কানপুর, 25 নভেম্বর : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হারের ঘা এখনও দগদগে ৷ সেই স্মৃতি নিয়েই আজ ঘরের মাঠে লাল বলের ফরম্যাটে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত ৷ বিরাট কোহলির অনুপস্থিতিতে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে (Green Park International Stadium) আজ ভারতের নেতা অজিঙ্ক রাহানে ৷ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব মাথায় থাকলেও গ্রিন পার্কে ভারতের স্পিন আক্রমণের মোকাবিলা করতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কেন উইলিয়ামসনদের ৷ একদিকে গ্রিন পার্কের উইকেটে ভারতের দারুণ রেকর্ড ৷ অন্যদিকে এই মাঠে ভারতের বিরুদ্ধে অতীতে কখনও জয়ের মুখ দেখেনি কিউয়িরা ৷
কানপুরে টেস্টে ভারত-নিউজ়িল্যান্ড ((IND vs NZ Kanpur Test) মোট তিনবার মুখোমুখি হয়েছে ৷ শেষবার ভারতীয় দল এই মাঠে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই খেলেছিল ৷ সেটা 2016 সাল ৷ সেবার কিউয়িদের 197 রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছিল ভারত ৷ এছাড়া 1999 সালেও এই মাঠে জয়ধ্বজা উড়িয়েছিল ভারতীয় দল ৷ তবে 1976 সালে দুটি টিমের মধ্যে হওয়া টেস্ট ড্র হয়েছিল ৷ কানপুরে 1983 সালে শেষবার হেরেছিল ভারত ৷ এরপর থেকে গ্রিন পার্কের মাঠে টেস্টে অপরাজেয় ভারতীয় দল ৷
নিউজ়িল্যান্ড টিম ফুল স্ট্রেন্থ নিয়ে নামবে ৷ যদিও আজকের ম্যাচে ভারতীয় দলের বেশ কয়েকজন প্রথম সারির ক্রিকেটার অনুপস্থিত ৷ নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হয়েছে ৷ ফর্মে থাকা ওপেনার লোকেশ রাহুল চোট পেয়ে ছিটকে গিয়েছেন ৷ দলের পেস ব্রিগেডের প্রধান অস্ত্র জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং উইকেটকিপার ঋষভ পন্থও বিশ্রামে রয়েছেন ৷ ফলে এই সিরিজ় থেকেই দক্ষিণ আফ্রিকা সফরের আগে তরুণ খেলোয়াড়দের দেখে নেওয়া হবে ৷
আরও পড়ুন : Ajinkya Rahane ahead of kanpur test : "প্রতি ম্যাচে শতরান করা জরুরি নয়", ফর্ম নিয়ে ওঠা প্রশ্নে রাহানের জবাব
রাহুলের চোট অবশ্য শ্রেয়স আইয়ারের কাছে টেস্ট ফরম্যাটের দরজা খুলে দিয়েছে ৷ আজ যে শ্রেয়সের টেস্টে অভিষেক হচ্ছে তা গতকালই জানিয়ে দিয়েছেন রাহানে ৷ কিন্তু দলের বোলিং বিভাগ নিয়ে মন্তব্য করতে চাননি তিনি ৷ তৃতীয় স্পিনার এবং দ্বিতীয় পেসার হিসেবে কাকে খেলানো হবে তা জানার জন্য টস পর্যন্ত অপেক্ষা করতে হবে ৷ তবে পেস বিভাগে উমেশ যাদবের সঙ্গে ইশান্ত শর্মার খেলা নিশ্চিত মনে হচ্ছে ৷ স্পিন বিভাগের কথা বললে অক্ষর প্যাটেলকে অনুশীলনে দেখা যায়নি ৷ যদিও জয়ন্ত যাদবকে নেটে বেশ ছন্দে রয়েছে বলে মনে হয়েছে ৷