ETV Bharat / sports

IND vs PAK মেগা ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত রোহিতের - India win the toss and elect to bowl first

এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল ভারত (India win the toss and elect to bowl first) ৷ ঋষভ পন্তকে পিছনে ফেলে স্নায়ুর ম্যাচে অভিজ্ঞ দীনেশ কার্তিককে একাদশে রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷

Etv Bharat
টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত রোহিতের
author img

By

Published : Aug 28, 2022, 7:09 PM IST

Updated : Aug 28, 2022, 7:35 PM IST

দুবাই, 28 অগস্ট: এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল ভারত (India win the toss and elect to bowl first) ৷ ঋষভ পন্তকে (Rishabh Pant) পিছনে ফেলে স্নায়ুর ম্যাচে অভিজ্ঞ দীনেশ কার্তিককে (Dinesh Karthik) একাদশে রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷ গত অক্টোবরে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারের দগদগে স্মৃতি এখনও ভোলেননি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে ৷ যদিও গতকাল সাংবাদিক সম্মেলনে টি-20 বিশ্বকাপের ফলাফলের প্রসঙ্গ উঠলে ফুৎকারে তা উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন বদলাই লক্ষ্য তাঁদের ৷ আর সেই লক্ষ্যে এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেচ স্টেডিয়ামে টসভাগ্য সঙ্গ দিল তাঁকে ৷

একাদশ ঘোষণাতেও খানিক চমকে দিল 'মেন ইন ব্লু' ৷ দলের পয়লা নম্বর উইকেটরক্ষক ঋষভ পন্তকে বসিয়ে হাইভোল্টেজ ম্যাচে অভিজ্ঞ দীনেশ কার্তিকের উপর উইকেটরক্ষার দায়িত্ব দিল টিম ম্য়ানেজমেন্ট ৷ পিঠের চোটে কাবু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অবর্তমানে দলের পেস বোলিং বিভাগের দায়িত্বে অবশ্যই অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ৷ সঙ্গে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফকহর জামান সমৃদ্ধ পাক ব্যাটিং লাইন-আপকে ভাঙার কাজ করবেন তরুণ আবেশ খান এবং আরশদীপ সিং ৷ দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহাল ৷

আরও পড়ুন: যুযুধান দুই দেশের সমর্থক, সোশাল মিডিয়ায় হাসির রোল তুলল জাফরের পোস্ট

ব্যাটিং লাইন-আপে রোহিত শর্মা সঙ্গে ওপেনে কেএল রাহুল ৷ পরবর্তীতে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ারা থাকছেন দলের ব্যাটন ধরার জন্য ৷ পেস বিভাগে প্রধান ভরসা শাহিন শাহ আফ্রিদি না-থাকলেও ভারতকে টেক্কা দিতে বাবর আজম নেতৃত্বাধীন পাক দলও ৷ এশিয়া কাপে গত আটবারের সাক্ষাতে আটবারই ভারতের কাছে হারতে হয়েছে তাঁদের ৷ তাই বদলার লক্ষ্যে মরিয়া পাকিস্তানও ৷ সবমিলিয়ে এক উত্তেজক ম্যাচের সাক্ষী থাকার অপেক্ষায় প্রহর গুনছে তামাম ক্রিকেট অনুরাগীরা ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), রাহুল, কোহলি, সূর্যকুমার, কার্তিক, পান্ডিয়া, জাদেজা, ভুবনেশ্বর, আবেশ, যুজবেন্দ্র, আরশদীপ ৷

দুবাই, 28 অগস্ট: এশিয়া কাপের প্রথম ম্যাচে টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিল ভারত (India win the toss and elect to bowl first) ৷ ঋষভ পন্তকে (Rishabh Pant) পিছনে ফেলে স্নায়ুর ম্যাচে অভিজ্ঞ দীনেশ কার্তিককে (Dinesh Karthik) একাদশে রাখল ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ৷ গত অক্টোবরে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের কাছে 10 উইকেটে হারের দগদগে স্মৃতি এখনও ভোলেননি ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে ৷ যদিও গতকাল সাংবাদিক সম্মেলনে টি-20 বিশ্বকাপের ফলাফলের প্রসঙ্গ উঠলে ফুৎকারে তা উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও হাবেভাবে বুঝিয়ে দিয়েছেন বদলাই লক্ষ্য তাঁদের ৷ আর সেই লক্ষ্যে এদিন দুবাই আন্তর্জাতিক ক্রিকেচ স্টেডিয়ামে টসভাগ্য সঙ্গ দিল তাঁকে ৷

একাদশ ঘোষণাতেও খানিক চমকে দিল 'মেন ইন ব্লু' ৷ দলের পয়লা নম্বর উইকেটরক্ষক ঋষভ পন্তকে বসিয়ে হাইভোল্টেজ ম্যাচে অভিজ্ঞ দীনেশ কার্তিকের উপর উইকেটরক্ষার দায়িত্ব দিল টিম ম্য়ানেজমেন্ট ৷ পিঠের চোটে কাবু জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) অবর্তমানে দলের পেস বোলিং বিভাগের দায়িত্বে অবশ্যই অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ৷ সঙ্গে বাবর আজম, মহম্মদ রিজওয়ান, ফকহর জামান সমৃদ্ধ পাক ব্যাটিং লাইন-আপকে ভাঙার কাজ করবেন তরুণ আবেশ খান এবং আরশদীপ সিং ৷ দুই স্পিনার রবীন্দ্র জাদেজা এবং যুজবেন্দ্র চাহাল ৷

আরও পড়ুন: যুযুধান দুই দেশের সমর্থক, সোশাল মিডিয়ায় হাসির রোল তুলল জাফরের পোস্ট

ব্যাটিং লাইন-আপে রোহিত শর্মা সঙ্গে ওপেনে কেএল রাহুল ৷ পরবর্তীতে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়ারা থাকছেন দলের ব্যাটন ধরার জন্য ৷ পেস বিভাগে প্রধান ভরসা শাহিন শাহ আফ্রিদি না-থাকলেও ভারতকে টেক্কা দিতে বাবর আজম নেতৃত্বাধীন পাক দলও ৷ এশিয়া কাপে গত আটবারের সাক্ষাতে আটবারই ভারতের কাছে হারতে হয়েছে তাঁদের ৷ তাই বদলার লক্ষ্যে মরিয়া পাকিস্তানও ৷ সবমিলিয়ে এক উত্তেজক ম্যাচের সাক্ষী থাকার অপেক্ষায় প্রহর গুনছে তামাম ক্রিকেট অনুরাগীরা ৷

একনজরে ভারতীয় একাদশ: রোহিত (অধিনায়ক), রাহুল, কোহলি, সূর্যকুমার, কার্তিক, পান্ডিয়া, জাদেজা, ভুবনেশ্বর, আবেশ, যুজবেন্দ্র, আরশদীপ ৷

Last Updated : Aug 28, 2022, 7:35 PM IST

For All Latest Updates

TAGGED:

IND vs PAK
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.