ETV Bharat / sports

India tour of SA : প্রোটিয়াদের দেশে রুদ্ধদ্বার স্টেডিয়ামে সিরিজ খেলবেন কোহলিরা - প্রোটিয়াদের দেশে রুদ্ধদ্বার স্টেডিয়ামে সিরিজ খেলবেন কোহলিরা

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, সিরিজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় একইসঙ্গে জৈব বলয় যাতে সুরক্ষিত থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে (CSA takes the decision along with BCCI to protect the players) ৷

India tour of SA
প্রোটিয়াদের দেশে রুদ্ধদ্বার স্টেডিয়ামে সিরিজ খেলবেন কোহলিরা
author img

By

Published : Dec 20, 2021, 9:45 PM IST

জোহানেসবার্গ, 20 ডিসেম্বর : কেবল বক্সিং-ডে টেস্ট ম্যাচ নয়, দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজটাই রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল (India to play whole series in South Africa behind closed doors) ৷ বিশ্বজুড়ে কোভিডের বাড়বাড়ন্তের কারণে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতা করে এমনই সিদ্ধান্তে পৌঁছল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷

সেদেশের ক্রিকেট বোর্ড এদিন এক বিবৃতিতে লিখেছে, "সিরিজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় ৷ একইসঙ্গে জৈব বলয় যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে (CSA takes the decision along with BCCI to protect the players) ৷" তবে অনুরাগীদের আশ্বস্ত করে বিবৃতিতে সিরিজ সম্প্রচারকারী চ্য়ানেলের নাম ঘোষণা করেছে ডি'ককদের ক্রিকেট বোর্ড ৷

এমনকী সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে বেশ কিছু জায়গায় সীমিত সংখ্যক ক্রিকেট সমর্থক জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে সিএসএ ৷ তবে সেগুলি কোথায় কোথায় হবে সেবিষয়ে বিস্তারিত পরে জানাবে তারা ৷ ওমিক্রনের আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউ চলছে ৷ তারই মধ্যে সেদেশে তিন ম্যাচের টেস্ট এবং সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল ৷

  • ANNOUNCEMENT🚨

    Tickets for the upcoming #SAvIND tour will not be made available after both cricket bodies took a joint decision to protect the players and the tour 😢

    The matches will be broadcast live on SuperSport and SABC 📺

    Full details ➡️ https://t.co/iTa8p4hRQf pic.twitter.com/VFBf2HYyNo

    — Cricket South Africa (@OfficialCSA) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India tour of SA : ম্যান্ডেলার দেশে পৌঁছে প্রথম অনুশীলন কোহলিদের, ছবি শেয়ার করল বিসিসিআই

ওমিক্রন কাঁটায় কোহলিদের পূর্ব নির্ধারিত সফরসূচি পিছিয়ে গিয়েছে খানিকটা ৷ এবার সঙ্গে যুক্ত হল দর্শকশূন্য গ্যালারি ৷ রেনবো নেশনে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং-ডে'তে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল ৷

জোহানেসবার্গ, 20 ডিসেম্বর : কেবল বক্সিং-ডে টেস্ট ম্যাচ নয়, দক্ষিণ আফ্রিকায় গোটা সিরিজটাই রুদ্ধদ্বার স্টেডিয়ামে খেলবে ভারতীয় দল (India to play whole series in South Africa behind closed doors) ৷ বিশ্বজুড়ে কোভিডের বাড়বাড়ন্তের কারণে সোমবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সমঝোতা করে এমনই সিদ্ধান্তে পৌঁছল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড ৷

সেদেশের ক্রিকেট বোর্ড এদিন এক বিবৃতিতে লিখেছে, "সিরিজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন করা যায় ৷ একইসঙ্গে জৈব বলয় যাতে সুরক্ষিত থাকে, সেই কারণেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে (CSA takes the decision along with BCCI to protect the players) ৷" তবে অনুরাগীদের আশ্বস্ত করে বিবৃতিতে সিরিজ সম্প্রচারকারী চ্য়ানেলের নাম ঘোষণা করেছে ডি'ককদের ক্রিকেট বোর্ড ৷

এমনকী সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে বেশ কিছু জায়গায় সীমিত সংখ্যক ক্রিকেট সমর্থক জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগ করতে পারবে বলে জানিয়েছে সিএসএ ৷ তবে সেগুলি কোথায় কোথায় হবে সেবিষয়ে বিস্তারিত পরে জানাবে তারা ৷ ওমিক্রনের আঁতুড়ঘর দক্ষিণ আফ্রিকায় এই মুহূর্তে করোনার চতুর্থ ঢেউ চলছে ৷ তারই মধ্যে সেদেশে তিন ম্যাচের টেস্ট এবং সমসংখ্যক ম্যাচের ওডিআই সিরিজ খেলতে গিয়েছে ভারতীয় দল ৷

  • ANNOUNCEMENT🚨

    Tickets for the upcoming #SAvIND tour will not be made available after both cricket bodies took a joint decision to protect the players and the tour 😢

    The matches will be broadcast live on SuperSport and SABC 📺

    Full details ➡️ https://t.co/iTa8p4hRQf pic.twitter.com/VFBf2HYyNo

    — Cricket South Africa (@OfficialCSA) December 20, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : India tour of SA : ম্যান্ডেলার দেশে পৌঁছে প্রথম অনুশীলন কোহলিদের, ছবি শেয়ার করল বিসিসিআই

ওমিক্রন কাঁটায় কোহলিদের পূর্ব নির্ধারিত সফরসূচি পিছিয়ে গিয়েছে খানিকটা ৷ এবার সঙ্গে যুক্ত হল দর্শকশূন্য গ্যালারি ৷ রেনবো নেশনে আগামী 26 ডিসেম্বর অর্থাৎ বক্সিং-ডে'তে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.