ETV Bharat / sports

টেস্টে 6 হাজার রানের গণ্ডি পেরোলেন পূজারা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় চেতশ্বর পূজারার ৷ এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে 6000 রানের গণ্ডি পেরোলেন তিনি ৷

চেতশ্বর পুজারা
চেতশ্বর পুজারা
author img

By

Published : Jan 11, 2021, 12:02 PM IST

সিডনি, 11 জানুয়ারি : চেতেশ্বর পূজারার মুকুটে নয়া পালক ৷ টেস্ট ক্রিকেটে 6 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ 6 হাজার রান পূর্ণ করতে নিলেন 134টি ইনিংস । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসের 76 তম ওভারে নাথন লায়নের বলে তিনি 6 হাজার রানের গণ্ডি পার করেন ৷ 11 তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ব্যাট হাতে ভারতকে টেনে তোলেন পূজারা ও ঋষভ পন্থ ৷ অদ্যম মনোভাব নিয়ে লড়াই চালান তাঁরা ৷ 205 বলে 77 রানের ইনিংস খেলেন পূজারা ৷ হ্যাজলউডের বলে আউট হন তিনি ৷ অপরদিকে পন্থের ঝুলিতে 97 রান ৷

  • Cheteshwar Pujara has become the 11th Indian batsman to reach 6000 runs in Test cricket!

    What a fine player he has been 🔥

    He is also closing in on a fifty in the #AUSvIND Test. pic.twitter.com/MMApa5sIs9

    — ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পন্থ-পূজারা ফিরলেও হার বাঁচাতে লড়ছে ভারত

উল্লেখ্য, 2010 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে ম্যাচে অভিষেক হয় পূজারার ৷ এখনও পর্যন্ত 80টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ টেস্ট ম্যাচে তাঁর সর্বোচ্চ সংগ্রহ 206 ৷ 2013 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ক্রিকেট কেরিয়্যার শুরু করেন তিনি ৷ এখনও পর্যন্ত 5টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ৷ অপরদিকে, 30টি আইপিএল ম্যাচ খেলেছেন পূজারা ৷

সিডনি, 11 জানুয়ারি : চেতেশ্বর পূজারার মুকুটে নয়া পালক ৷ টেস্ট ক্রিকেটে 6 হাজার রানের গণ্ডি পেরোলেন তিনি ৷ 6 হাজার রান পূর্ণ করতে নিলেন 134টি ইনিংস । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসের 76 তম ওভারে নাথন লায়নের বলে তিনি 6 হাজার রানের গণ্ডি পার করেন ৷ 11 তম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে তিনি এই রেকর্ড গড়লেন ৷

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ব্যাট হাতে ভারতকে টেনে তোলেন পূজারা ও ঋষভ পন্থ ৷ অদ্যম মনোভাব নিয়ে লড়াই চালান তাঁরা ৷ 205 বলে 77 রানের ইনিংস খেলেন পূজারা ৷ হ্যাজলউডের বলে আউট হন তিনি ৷ অপরদিকে পন্থের ঝুলিতে 97 রান ৷

  • Cheteshwar Pujara has become the 11th Indian batsman to reach 6000 runs in Test cricket!

    What a fine player he has been 🔥

    He is also closing in on a fifty in the #AUSvIND Test. pic.twitter.com/MMApa5sIs9

    — ICC (@ICC) January 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : পন্থ-পূজারা ফিরলেও হার বাঁচাতে লড়ছে ভারত

উল্লেখ্য, 2010 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই টেস্টে ম্যাচে অভিষেক হয় পূজারার ৷ এখনও পর্যন্ত 80টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ৷ টেস্ট ম্যাচে তাঁর সর্বোচ্চ সংগ্রহ 206 ৷ 2013 সালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ক্রিকেট কেরিয়্যার শুরু করেন তিনি ৷ এখনও পর্যন্ত 5টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন ৷ অপরদিকে, 30টি আইপিএল ম্যাচ খেলেছেন পূজারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.