ETV Bharat / sports

India vs South Africa: গুয়াহাটিতে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি20 সিরিজ জয়ের হাতছানি ভারতের - Rohit Sharma

প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি20 সিরিজ জয়ের হাতছানি ভারতীয় দলের (India vs South Africa 2nd T20I Match Preview) ৷ আজ গুয়াহাটিতে দ্বিতীয় টি20 ম্যাচে জিতলেই সিরিজ ভারতের হয়ে যাবে ৷ ফলে এই সুযোগ হাতছাড়া না করার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন রোহিত শর্মারা ৷

India vs South Africa 2nd T20I Match Preview
India vs South Africa 2nd T20I Match Preview
author img

By

Published : Oct 2, 2022, 11:35 AM IST

গুয়াহাটি, 2 অক্টোবর: আজ দ্বিতীয় টি20-তে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা (India vs South Africa 2nd T20I Match Preview) ৷ তিরুবনন্তপুরমে প্রথম ম্যাচ জিতে গুয়াহাটিতে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma) ৷ প্রথম ম্যাচে দুই ভারতীয় মিডিয়াম পেসার আরশদীপ সিং এবং দীপক চাহারের দাপট দেখেছে প্রোটিয়ারা ৷ আর ব্যাট হাতে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের দাপুটে ব্যাটিং ছিল ভারতের বাড়তি পাওনা ৷ তিরুবনন্তপুরমের পিচে গতি এবং বাউন্স দুই ছিল ৷ তবে, গুয়াহাটির মাঠে মূলত পাটা উইকেটই আশা করছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷

দ্বিতীয় টি20 ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ পূর্ব ভারতে ম্যাচ হওয়ায় খেলার শুরু থেকেই শিশির প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷ ফলে এই ম্যাচেও টস বড় ফ্যাক্টর ৷ যে দলের অধিনায়ক টস জিতবেন, তিনি আগে বল করার সিদ্ধান্ত নেবেন তা বলাই যায় ৷ এই পরিস্থিতিতে পরে বল করতে বলারদের সমস্যায় পড়তে হবে ৷ রান তাড়া করতে সুবিধা হবে ব্যাটারদের ।

অন্যদিকে, ভারতের বড় ধাক্কা জসপ্রীত বুমরার এই সিরিজ থেকে ছিটকে যাওয়া ৷ তাঁর পিঠের চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না বুমরা ৷ তবে, প্রথমটায় বলা হচ্ছিল বুমরা টি20 বিশ্বকাপেও ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ৷ যদিও, প্রথমে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পরে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বুমরা বিশ্বকাপ দলে নেই একথা ভুল ৷ এ নিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এনসিএ-তে বুমরা রয়েছেন ৷ সেখানে বুমারার পিঠের চোটের পরিস্থিতি নিয়ে রিপোর্ট আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, তিনি ছিটকে গিয়েছেন, তা এখনই বলা ঠিক হবে না বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড় ৷

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়

গুয়াহাটির ম্যাচে আপাতত ভারতীয় দলে চিন্তার কোনও মেঘ দেখা যাচ্ছে না ৷ কারণ, কোন না কোনও দিন যে কোনও এক বা দু’জন খেলোয়াড় দলের জয়ে ভূমিকা রাখছেন ৷ মূলত, দলগত পারফর্মেন্সে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টি20 সিরিজে পিছিয়ে থেকে জিতেছিল ভারত ৷ আর এ বার দক্ষিণ আফ্রিকাকেও এই ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন রোহিত শর্মা ৷ কারণ, টি20 সিরিজে দক্ষিণ আফ্রিকাকে কোনওদিনই হারাতে পারেনি ভারত ৷ ফলে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার বড় সুযোগ ভারতীয় দলের সামনে রয়েছে ৷

গুয়াহাটি, 2 অক্টোবর: আজ দ্বিতীয় টি20-তে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা (India vs South Africa 2nd T20I Match Preview) ৷ তিরুবনন্তপুরমে প্রথম ম্যাচ জিতে গুয়াহাটিতে নামছেন রোহিত শর্মারা (Rohit Sharma) ৷ প্রথম ম্যাচে দুই ভারতীয় মিডিয়াম পেসার আরশদীপ সিং এবং দীপক চাহারের দাপট দেখেছে প্রোটিয়ারা ৷ আর ব্যাট হাতে কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের দাপুটে ব্যাটিং ছিল ভারতের বাড়তি পাওনা ৷ তিরুবনন্তপুরমের পিচে গতি এবং বাউন্স দুই ছিল ৷ তবে, গুয়াহাটির মাঠে মূলত পাটা উইকেটই আশা করছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ৷

দ্বিতীয় টি20 ম্যাচে শিশির একটা বড় ফ্যাক্টর হতে চলেছে ৷ পূর্ব ভারতে ম্যাচ হওয়ায় খেলার শুরু থেকেই শিশির প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে ৷ ফলে এই ম্যাচেও টস বড় ফ্যাক্টর ৷ যে দলের অধিনায়ক টস জিতবেন, তিনি আগে বল করার সিদ্ধান্ত নেবেন তা বলাই যায় ৷ এই পরিস্থিতিতে পরে বল করতে বলারদের সমস্যায় পড়তে হবে ৷ রান তাড়া করতে সুবিধা হবে ব্যাটারদের ।

অন্যদিকে, ভারতের বড় ধাক্কা জসপ্রীত বুমরার এই সিরিজ থেকে ছিটকে যাওয়া ৷ তাঁর পিঠের চোটের কারণে প্রথম ম্যাচে ছিলেন না বুমরা ৷ তবে, প্রথমটায় বলা হচ্ছিল বুমরা টি20 বিশ্বকাপেও ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছেন ৷ যদিও, প্রথমে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পরে কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, বুমরা বিশ্বকাপ দলে নেই একথা ভুল ৷ এ নিয়ে রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এনসিএ-তে বুমরা রয়েছেন ৷ সেখানে বুমারার পিঠের চোটের পরিস্থিতি নিয়ে রিপোর্ট আসলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, তিনি ছিটকে গিয়েছেন, তা এখনই বলা ঠিক হবে না বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড় ৷

আরও পড়ুন: জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বুমরা, বোর্ডের ঘোষণার অপেক্ষায় কোচ দ্রাবিড়

গুয়াহাটির ম্যাচে আপাতত ভারতীয় দলে চিন্তার কোনও মেঘ দেখা যাচ্ছে না ৷ কারণ, কোন না কোনও দিন যে কোনও এক বা দু’জন খেলোয়াড় দলের জয়ে ভূমিকা রাখছেন ৷ মূলত, দলগত পারফর্মেন্সে ভর করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও টি20 সিরিজে পিছিয়ে থেকে জিতেছিল ভারত ৷ আর এ বার দক্ষিণ আফ্রিকাকেও এই ম্যাচে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন রোহিত শর্মা ৷ কারণ, টি20 সিরিজে দক্ষিণ আফ্রিকাকে কোনওদিনই হারাতে পারেনি ভারত ৷ ফলে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ার বড় সুযোগ ভারতীয় দলের সামনে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.