ETV Bharat / state

ছাদে স্মার্ট বাগান! অ্যাপ-ওয়াইফাইয়ের সাহায্যে জল পাচ্ছে টবের গাছ - WIFI SMART GARDEN

ছাদে এই স্মার্ট বাগান তৈরি করেছেন বর্ধমানের সনৎ সিংহ ৷ ইটিভি ভারত-এর কাছে জানালেন কেন তাঁর বাগান স্মার্ট ৷

WIFI SMART GARDEN
ছাদে স্মার্ট বাগান! অ্যাপ-ওয়াইফাইয়ের সাহায্যে জল পাচ্ছে টবের গাছ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 23 hours ago

বর্ধমান, 7 জানুয়ারি: ছাদে বাগান করার শখ কার না থাকে ! কিন্তু পরিচর্যার ঝক্কি সামলাতে হিমশিম খেতে হয় সকলকে ৷ বিশেষ করে গাছে জল দেওয়ার ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক হয়ে ওঠে ৷ সারাদিনের ব্যস্ততা কিংবা বাড়ি থেকে দূরে বেড়ানো বা অন্য কোনও কাজে গেলে এই নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই ৷ কখনও প্রতিবেশী বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয় ৷ আবার কখনও জলের অভাবে গাছ মরে যায় বা গাছের ক্ষতি হয় ৷

এই সমস্যার সমাধান করে ফেলেছেন পূর্ব বর্ধমানের সনৎ সিংহ ৷ নিজের বাড়ির ছাদে তিনি তৈরি করে ফেলেছেন স্মার্ট গার্ডেন ৷ যেখানে মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে গাছ জল দেওয়া সম্ভব ৷ সে তিনি বাড়িতে থাকুন, বা অন্য কোথাও থাকুন ৷ নিয়মমতো জল পেয়ে সতেজ থাকছে তাঁর ছাদ-বাগানের গাছেরা ৷

ছাদে স্মার্ট বাগান! অ্যাপ-ওয়াইফাইয়ের সাহায্যে জল পাচ্ছে টবের গাছ (ইটিভি ভারত)

গাছে জল দেওয়া, তাও আবার মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের সাহায্যে ! বিষয়টি অভিনব তো বটেই ৷ স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয় যে কীভাবে মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের সাহায্যে গাছে নিয়ম করে জল দেওয়া সম্ভব, তা নিয়ে ৷

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বর্ধমান কৃষি খামারের কৃষি কলেজ ৷ সেখানে অফিস সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কাজ করেন বর্ধমান শহরের ঝাপানতলার বাসিন্দা সনৎ সিংহ । তাঁর কাছ থেকেই বিষয়টি বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করা হয় ইটিভি ভারত-এর তরফে ৷

Smart Garden
নিজের বাগান পরিচর্যায় ব্যস্ত সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

তিনি জানান, ছাদে গাছে জল দেওয়ার জন্য নির্দিষ্ট পাইপলাইন করা হয়েছে ৷ সুইচ অন করলেই জল গাছে পড়তে থাকে পাইপের নির্দিষ্ট জায়গা থেকে ৷ আর এই সুইচ অন করার কাজটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ ও ওয়াইফাইয়ের মাধ্যমে করা হয় ৷ মোবাইল অ্যাপে পাওয়ার অন করলেই ওয়াইফাইয়ের মাধ্যমে জলের লাইনের সুইচ অন হয়ে যায় ৷ তার পর গাছে জল দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ আবার মোবাইল অ্যাপে সুইচ অফ করে দিলে জল দেওয়া বন্ধ হয়ে যায় ৷

ফলে বোঝাই যাচ্ছে, মোবাইলে ওই নির্দিষ্ট অ্যাপটি থাকলে আর কোনও চিন্তা নেই ৷ দেশ-বিদেশ যেখানেই থাকুন, নিয়ম করে ছাদবাগানে জল দিতে আর কোনও বাধা থাকবে না ৷ কিন্তু এমন একটি ভাবনা কীভাবে এল সনৎ সিংহের মনে ? তাঁর কথায়, ‘‘বাগান করতে গিয়ে দেখি সবচেয়ে বেশি সমস্যা হয়, যখন বাইরে বেড়াতে যাই । কাউকে হয়তো বলে গেলাম গাছে জল দেওয়ার জন্য । হয়তো তাঁর সময় হল না কিংবা ভুলে গেলেন । গাছগুলো শুকিয়ে যায় । ফলে বাইরে আনন্দের জন্য ঘুরতে গেলেও গাছের দিকে মন পড়ে থাকে ।’’

Smart Garden
কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে জল দেওয়া হয় দেখাচ্ছেন সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

