ETV Bharat / sports

India-England Live: বিধ্বংসী হেল-বাটলার, ভারতকে দুরমুশ করে ফাইনালে পাকিস্তানের সামনে ইংল্যান্ড - undefined

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 10, 2022, 3:57 PM IST

Updated : Nov 10, 2022, 4:40 PM IST

16:32 November 10

  • 10 উইকেটে ভারতকে উড়িয়ে দিয়ে মেলবোর্নের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড । কাপ আর ইংরেজদের মাঝে এখন একমাত্র পাকিস্তান ।

16:26 November 10

  • 2019 সালে ওডিআই ফর্ম্যাটে বিশ্বকাপ ঘরে তোলার পর ফের একবার বিশ্বমঞ্চে উজ্জ্বল ইংরেজরা । ফাইনালে পাক 'বধ' করতে পারলেই প্রথম দেশ হিসেবে পরপর দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতবে তারা ।

16:26 November 10

  • নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান । চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় কুড়ি-বিশের লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার হাতছানি ছিল 'রোহিত অ্যান্ড কোং'-এর সামনে । তার জন্য সবার প্রথমে ইংল্যান্ডের বাধা টপকাতে হতো । সেই বাধাটাই টপকাতে পারলেন না রোহিত, কোহলিরা ।

16:21 November 10

অ্যাডিলেডে চলছে হেল-বাটলার ঝড়

  • ভারতের জয়ের আশা কার্যত শেষ । 6 ওভারে জয়ের জন্য 15 রান চাই ইংল্যান্ডের ।

16:11 November 10

  • মাত্র 28 বলে অর্ধ-শতরান করলেন অ্যালেক্স হেল । 36 বলে 50 রানের কোটা পার করলেন জস বাটলার ।

16:06 November 10

  • এখনও পর্যন্ত ব্যর্থ ভারতের পেস ব্যাটারি । দাগ কাটতে পারছেন না অক্ষর-অশ্বিনরাও ।

15:21 November 10

পাওয়ার প্লে-তে রীতিমতো তান্ডব দেখিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার ।

  • শুরুতেই বিধ্বংসী দেখাচ্ছে অ্যালেক্স হেলকে । যোগ্য সঙ্গত করছেন ক্যাপ্টেন জস বাটলার । ভারতের দেওয়া 169 রান তাড়া করতে নেমে ক্রমশ লক্ষ্যের দিকে এগোচ্ছে ইংল্যান্ড ।

16:32 November 10

  • 10 উইকেটে ভারতকে উড়িয়ে দিয়ে মেলবোর্নের টিকিট নিশ্চিত করল ইংল্যান্ড । কাপ আর ইংরেজদের মাঝে এখন একমাত্র পাকিস্তান ।

16:26 November 10

  • 2019 সালে ওডিআই ফর্ম্যাটে বিশ্বকাপ ঘরে তোলার পর ফের একবার বিশ্বমঞ্চে উজ্জ্বল ইংরেজরা । ফাইনালে পাক 'বধ' করতে পারলেই প্রথম দেশ হিসেবে পরপর দুই ফর্ম্যাটে বিশ্বকাপ জিতবে তারা ।

16:26 November 10

  • নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান । চিরপ্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দ্বিতীয় কুড়ি-বিশের লড়াইয়ে বিশ্বসেরা হওয়ার হাতছানি ছিল 'রোহিত অ্যান্ড কোং'-এর সামনে । তার জন্য সবার প্রথমে ইংল্যান্ডের বাধা টপকাতে হতো । সেই বাধাটাই টপকাতে পারলেন না রোহিত, কোহলিরা ।

16:21 November 10

অ্যাডিলেডে চলছে হেল-বাটলার ঝড়

  • ভারতের জয়ের আশা কার্যত শেষ । 6 ওভারে জয়ের জন্য 15 রান চাই ইংল্যান্ডের ।

16:11 November 10

  • মাত্র 28 বলে অর্ধ-শতরান করলেন অ্যালেক্স হেল । 36 বলে 50 রানের কোটা পার করলেন জস বাটলার ।

16:06 November 10

  • এখনও পর্যন্ত ব্যর্থ ভারতের পেস ব্যাটারি । দাগ কাটতে পারছেন না অক্ষর-অশ্বিনরাও ।

15:21 November 10

পাওয়ার প্লে-তে রীতিমতো তান্ডব দেখিয়েছেন ইংল্যান্ডের দুই ওপেনার ।

  • শুরুতেই বিধ্বংসী দেখাচ্ছে অ্যালেক্স হেলকে । যোগ্য সঙ্গত করছেন ক্যাপ্টেন জস বাটলার । ভারতের দেওয়া 169 রান তাড়া করতে নেমে ক্রমশ লক্ষ্যের দিকে এগোচ্ছে ইংল্যান্ড ।
Last Updated : Nov 10, 2022, 4:40 PM IST

For All Latest Updates

TAGGED:

IND vs ENG
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.