ETV Bharat / sports

রোহিতের চোট নিয়ে কোহলির ধারণা না থাকাটা খুবই দুর্ভাগ্যজনক : গম্ভীর - ভারতীয় দল

রোহিতের চোট কী অবস্থায় রয়েছে সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷ বিরাটের এই জবাবকে ভালোভাবে দেখছেন না গৌতম গম্ভীর ৷ অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘এটা খুবই দুর্ভাগ্য়জনক ৷"

very-unfortunate-that-captain-virat-kohli-has-no-clue-on-rohit-sharmas-injury-said-gautam-gambhir
রোহিতের চোট নিয়ে ধারণা নেই কোহলির, ‘হতাশাজনক’ মন্তব্য় গম্ভীরের
author img

By

Published : Dec 2, 2020, 1:38 PM IST

দিল্লি, 2 ডিসেম্বর : প্রথমে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এবার রোহিত শর্মার চোট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে কোহলি যে মন্তব্য করেছিলেন তাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করলেন গৌতম গম্ভীর । তিনি আরও বলেন, রোহিতের সঙ্গে টিম ম্য়ানেজমেন্টের যোগযোগ আরও মজবুত হওয়া প্রয়োজন ৷

সিডনিতে তৃতীয় ওয়ান ডে-র আগে সাংবাদিক বৈঠকে রোহিতের চোট নিয়ে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে তিনি বলেন, রোহিতের চোট কী অবস্থায় রয়েছে সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷ বিরাটের এই জবাবকে ভালোভাবে দেখছেন না গৌতম গম্ভীর ৷ অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘দেখুন এটা খুবই দুর্ভাগ্য়জনক ৷ কারণ বিরাট কোহলি দলের অধিনায়ক আর তিনিই কি না সাংবাদিক বৈঠকে গিয়ে বলছেন, দলের সতীর্থের চোট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷’’ এখানেই টিম ম্য়ানেজ়মেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গম্ভীর ৷ তিনি বলেন, ‘‘এই ক্ষেত্রে তিনজনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ প্রথমজন দলের ফিজ়িও, দ্বিতীয়জন হেড কোচ এবং তৃতীয়জন নির্বাচন কমিটির চেয়ারম্য়ান ৷ আর এখানে হেড কোচের দায়িত্ব, অধিনায়ক সাংবাদিক বৈঠকে যাওয়ার আগে তাঁকে রোহিতের চোট সম্পর্কে অবগত করা ৷ আর এখানে বিষয়টা আরও গুরুতর কারণ রোহিত শর্মা ভারতীয় দলের একজন অতি গুরুত্বপূর্ণ সদস্য় ৷

IPL-এর শেষ তিনটি ম্য়াচে খেলার পর রোহিতকে দু'সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ তারপর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্য়াবে যাওয়ার কথা বলা হয় ৷ সেই মতো দলের সঙ্গে অস্ট্রেলিয়া না গিয়ে বেঙ্গালুরুতে যান রোহিত ৷ সেই সময় রোহিতের চোট নিয়ে কোহলি বলেন, রোহিতের চোট নিয়ে অপেক্ষা করাটা ঠিক নয় ৷ এমনকী তাঁর চোট সম্পর্কে ম্য়ানেজমেন্টের কাছে কোনও তথ্য়ই নেই বলে সিরিজ় শুরুর আগে জানিয়েছিলেন তিনি ৷

দিল্লি, 2 ডিসেম্বর : প্রথমে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন । এবার রোহিত শর্মার চোট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই বলে কোহলি যে মন্তব্য করেছিলেন তাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করলেন গৌতম গম্ভীর । তিনি আরও বলেন, রোহিতের সঙ্গে টিম ম্য়ানেজমেন্টের যোগযোগ আরও মজবুত হওয়া প্রয়োজন ৷

সিডনিতে তৃতীয় ওয়ান ডে-র আগে সাংবাদিক বৈঠকে রোহিতের চোট নিয়ে বিরাট কোহলিকে প্রশ্ন করা হয় ৷ যার জবাবে তিনি বলেন, রোহিতের চোট কী অবস্থায় রয়েছে সেই সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷ বিরাটের এই জবাবকে ভালোভাবে দেখছেন না গৌতম গম্ভীর ৷ অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘‘দেখুন এটা খুবই দুর্ভাগ্য়জনক ৷ কারণ বিরাট কোহলি দলের অধিনায়ক আর তিনিই কি না সাংবাদিক বৈঠকে গিয়ে বলছেন, দলের সতীর্থের চোট সম্পর্কে তাঁর কোনও ধারণা নেই ৷’’ এখানেই টিম ম্য়ানেজ়মেন্টের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন গম্ভীর ৷ তিনি বলেন, ‘‘এই ক্ষেত্রে তিনজনের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ প্রথমজন দলের ফিজ়িও, দ্বিতীয়জন হেড কোচ এবং তৃতীয়জন নির্বাচন কমিটির চেয়ারম্য়ান ৷ আর এখানে হেড কোচের দায়িত্ব, অধিনায়ক সাংবাদিক বৈঠকে যাওয়ার আগে তাঁকে রোহিতের চোট সম্পর্কে অবগত করা ৷ আর এখানে বিষয়টা আরও গুরুতর কারণ রোহিত শর্মা ভারতীয় দলের একজন অতি গুরুত্বপূর্ণ সদস্য় ৷

IPL-এর শেষ তিনটি ম্য়াচে খেলার পর রোহিতকে দু'সপ্তাহের জন্য বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল ৷ তারপর বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমিতে রিহ্য়াবে যাওয়ার কথা বলা হয় ৷ সেই মতো দলের সঙ্গে অস্ট্রেলিয়া না গিয়ে বেঙ্গালুরুতে যান রোহিত ৷ সেই সময় রোহিতের চোট নিয়ে কোহলি বলেন, রোহিতের চোট নিয়ে অপেক্ষা করাটা ঠিক নয় ৷ এমনকী তাঁর চোট সম্পর্কে ম্য়ানেজমেন্টের কাছে কোনও তথ্য়ই নেই বলে সিরিজ় শুরুর আগে জানিয়েছিলেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.