এর থেকে নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে গাছে জল দেওয়ার জন্য কিছু একটা করার ভাবনা তাঁর মাথায় আসে ৷ সনৎ সিং বলেন, ‘‘এই সমস্যার কথা আমার এক বন্ধুকে জানাই । তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তাঁর পরামর্শে গাছে জল দেওয়ার জন্য ওয়াইফাই সেট-আপ বসাই । মোবাইলে একটা অ্যাপের মাধ্যমে কানেক্ট করা হয় । প্রতিটা টবের মধ্যে পাইপ লাগানো আছে । অ্যাপ অন করলেই পাইপের মাধ্যমে জল টবগুলিতে পৌঁছে যায় ।’’

শুধু বেড়াতে যাওয়াই নয়, বয়সের ভারে অনেকেই ঠিকমতো ছাদ-বাগানে জল দিতে পারেন না ৷ তাঁদের ক্ষেত্রেও এই পদ্ধতি বড় সমস্যার সমাধান করতে পারবে ৷ সনৎ সিংহের বাগানেই যেমন ছোট বড় মিলিয়ে প্রায় 600টি টব আছে । সেখানে আছে সিম, বেগুন, ফুলকপি-সহ একাধিক সবজি গাছ ।

আর এসব তিনি একদিনে করেননি ৷ ছোট থেকেই তাঁর বাগান করার শখ ৷ সেই শখ থেকেই তিনি ছাদে বাগান তৈরি করেন ৷ প্রতিটি গাছে জৈব সার ব্যবহার করেন তিনি । পেঁয়াজের খোসা, ফেলে দেওয়া চা পাতা ব্যবহার করে থাকেন । এছাড়া মুরগির মল, সরষের খোল পচানো জল, গোবর সার ব্যবহার করে থাকেন । অন্যদিকে পোকামাকড় ও কীটপতঙ্গের হাত থেকে গাছকে বাঁচাতে জৈব প্রযুক্তিকেই ব্যবহার করেন তিনি ।

Smart Garden
কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে জল দেওয়া হয় দেখাচ্ছেন সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

সনৎ সিংহ জানান, বালতির জলের মধ্যে এক পাতা শ্যাম্পু গুলে দেন । সেই ফেনা জলে দাঁত মাজার জন্য যে গুল ব্যবহার করা হয় (কেউ কেউ ব্যবহার করেন), সেই গুল দুই কৌটো মেশানো হয় । সেই মিশ্রণে পেঁয়াজের খোসা ও চা পাতার জল মেশানো হয় । জল তৈরি হলে সেই জল গাছে স্প্রে করা হয় ।

এভাবেই তিনি শীতের মরশুমে বেগুন, ফুলকপি, বিনস, গাজর, লংকা, ধনেপাতা, মটরশুঁটি, লাউ, কুমড়ো, পেঁপে তো আছেই, সেই সঙ্গে ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন । প্রায় 250 পিস ফুলকপি ও 120 বস্তা আদা পেয়েছেন চলতি মরশুমে । এছাড়া আছে পেঁয়াজ-সহ অন্যান্য সবজিও ।

সনৎ সিংহ বলেন, ‘‘শুধু তাই নয়, আমি জৈব সার ব্যবহার করে থাকি । শীতের মরশুমে প্রায় আড়াইশো ফুলকপি পেয়েছি, এছাড়া সিম, বেগুন, মটরশুঁটি, বিনস, ধনেপাতা ইত্যাদি ফলিয়েছি । ওয়াইফাই সিস্টেম থাকায় ইচ্ছেমতো গাছে জল দিতে পারছি । আর যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই সহজেই দেখে নিতে পারছি গাছগুলো কেমন আছে ।’’

ফলে তিনি নিরুদ্বেগে যেখানে খুশি যেতে পারেন, দূর থেকেই গাছের পরিচর্যা করতে পারেন ৷ তাছাড়া তাঁর ছাদ-বাগানে সিসিটিভি ক্যামেরাও আছে ৷ ফলে তিনি গাছের কী কী পরিস্থিতি সেটাও আন্দাজ করতে পারেন, গাছগুলি ঠিকমতো জল পাচ্ছে কি না, তাও দেখতে পারেন যেকোনও জায়গা থেকেই ৷

তবে সব ভালোর মধ্যে রয়েছে সামান্য একটি সমস্যা৷ জল দেওয়ার এই পুরো ব্যবস্থা চালু রাখার জন্য প্রয়োজন বিদ্যুতের ৷ কোনও কারণে লোডশেডিং থাকলে কিন্তু কাজ করবে না এই ‘স্মার্ট সিস্টেম’ ৷

