মেলবোর্ন, 2 ডিসেম্বর : রোহিত শর্মা, ঋষভ পন্থ, শুভমন গিল, পৃথ্বী শ, নবদীপ সাহানিকে কোয়ারানটিনে পাঠানো হল । নববর্ষের দিন এঁদের মেলবোর্নের একটি রেস্তরাঁয় খেতে যাওয়ার ভিডিয়ো বাইরে আসতেই বিতর্ক শুরু হয়েছে । এই পরিস্থিতিতে কড়া নজরদারি ও জৈব বলয়ের মধ্যে থাকতে হচ্ছে খেলোয়াড়দের । এরই মধ্যে তাঁদের বাইরে বেরিয়ে জনসাধারণের মাঝে এইভাবে সময় কাটানোয় চিন্তিত শিবির ।
বিসিসিআই এবং ক্রিকেট অস্ট্রেলিয়া বিষয়টি খতিয়ে দেখছে । তবে আপাতত কোয়ারানটিনে থাকতে হবে তাঁদের । কোয়ারানটিন থাকলেও বিশেষভাবে অনুশীলন করতে পারবেন তাঁরা । তবে সতীর্থ খেলোয়াড়দের সাথে তাঁদের দূরত্ব বজায় রাখতে হবে ।
বিতর্কের শুরু হয় যখন এক ফ্যান একটি বিলের ছবি পোস্ট করেন এবং সেই বিল উক্ত খেলোয়াড়দের বলে দাবি করেন । তিনি দাবি করেন, সেই বিল তিনি মিটিয়েছেন । রোহিত শর্মা তাঁকে টাকা দেওয়ার কথা বললে তিনি অস্বীকার করেন । পান্থ তাঁকে জড়িয়ে ধরেন । এই থেকেই বিতর্ক দানা বাঁধতে থাকে । পরে অবশ্য এই ব্যক্তি টুইটারে লেখেন, তিনি আবেগেরবশে বলে ফেলেছেন । পান্থ কখনোই তাঁকে জড়িয়ে ধরেননি । বরং সবাই দূরত্ব বজায় রেখেই মেলামেশা করেছেন ।
রোহিত শর্মা সদ্য 14 দিনের কোয়ারানটিন কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন । 7 জানুয়ারি সিডনিতে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া ।