ETV Bharat / sports

IND vs AUS 4th Test: আমেদাবাদে ‘মাস্ট-উইন’ টেস্টে পরীক্ষা ভারতীয় ব্যাটিংয়ের - মাস্ট উইন টেস্ট

‘মাস্ট-উইন’ টেস্ট ম্যাচে বৃহস্পতিবার আমেদাবাদে নামছে ভারত (IND vs AUS 4th Test) ৷ এই ম্যাচ জয়ের উপর অনেকটাই নির্ভর করছে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ৷ তা না হলে, নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা সিরিজের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতকে ৷

IND vs AUS 4th Test ETV BHARAT
IND vs AUS 4th Test
author img

By

Published : Mar 8, 2023, 12:00 PM IST

আমেদাবাদ, 8 মার্চ: মতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ ইন্দোরে তৃতীয় টেস্ট জিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ ইতিমধ্যে ট্রফি জিতলেও ভারতের কাছে এই টেস্ট মরণ-বাঁচনের ৷ চতুর্থ টেস্ট জিতলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে দ্বিতীয় দল হিসেবে ৷ ফলে রোহিত শর্মাদের কাছে আমেদাবাদ টেস্ট একদিক থেকে ‘মাস্ট-উইন’ ম্যাচ (India vs Australia 4th Test Match) ৷

এই টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন মহম্মদ শামি ৷ তৃতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি, ভারতীয় দলে আর কোনও বদল হয় কিনা, তাও দেখার বিষয় ৷ তৃতীয় টেস্টে অফ-ফর্মে থাকা কেএল রাহুলকে বসিয়ে শুভমন গিলকে খেলিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, ইন্দোরে কোনও প্রভাব ফেলতে পারেননি শুভমন ৷ তাই চতুর্থ টেস্টে শুভমনের ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷ অধিনায়ক প্যাট কামিন্স তাঁর অসুস্থ মায়ের কাছে রয়েছেন ৷ এমনকী তিনি একদিনের সিরিজেও ফিরবেন কিনা তাও নিশ্চিত নয় ৷ উল্লেখ্য, প্রথম দুই টেস্টে কামিন্সের নেতৃত্বে অজিরা ম্যাচ হেরেছিল ৷ তৃতীয় টেস্টে স্মিথ অধিনায়কত্বের দায়িত্ব সামলাতেই ফলাফলে বদল এসেছে ক্যাঙারুদের জন্য ৷ চতুর্থ টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া থাকবে অজিরা ৷

আরও পড়ুন: রঙে ভূত রোহিত-কোহলি ! টিম বাসেই হোলি সেলিব্রেশন টিম ইন্ডিয়ার

তবে, এই সিরিজে দুই দলের ক্রিকেটারদের পারফর্মেন্সের থেকেও চর্চায় রয়েছে পিচ ৷ নাগপুর, দিল্লি হয়ে ইন্দোর; সর্বত্র এক জিনিস দেখা গিয়েছে ৷ এমনকি আইসিসি ম্যাচ রেফারি ইন্দোরের পিচকে রিভিউ রিপোর্টে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করেছেন ৷ ফলে আমেদাবাদের পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে উৎসুক সকলে ৷ বিশেষত, এখানে 2 বছর আগের শেষ টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে গিয়েছিল ৷ পিচ একই রকম থাকবে, নাকি ব্যাটারদের জন্যও কিছু পিচে থাকছে, তা সবচেয়ে বড় প্রশ্ন ৷

আমেদাবাদ, 8 মার্চ: মতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy)-র চতুর্থ তথা শেষ টেস্ট খেলতে নামছে ভারত এবং অস্ট্রেলিয়া ৷ ইন্দোরে তৃতীয় টেস্ট জিতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ম্যাচ খেলতে নামবে অস্ট্রেলিয়া ৷ ইতিমধ্যে ট্রফি জিতলেও ভারতের কাছে এই টেস্ট মরণ-বাঁচনের ৷ চতুর্থ টেস্ট জিতলে ভারত সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে দ্বিতীয় দল হিসেবে ৷ ফলে রোহিত শর্মাদের কাছে আমেদাবাদ টেস্ট একদিক থেকে ‘মাস্ট-উইন’ ম্যাচ (India vs Australia 4th Test Match) ৷

এই টেস্টে ভারতের প্রথম একাদশে ফিরতে পারেন মহম্মদ শামি ৷ তৃতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল ৷ পাশাপাশি, ভারতীয় দলে আর কোনও বদল হয় কিনা, তাও দেখার বিষয় ৷ তৃতীয় টেস্টে অফ-ফর্মে থাকা কেএল রাহুলকে বসিয়ে শুভমন গিলকে খেলিয়ে ছিল টিম ম্যানেজমেন্ট ৷ কিন্তু, ইন্দোরে কোনও প্রভাব ফেলতে পারেননি শুভমন ৷ তাই চতুর্থ টেস্টে শুভমনের ব্যাটিংয়ের দিকেও নজর থাকবে ৷

অন্যদিকে, অস্ট্রেলিয়াকে চতুর্থ টেস্টেও নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ ৷ অধিনায়ক প্যাট কামিন্স তাঁর অসুস্থ মায়ের কাছে রয়েছেন ৷ এমনকী তিনি একদিনের সিরিজেও ফিরবেন কিনা তাও নিশ্চিত নয় ৷ উল্লেখ্য, প্রথম দুই টেস্টে কামিন্সের নেতৃত্বে অজিরা ম্যাচ হেরেছিল ৷ তৃতীয় টেস্টে স্মিথ অধিনায়কত্বের দায়িত্ব সামলাতেই ফলাফলে বদল এসেছে ক্যাঙারুদের জন্য ৷ চতুর্থ টেস্টেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া থাকবে অজিরা ৷

আরও পড়ুন: রঙে ভূত রোহিত-কোহলি ! টিম বাসেই হোলি সেলিব্রেশন টিম ইন্ডিয়ার

তবে, এই সিরিজে দুই দলের ক্রিকেটারদের পারফর্মেন্সের থেকেও চর্চায় রয়েছে পিচ ৷ নাগপুর, দিল্লি হয়ে ইন্দোর; সর্বত্র এক জিনিস দেখা গিয়েছে ৷ এমনকি আইসিসি ম্যাচ রেফারি ইন্দোরের পিচকে রিভিউ রিপোর্টে ‘খুব খারাপ’ বলে উল্লেখ করেছেন ৷ ফলে আমেদাবাদের পিচের চরিত্র কেমন হবে, তা নিয়ে উৎসুক সকলে ৷ বিশেষত, এখানে 2 বছর আগের শেষ টেস্ট মাত্র 2 দিনে শেষ হয়ে গিয়েছিল ৷ পিচ একই রকম থাকবে, নাকি ব্যাটারদের জন্যও কিছু পিচে থাকছে, তা সবচেয়ে বড় প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.