ETV Bharat / sports

IND vs SL Third T20I : শ্রেয়সের চওড়া ব্যাটে শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া

গত ম্যাচে 74 রানের পর নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এদিন এল ঝকঝকে 73 রান (Shreyas Iyer hits unbeaten 73 runs) ৷ 19 বল বাকি থাকতেই ম্যাচ জিতল ব়্যাংকিংয়ের পয়লা নম্বর দল ৷

IND vs SL Third T20I
শ্রেয়সের চওড়া ব্যাটে শ্রীলঙ্কাকেও হোয়াইটওয়াশ করল টিম ইন্ডিয়া
author img

By

Published : Feb 27, 2022, 11:04 PM IST

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাট ৷ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারতের কাছে টি-20 সিরিজে চুনকাম হল শ্রীলঙ্কাও (India whitewash Sri Lanka in T20 series) ৷ পূর্ণসময়ের জন্য দলের দায়িত্ব নেওয়ার পর টানা তিনটি সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন রোহিত শর্মা ৷ ধরমশালায় তৃতীয় টি-20 ম্যাচে রবিবার দ্বীপরাষ্ট্রকে 6 উইকেটে পর্যুদস্ত করল 'মেন ইন ব্লু' (India beat SL by 6 wickets in 3rd T20I) ৷ গত ম্যাচে 74 রানের পর নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এদিন এল ঝকঝকে 73 রান (Shreyas Iyer hits unbeaten 73 runs) ৷ 19 বল বাকি থাকতেই ম্যাচ জিতল ব়্যাংকিংয়ের পয়লা নম্বর দল ৷

চারটি পরিবর্তন এনে এদিন তৃতীয় ম্য়াচের একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কনকাশনের কারণে ছিটকে যান ইশান কিষান ৷ এছাড়াও জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালের পরিবর্তে একাদশে আসেন রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি সফরকারী দল ৷ সিরাজ-আবেশদের দাপটে 29 রানে 4 উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা ৷

তাঁর 38 বলে 74 রানের সৌজন্যে ভারতকে কিছুটা লড়াই দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা ৷ জবাবে রোহিত শর্মা 5 রান করে ফের ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন-শ্রেয়স আইয়ারের 45 রানের (28বল) জুটিই সফরকারী দলের চুনকামের বন্দোবস্ত করে যায় ৷ ইশান না-থাকায় এদিন ওপেনিংয়ে রোহিতের সঙ্গ দেন সঞ্জু ৷ উইকেটরক্ষার দায়িত্বও ছিল তাঁর কাঁধে ৷ তবে সঞ্জুর (18) ইনিংস লম্বা হয়নি ৷ 21 রানে ফিরে যান দীপক হুডাও ৷ তাতে ভারতের জয় যদিও আটকানোর নয় ৷

আরও পড়ুন : IND vs SL Third T20I : শ্রীলঙ্কাকে চুনকাম করতে রোহিতদের চাই 147 রান

গত ম্যাচের স্মৃতি উস্কে দলকে জয় এনে দেন শ্রেয়স-জাদেজা জুটি ৷ 45 বলে শ্রেয়সের অপরাজিত 73 রানের ইনিংসে ছিল 9টি চার, একটি ছয় ৷ 15 বলে 22 রানে অপরাজিত থাকেন 'জাড্ডু' ৷ ম্যাচের পাশাপাশি সিরিজ সেরাও শ্রেয়স ৷

ধরমশালা, 27 ফেব্রুয়ারি : বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং শ্রেয়স আইয়ারের চওড়া ব্যাট ৷ নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের পর এবার ভারতের কাছে টি-20 সিরিজে চুনকাম হল শ্রীলঙ্কাও (India whitewash Sri Lanka in T20 series) ৷ পূর্ণসময়ের জন্য দলের দায়িত্ব নেওয়ার পর টানা তিনটি সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করলেন রোহিত শর্মা ৷ ধরমশালায় তৃতীয় টি-20 ম্যাচে রবিবার দ্বীপরাষ্ট্রকে 6 উইকেটে পর্যুদস্ত করল 'মেন ইন ব্লু' (India beat SL by 6 wickets in 3rd T20I) ৷ গত ম্যাচে 74 রানের পর নাইটদের নয়া সেনাপতি শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে এদিন এল ঝকঝকে 73 রান (Shreyas Iyer hits unbeaten 73 runs) ৷ 19 বল বাকি থাকতেই ম্যাচ জিতল ব়্যাংকিংয়ের পয়লা নম্বর দল ৷

চারটি পরিবর্তন এনে এদিন তৃতীয় ম্য়াচের একাদশ সাজিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ কনকাশনের কারণে ছিটকে যান ইশান কিষান ৷ এছাড়াও জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার এবং যুজবেন্দ্র চাহালের পরিবর্তে একাদশে আসেন রবি বিষ্ণোই, কুলদীপ যাদব, আবেশ খান এবং মহম্মদ সিরাজ ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে বিশেষ সুবিধা করতে পারেনি সফরকারী দল ৷ সিরাজ-আবেশদের দাপটে 29 রানে 4 উইকেট হারানো শ্রীলঙ্কাকে টেনে তোলেন অধিনায়ক দাসুন শানাকা ৷

তাঁর 38 বলে 74 রানের সৌজন্যে ভারতকে কিছুটা লড়াই দিতে সক্ষম হয় শ্রীলঙ্কা ৷ জবাবে রোহিত শর্মা 5 রান করে ফের ব্যর্থ হলেও সঞ্জু স্যামসন-শ্রেয়স আইয়ারের 45 রানের (28বল) জুটিই সফরকারী দলের চুনকামের বন্দোবস্ত করে যায় ৷ ইশান না-থাকায় এদিন ওপেনিংয়ে রোহিতের সঙ্গ দেন সঞ্জু ৷ উইকেটরক্ষার দায়িত্বও ছিল তাঁর কাঁধে ৷ তবে সঞ্জুর (18) ইনিংস লম্বা হয়নি ৷ 21 রানে ফিরে যান দীপক হুডাও ৷ তাতে ভারতের জয় যদিও আটকানোর নয় ৷

আরও পড়ুন : IND vs SL Third T20I : শ্রীলঙ্কাকে চুনকাম করতে রোহিতদের চাই 147 রান

গত ম্যাচের স্মৃতি উস্কে দলকে জয় এনে দেন শ্রেয়স-জাদেজা জুটি ৷ 45 বলে শ্রেয়সের অপরাজিত 73 রানের ইনিংসে ছিল 9টি চার, একটি ছয় ৷ 15 বলে 22 রানে অপরাজিত থাকেন 'জাড্ডু' ৷ ম্যাচের পাশাপাশি সিরিজ সেরাও শ্রেয়স ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.