সাউদাম্পটন, 25 জুন : ক্রিকেট বিশ্বে দক্ষিণ আফ্রিকাকে চোকার্স তকমা দেওয়া হয় ৷ কারণ অন্যান্য সিরিজ়ে দাপট দেখালেও কোনও আইসিসি ইভেন্টের সেমিফাইনাল হার্ডেল টপকাতে পারেনি প্রোটিয়াজরা ৷ তবে শেষ সাত বছর ভারতীয় ক্রিকেটেও সেই একই হাল ৷ 2015-র বিশ্বকাপ থেকে শুরু করে, 2019-এর বিশ্বকাপ ও সম্প্রতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরেও হয় সেমিফাইনাল, অথবা ফাইনাল থেকে খালি হাতেই ফিরতে হয়েছে ধোনি-কোহলির ভারতকে ৷ তাই নেটিজেন থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধাদের কাছে বিশ্ব ক্রিকেটের নতুন চোকার্স কোহলির ভারত ৷
শেষ দশকের শুরুটা দারুণ করেছিল ভারত ৷ একাধিক আইসিসি টুর্নামেন্ট নিজেদের নামে করেছিল ধোনির ভারত ৷ তার মধ্যে ঘরের মাঠে 2011 ওয়ানডে বিশ্বকাপ, 2013-র চ্যাম্পিয়ান্স ট্রফিও আছে ৷
কিন্তু 2014 থেকে ভারতের সমস্যা শুরু ৷ এরপর আইসিসির বড় কোনও ইভেন্টের ফাইনাল জিততে পারেনি মেন ইন ব্লুজরা ৷ 2014 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার কাছে হার দিয়ে শুরু ৷ এর পর একে একে 2015 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার, 2016 টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজ়ের কাছে হার, 2017-র চ্যাম্পিয়ান্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হার, 2019 ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে নিউজ়িল্যান্ডের কাছে হার আছে ৷ সম্প্রতি, 2021 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিউয়িদের কাছে হারে ভারত ৷ তারপরই ভারতকে চোকার্স বলতে দ্বিধা প্রকাশ করছেন না বিশেষজ্ঞরা ৷
বুধবার সাউদাম্পটনে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যখন সবাই ড্র বলে ধরে নিয়েছে, তখনই অপ্রত্যাশিতভাবে হারে ভারত ৷ যদিও বেশিরভাগ ক্ষেত্রেই ভারত গ্রুপ স্টেজে প্রথম স্থানেই শেষ করেছে ভারত ৷
1983 বিশ্বকাপ জয়ী দলের সদস্য মদন লাল বলছেন, ‘‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ড্র হওয়ার কথা ছিল ৷’’ তিনি আরও বলেন, ‘‘যদি তোমাকে এই ধরনের টুর্নামেন্ট জিততে হয়, তাহলে একজন বা দু’জন ক্রিকেটার জেতাতে পারবে না ৷ পুরো দলকে একটি টিম হিসেবে কাজ করতে হবে ৷ একজন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে আমি অবাক হয়েছি, কেউ পারফর্ম করতে পারল না ৷’’
আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ
যদিও লিগ স্টেজে অসাধারণ খেলে ভারত ৷ জয়ের শতাংশের বিচারেও নিউজ়িল্যান্ডের থেকে এগিয়ে ছিল ভারত ৷ ভারতের জয়ের শতাংশ ছিল 70.6 ৷ মোট 17টি টেস্টের মধ্যে 12টিতে জয় তুলে নেন কোহলি ব্রিগেড ৷ অন্যদিকে, নিজেদের 11 টি টেস্টের মধ্যে 7টিতে জয় তুলে নেয় কিউয়িরা ৷ তাঁদের জয়ের শতাংশ ছিল 63.6 ৷ আরও গুরুত্বপূর্ণ বিদেশের মাটিতেও সফল ভারত ৷ বিদেশে খেলা তিনটি সিরিজ়ের 2টিতে জিতেছে কোহলির মেন ইন হোয়াইটসরা ৷