বর্ধমান, 7 জানুয়ারি: ছাদে বাগান করার শখ কার না থাকে ! কিন্তু পরিচর্যার ঝক্কি সামলাতে হিমশিম খেতে হয় সকলকে ৷ বিশেষ করে গাছে জল দেওয়ার ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক হয়ে ওঠে ৷ সারাদিনের ব্যস্ততা কিংবা বাড়ি থেকে দূরে বেড়ানো বা অন্য কোনও কাজে গেলে এই নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই ৷ কখনও প্রতিবেশী বা অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে হয় ৷ আবার কখনও জলের অভাবে গাছ মরে যায় বা গাছের ক্ষতি হয় ৷

এই সমস্যার সমাধান করে ফেলেছেন পূর্ব বর্ধমানের সনৎ সিংহ ৷ নিজের বাড়ির ছাদে তিনি তৈরি করে ফেলেছেন স্মার্ট গার্ডেন ৷ যেখানে মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের মাধ্যমে গাছ জল দেওয়া সম্ভব ৷ সে তিনি বাড়িতে থাকুন, বা অন্য কোথাও থাকুন ৷ নিয়মমতো জল পেয়ে সতেজ থাকছে তাঁর ছাদ-বাগানের গাছেরা ৷

ছাদে স্মার্ট বাগান! অ্যাপ-ওয়াইফাইয়ের সাহায্যে জল পাচ্ছে টবের গাছ (ইটিভি ভারত)

গাছে জল দেওয়া, তাও আবার মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের সাহায্যে ! বিষয়টি অভিনব তো বটেই ৷ স্বাভাবিকভাবেই আগ্রহ তৈরি হয় যে কীভাবে মোবাইল অ্যাপ এবং ওয়াইফাইয়ের সাহায্যে গাছে নিয়ম করে জল দেওয়া সম্ভব, তা নিয়ে ৷

বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে বর্ধমান কৃষি খামারের কৃষি কলেজ ৷ সেখানে অফিস সুপারিন্টেন্ডেন্ট হিসেবে কাজ করেন বর্ধমান শহরের ঝাপানতলার বাসিন্দা সনৎ সিংহ । তাঁর কাছ থেকেই বিষয়টি বিস্তারিতভাবে জানতে যোগাযোগ করা হয় ইটিভি ভারত-এর তরফে ৷

Smart Garden
নিজের বাগান পরিচর্যায় ব্যস্ত সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

তিনি জানান, ছাদে গাছে জল দেওয়ার জন্য নির্দিষ্ট পাইপলাইন করা হয়েছে ৷ সুইচ অন করলেই জল গাছে পড়তে থাকে পাইপের নির্দিষ্ট জায়গা থেকে ৷ আর এই সুইচ অন করার কাজটি নির্দিষ্ট মোবাইল অ্যাপ ও ওয়াইফাইয়ের মাধ্যমে করা হয় ৷ মোবাইল অ্যাপে পাওয়ার অন করলেই ওয়াইফাইয়ের মাধ্যমে জলের লাইনের সুইচ অন হয়ে যায় ৷ তার পর গাছে জল দেওয়ার প্রক্রিয়া শুরু হয় ৷ আবার মোবাইল অ্যাপে সুইচ অফ করে দিলে জল দেওয়া বন্ধ হয়ে যায় ৷

ফলে বোঝাই যাচ্ছে, মোবাইলে ওই নির্দিষ্ট অ্যাপটি থাকলে আর কোনও চিন্তা নেই ৷ দেশ-বিদেশ যেখানেই থাকুন, নিয়ম করে ছাদবাগানে জল দিতে আর কোনও বাধা থাকবে না ৷ কিন্তু এমন একটি ভাবনা কীভাবে এল সনৎ সিংহের মনে ? তাঁর কথায়, ‘‘বাগান করতে গিয়ে দেখি সবচেয়ে বেশি সমস্যা হয়, যখন বাইরে বেড়াতে যাই । কাউকে হয়তো বলে গেলাম গাছে জল দেওয়ার জন্য । হয়তো তাঁর সময় হল না কিংবা ভুলে গেলেন । গাছগুলো শুকিয়ে যায় । ফলে বাইরে আনন্দের জন্য ঘুরতে গেলেও গাছের দিকে মন পড়ে থাকে ।’’

Smart Garden
কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে জল দেওয়া হয় দেখাচ্ছেন সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

