ETV Bharat / sports

ব্রিসবেনের হোটেলে নেই ন্য়ূনতম সুযোগ-সুবিধা, হস্তক্ষেপ করল বিসিসিআই - হোটেল সমস্য়া

ভারতীয় দলের তরফে অভিযোগ জানানো হয়েছে, হোটেলে রুম সার্ভিস পরিষেবা নেই ৷ এমনকি হোটেলে যে জ়িম রয়েছে, তা আন্তর্জাতিকমানের নয় ৷ এমনকি হোটেলের সুইমিং পুল ব্য়বহারেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ এমনকি হোটেলে চেক ইন করার সময় একথা কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷

bcci-intervenes-after-team-india-denied-basic-facilities-in-brisbane-hotel
ব্রিসবেনের হোটেলে নেই ন্য়ূনতম সুযোগ-সুবিধা, হস্তক্ষেপ করল বিসিসিআই
author img

By

Published : Jan 12, 2021, 7:57 PM IST

দিল্লি, 12 জানুয়ারি : ব্রিসবেনে পৌঁছে হোটেল সমস্য়ায় জেরবার ভারতীয় দল ৷ যে হোটেলে ভারতীয় দলকে থাকতে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এরপরেই বিসিসিআইয়ের শীর্ষস্তরের হস্তক্ষেপের পর বিষয়টির সমাধান করা হয়েছে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সচিব জয় শাহ এবং সিইও হেমাঙ্গ আমিন ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে সমস্য়ার মেটানোর চেষ্টা চালান ৷

ভারতীয় দলের তরফে অভিযোগ জানানো হয়েছে, হোটেলে রুম সার্ভিস পরিষেবা নেই ৷ এমনকি হোটেলে যে জ়িম রয়েছে, তা আন্তর্জাতিকমানের নয় ৷ এমনকি হোটেলের সুইমিং পুল ব্য়বহারেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ এমনকি হোটেলে চেক ইন করার সময় একথা কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্য়ে 15 জানুয়ারি থেকে কুইন্সল্য়ান্ড ক্য়াপিটালে চতুর্থ তথা শেষ টেস্ট ম্য়াচ খেলা হবে ৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষ বিতর্কে সিরাজ ও ভারতের পাশে দাঁড়ালেন ওয়ার্নার

তবে, ব্রিসবেনে প্র্য়াকটিস বাদে ভারতীয় দলকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তবে, খেলোয়াড়রা নিজেদের হোটেলের রুমের মধ্য়ে নিজেদের মধ্য়ে মেলামেশা করতে পারবেন বলে বোর্ডের একটি সূত্রের তরফে জানানো হয়েছে ৷ তবে, ভারতীয় শিবির আশাবাদী প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং সচিব জয় শাহ এই সমস্য়ার দ্রুত সমাধান করবেন ৷

দিল্লি, 12 জানুয়ারি : ব্রিসবেনে পৌঁছে হোটেল সমস্য়ায় জেরবার ভারতীয় দল ৷ যে হোটেলে ভারতীয় দলকে থাকতে দেওয়া হয়েছে, সেখানে সাধারণ সুযোগ সুবিধার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এরপরেই বিসিসিআইয়ের শীর্ষস্তরের হস্তক্ষেপের পর বিষয়টির সমাধান করা হয়েছে ৷ বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়, সচিব জয় শাহ এবং সিইও হেমাঙ্গ আমিন ক্রিকেট অস্ট্রেলিয়ার শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে সমস্য়ার মেটানোর চেষ্টা চালান ৷

ভারতীয় দলের তরফে অভিযোগ জানানো হয়েছে, হোটেলে রুম সার্ভিস পরিষেবা নেই ৷ এমনকি হোটেলে যে জ়িম রয়েছে, তা আন্তর্জাতিকমানের নয় ৷ এমনকি হোটেলের সুইমিং পুল ব্য়বহারেও নিষেধাজ্ঞা রয়েছে ৷ এমনকি হোটেলে চেক ইন করার সময় একথা কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷ ভারত ও অস্ট্রেলিয়ার মধ্য়ে 15 জানুয়ারি থেকে কুইন্সল্য়ান্ড ক্য়াপিটালে চতুর্থ তথা শেষ টেস্ট ম্য়াচ খেলা হবে ৷

আরও পড়ুন : বর্ণবিদ্বেষ বিতর্কে সিরাজ ও ভারতের পাশে দাঁড়ালেন ওয়ার্নার

তবে, ব্রিসবেনে প্র্য়াকটিস বাদে ভারতীয় দলকে হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে ৷ তবে, খেলোয়াড়রা নিজেদের হোটেলের রুমের মধ্য়ে নিজেদের মধ্য়ে মেলামেশা করতে পারবেন বলে বোর্ডের একটি সূত্রের তরফে জানানো হয়েছে ৷ তবে, ভারতীয় শিবির আশাবাদী প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় এবং সচিব জয় শাহ এই সমস্য়ার দ্রুত সমাধান করবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.