ETV Bharat / sports

সিডনি টেস্টে বিরাটের কোচের বাজি রোহিত - hook

" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।

rohit
rohit
author img

By

Published : Jan 6, 2021, 6:38 PM IST

হায়দরাবাদ, 6 জানুয়ারি : রোহিত শর্মা দলে আসায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পারবে মেন ইন ব্লুরা । সেই সঙ্গে একটু এগিয়ে থেকে শুরুর করবে ভারত । মনে করেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ।

" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।

rohit
সিডনি টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন রোহিত

উমেশ যাদবের বদলে দলে আসছেন নবদীপ সাইনি । মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে বাঁ পায়ের কাফ মাসেলে চোট পান উমেশ । পরে তিনি ভারতে ফেরেন । তার সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে । ফলে তিনি বাকি সিরিজ থেকে ছিটকে যান উমেশ ।

রাজকুমার শর্মার মতে , সাইনিকে বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত । কারণ সাইনির লম্বা স্পেলে লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করার ক্ষমতা রয়েছে ।

হায়দরাবাদ, 6 জানুয়ারি : রোহিত শর্মা দলে আসায় তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে আরও জোরালো প্রতিরোধ গড়ে তুলতে পারবে মেন ইন ব্লুরা । সেই সঙ্গে একটু এগিয়ে থেকে শুরুর করবে ভারত । মনে করেন বিরাটের ছোটবেলার কোচ রাজকুমার শর্মা ।

" রোহিত শর্মা আসায় দলের মনোবল অনেকটাই বেড়ে গেছে , রোহিত মহান খেলোয়াড় । রোহিতের মত কেউ হুক বা পুল শট খেলতে পারে না । নতুন বলে বলিয়ান অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে জোরালো প্রত্যাঘাত করতে পারে রোহিত । " বলেন রাজকুমার ।

rohit
সিডনি টেস্টে জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন রোহিত

উমেশ যাদবের বদলে দলে আসছেন নবদীপ সাইনি । মেলবোর্নে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে বাঁ পায়ের কাফ মাসেলে চোট পান উমেশ । পরে তিনি ভারতে ফেরেন । তার সুস্থ হতে বেশ কিছু দিন সময় লাগবে । ফলে তিনি বাকি সিরিজ থেকে ছিটকে যান উমেশ ।

রাজকুমার শর্মার মতে , সাইনিকে বেছে নেওয়া সঠিক সিদ্ধান্ত । কারণ সাইনির লম্বা স্পেলে লাইন ও লেন্থ বজায় রেখে বোলিং করার ক্ষমতা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.