টাকায় বিক্রি হলেন উদীয়মান তারকা ৷
15:11 February 13
- মধ্যাহ্নভোজের বিরতির পর আবার শুরু হল নিলাম ৷ 65 লক্ষ টাকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজিতেই রয়ে গেলেন স্পিনিং অলরাউন্ডার ললিত যাদব ৷
14:50 February 13
- 55 লক্ষ টাকায় রিঙ্কু সিং আবার নাইট শিবিরে ৷
14:11 February 13
- দল পেলেন না পীযূষ চাওলা ৷ অবিক্রিত ইশ সোধি, কর্ণ শর্মারাও ৷
13:59 February 13
- 2.60 কোটিতে রাজস্থানে গেলেন নভদীপ সাইনি ৷ 50 লক্ষে সন্দীপ শর্মা ফিরলেন পঞ্জাবে ৷
13:59 February 13
- দল পেলেন না শেল্ডন কটরেল ৷
13:57 February 13
- 4.20 কোটিতে চেতন সাকারিয়াকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস ৷ 1.30 কোটিতে জয়দেব উনাদকাটকে নিল মুম্বই ইন্ডিয়ান্স ৷
13:57 February 13
- দল পেলেন না লুঙ্গি এনগিডি ৷
13:35 February 13
- 5.25 কোটি টাকায় দিল্লিতে গেলেন খলিল আহমেদ ৷ 2 কোটিতে লখনউতে গেলেন দুষ্মন্ত চামিরা ৷
13:28 February 13
- অবিক্রিত রইলেন ইশান্ত শর্মা ৷ ভারতীয় জোরে বোলারের বেস প্রাইস ছিল 1.50 কোটি টাকা ৷
13:09 February 13
- 4.20 কোটি টাকায় প্রোটিয়া পেসার মার্কো জানসেনকে তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ 4 কোটি টাকায় সিএসকে-তে গেলেন শিবম দুবে ৷
12:48 February 13
- দল পেলেন না ক্রিস জর্ডন ৷ 6 কোটি টাকায় ওডিয়ান স্মিথকে তুলে নিল পঞ্জাব কিংস ৷
12:41 February 13
- দল পেলেন না জিমি নিশাম ৷ ডমিনিক ড্রেকস, জয়ন্ত যাদব, বিজয় শঙ্করকে তুলে নিল গুজরাত টাইটানস ৷
12:35 February 13
- কাল নিলাম চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন সঞ্চালক হিউ এডমিডেস ৷ তাঁর বদলে সঞ্চালনা করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার চারু শর্মা ৷ ভিডিও বার্তায় বছর চৌষট্টির ব্রিটিশ সঞ্চালক জানালেন, তিনি সুস্থই রয়েছেন ৷ নিজের একশো শতাংশ দিতে পারবেন না বলে নিজেকে সরিয়ে নিয়েছেন ৷
12:35 February 13
- 11.5 কোটি টাকায় লিভিংস্টোনকে তুলে নিল পঞ্জাব কিংস ৷
12:31 February 13
- লড়াই চলছে লিয়াম লিভিংস্টোনকে নিয়ে ৷ ইংলিশ ব্যাটারের বেস প্রাইস ছিল 1 কোটি টাকা ৷ ইতিমধ্যেই 10 কোটি পেরিয়ে গিয়েছে তাঁর দর ৷
12:22 February 13
- দল পেলেন না পূজারা ৷ ভারতীয় ব্যাটারের বেস প্রাইস ছিল 50 লক্ষ টাকা ৷
12:19 February 13
- দল পেলেন না দাউদ মালান, ইয়ন মর্গ্যান ৷ গতবার নাইট রাইডার্সকে ফাইনালে তুললেও বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিয়ে আগ্রহ দেখাল না কোনও দল ৷ অবিক্রিত সৌরভ তিওয়ারি, অ্যারন ফিঞ্চও ৷
12:13 February 13
- কলকাতা নাইট রাইডার্সে এবার অজিঙ্ক রাহানে ৷ 1 কোটি টাকা বেস প্রাইসে নাইট সংসারে মুম্বইকর ৷
12:12 February 13
- 2.6 কোটি টাকায় সানরাইজার্স হায়দরাবাদে এইডেন মার্করাম ৷
12:06 February 13
- প্রথমদিন 97 জন ক্রিকেটারকে নিলামে তোলা হয়েছিল ৷ দল পেয়েছেন 73 জন ৷ আজ দ্বিতীয় দিনে আর কাদের ভাগ্যে শিঁকে ছেড়ে দেখা যাক ৷
10:19 February 13
- সব থেকে বেশি টাকা রয়েছে পঞ্জাব কিংসের হাতে । পকেট খালি লখনউ-এর । দ্বিতীয় দিনের নিলামে নামল দশটি দল ৷