ETV Bharat / sports

India vs South Africa: 'সর্পবিঘ্নিত' ম্যাচে সূর্যস্নাত প্রোটিয়ারা, 'স্কাই'য়ের দাপটে রানের আকাশে ভারত

সাত ওভারে খেলা গড়ানোর পরেই বিপত্তি । মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ (Snake enters in the field)। ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ । শেষপর্যন্ত মাঠকর্মীরা সাপটিকে ধরে ফেললে ফের ম্যাচ শুরু হয় । কুড়ি-বিশের লড়াইয়ের প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে উঠেছে 3 উইকেটে 237 রান ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 2, 2022, 8:03 PM IST

Updated : Oct 2, 2022, 8:53 PM IST

গুয়াহাটি, 2 অক্টোবর: অসমের গুয়াহাটি স্টেডিয়ামে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20 ম্যাচ । সাত ওভারে খেলা গড়ানোর পরেই বিপত্তি । মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ (Snake stops play) । ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ । শেষপর্যন্ত মাঠকর্মীরা সাপটিকে ধরে ফেললে ফের ম্যাচ শুরু হয় (Snake stops play as India vs South Africa match interrupted by uninvited guest) ।

রবিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তেম্বা বাভুমা । ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের দুই ওপেনার । কেএল রাহুল-রোহিত শর্মার দাপটে শুরু থেকেই জেটগতি রান তুলতে থাকে ভারত । এদিন রোহিতের 37 বলে 43 রানের ইনিংস সাজানো 7টি চার এবং 1টি ছয়ে । পাশাপাশি মাত্র 28 বলে 57 রানের ঝোড়ো ইনিংস খেললেন কেএল রাহুল ।

Etv Bharat
মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ

দুই ওপেনার ডাগ-আউটের রাস্তা দেখার পর যাবতীয় আলো কেড়ে নিলেন সূর্যকুমার যাদব । 22 বলে 'মাত্র' 61 রানের ইনিংস খেলেন মুম্বইকর । তাঁর দাপটে কার্যত তছনছ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপ । 5টি ছয়, 5টি চারে সাজানো 'স্কাই'য়ের বিধ্বংসী ইনিংস । যোগ্য সঙ্গত দিলেন কোহলিও । বিরাট-ব্যাটে এদিন এসেছে 28 বলে 49 রান । একই সঙ্গে আরও একটি নজির গড়েছেন কোহলি । প্রথম ভারতীয় হিসেবে 11 হাজার টি-20 রানের মালিক হলেন তিনি ।

আরও পড়ুন: গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি20 সিরিজ জয়ের হাতছানি ভারতের

শেষে নেমে 7 বলে 17 রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক । শেষ পর্যন্ত কুড়ি-বিশের লড়াইয়ের প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে উঠেছে 3 উইকেটে 237 রান ।

গুয়াহাটি, 2 অক্টোবর: অসমের গুয়াহাটি স্টেডিয়ামে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টি-20 ম্যাচ । সাত ওভারে খেলা গড়ানোর পরেই বিপত্তি । মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ (Snake stops play) । ফলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ম্যাচ । শেষপর্যন্ত মাঠকর্মীরা সাপটিকে ধরে ফেললে ফের ম্যাচ শুরু হয় (Snake stops play as India vs South Africa match interrupted by uninvited guest) ।

রবিবার বর্ষাপাড়া স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তেম্বা বাভুমা । ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন ভারতের দুই ওপেনার । কেএল রাহুল-রোহিত শর্মার দাপটে শুরু থেকেই জেটগতি রান তুলতে থাকে ভারত । এদিন রোহিতের 37 বলে 43 রানের ইনিংস সাজানো 7টি চার এবং 1টি ছয়ে । পাশাপাশি মাত্র 28 বলে 57 রানের ঝোড়ো ইনিংস খেললেন কেএল রাহুল ।

Etv Bharat
মাঠে হঠাৎই ঢুকে পড়ে একটি সাপ

দুই ওপেনার ডাগ-আউটের রাস্তা দেখার পর যাবতীয় আলো কেড়ে নিলেন সূর্যকুমার যাদব । 22 বলে 'মাত্র' 61 রানের ইনিংস খেলেন মুম্বইকর । তাঁর দাপটে কার্যত তছনছ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার বোলিং লাইন-আপ । 5টি ছয়, 5টি চারে সাজানো 'স্কাই'য়ের বিধ্বংসী ইনিংস । যোগ্য সঙ্গত দিলেন কোহলিও । বিরাট-ব্যাটে এদিন এসেছে 28 বলে 49 রান । একই সঙ্গে আরও একটি নজির গড়েছেন কোহলি । প্রথম ভারতীয় হিসেবে 11 হাজার টি-20 রানের মালিক হলেন তিনি ।

আরও পড়ুন: গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি20 সিরিজ জয়ের হাতছানি ভারতের

শেষে নেমে 7 বলে 17 রানের ইনিংস খেলেন দীনেশ কার্তিক । শেষ পর্যন্ত কুড়ি-বিশের লড়াইয়ের প্রথম ইনিংসে ভারতের স্কোরবোর্ডে উঠেছে 3 উইকেটে 237 রান ।

Last Updated : Oct 2, 2022, 8:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.