এর থেকে নিয়মিত স্বয়ংক্রিয়ভাবে গাছে জল দেওয়ার জন্য কিছু একটা করার ভাবনা তাঁর মাথায় আসে ৷ সনৎ সিং বলেন, ‘‘এই সমস্যার কথা আমার এক বন্ধুকে জানাই । তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার । তাঁর পরামর্শে গাছে জল দেওয়ার জন্য ওয়াইফাই সেট-আপ বসাই । মোবাইলে একটা অ্যাপের মাধ্যমে কানেক্ট করা হয় । প্রতিটা টবের মধ্যে পাইপ লাগানো আছে । অ্যাপ অন করলেই পাইপের মাধ্যমে জল টবগুলিতে পৌঁছে যায় ।’’

শুধু বেড়াতে যাওয়াই নয়, বয়সের ভারে অনেকেই ঠিকমতো ছাদ-বাগানে জল দিতে পারেন না ৷ তাঁদের ক্ষেত্রেও এই পদ্ধতি বড় সমস্যার সমাধান করতে পারবে ৷ সনৎ সিংহের বাগানেই যেমন ছোট বড় মিলিয়ে প্রায় 600টি টব আছে । সেখানে আছে সিম, বেগুন, ফুলকপি-সহ একাধিক সবজি গাছ ।

আর এসব তিনি একদিনে করেননি ৷ ছোট থেকেই তাঁর বাগান করার শখ ৷ সেই শখ থেকেই তিনি ছাদে বাগান তৈরি করেন ৷ প্রতিটি গাছে জৈব সার ব্যবহার করেন তিনি । পেঁয়াজের খোসা, ফেলে দেওয়া চা পাতা ব্যবহার করে থাকেন । এছাড়া মুরগির মল, সরষের খোল পচানো জল, গোবর সার ব্যবহার করে থাকেন । অন্যদিকে পোকামাকড় ও কীটপতঙ্গের হাত থেকে গাছকে বাঁচাতে জৈব প্রযুক্তিকেই ব্যবহার করেন তিনি ।

Smart Garden
কীভাবে ওয়াইফাইয়ের মাধ্যমে জল দেওয়া হয় দেখাচ্ছেন সনৎ সিংহ৷ (নিজস্ব চিত্র)

সনৎ সিংহ জানান, বালতির জলের মধ্যে এক পাতা শ্যাম্পু গুলে দেন । সেই ফেনা জলে দাঁত মাজার জন্য যে গুল ব্যবহার করা হয় (কেউ কেউ ব্যবহার করেন), সেই গুল দুই কৌটো মেশানো হয় । সেই মিশ্রণে পেঁয়াজের খোসা ও চা পাতার জল মেশানো হয় । জল তৈরি হলে সেই জল গাছে স্প্রে করা হয় ।

এভাবেই তিনি শীতের মরশুমে বেগুন, ফুলকপি, বিনস, গাজর, লংকা, ধনেপাতা, মটরশুঁটি, লাউ, কুমড়ো, পেঁপে তো আছেই, সেই সঙ্গে ফুলকপি চাষ করে তাক লাগিয়েছেন । প্রায় 250 পিস ফুলকপি ও 120 বস্তা আদা পেয়েছেন চলতি মরশুমে । এছাড়া আছে পেঁয়াজ-সহ অন্যান্য সবজিও ।

সনৎ সিংহ বলেন, ‘‘শুধু তাই নয়, আমি জৈব সার ব্যবহার করে থাকি । শীতের মরশুমে প্রায় আড়াইশো ফুলকপি পেয়েছি, এছাড়া সিম, বেগুন, মটরশুঁটি, বিনস, ধনেপাতা ইত্যাদি ফলিয়েছি । ওয়াইফাই সিস্টেম থাকায় ইচ্ছেমতো গাছে জল দিতে পারছি । আর যেহেতু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই সহজেই দেখে নিতে পারছি গাছগুলো কেমন আছে ।’’

ফলে তিনি নিরুদ্বেগে যেখানে খুশি যেতে পারেন, দূর থেকেই গাছের পরিচর্যা করতে পারেন ৷ তাছাড়া তাঁর ছাদ-বাগানে সিসিটিভি ক্যামেরাও আছে ৷ ফলে তিনি গাছের কী কী পরিস্থিতি সেটাও আন্দাজ করতে পারেন, গাছগুলি ঠিকমতো জল পাচ্ছে কি না, তাও দেখতে পারেন যেকোনও জায়গা থেকেই ৷

তবে সব ভালোর মধ্যে রয়েছে সামান্য একটি সমস্যা৷ জল দেওয়ার এই পুরো ব্যবস্থা চালু রাখার জন্য প্রয়োজন বিদ্যুতের ৷ কোনও কারণে লোডশেডিং থাকলে কিন্তু কাজ করবে না এই ‘স্মার্ট সিস্টেম’ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.